প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে বের হয়ে প্রাণ গেল স্কুলছাত্রের
Published: 3rd, July 2025 GMT
হবিগঞ্জ শহরের ডাকঘর এলাকায় ছুরিকাঘাতে জনি দাস (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) ভোররাতে এ ঘটন ঘটে।
জনি ডাকঘর এলাকার নরধন দাসের ছেলে ও হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানান, ভোররাত সাড়ে ৩টার দিকে জনিদের বাড়িতে এক চোর ঢোকে। সে সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হয় জনি। এ সময় চোর জনিকে দেখতে পেয়ে হাতে থাকা ছুরি দিয়ে আঘাত করে। জনি ডাক-চিৎকার করলে তার বড়ভাই জীবন দাস বাইরে বের হলে তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায় চোর। পরে জনিকে আহতাবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আরো পড়ুন:
গাজায় ‘গণহত্যার অর্থনীতি’ থেকে লাভবান মাইক্রোসফট-অ্যামাজনসহ যত কোম্পানি
আরিফুলকে হত্যা করে তারই ২ বন্ধু: পুলিশ
হবিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজল সরকার বলেন, ‘‘তদন্ত সাপেক্ষে চোরকে শনাক্ত করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।’’
ঢাকা/মামুন/রাজীব
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সীমান্তে পলিথিন ব্যাগে পাওয়া গেল ৩০ হাজার ডলার
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৩০ হাজার মার্কিন ডলার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার সকালে ৩৩ বিজিবি ব্যাটালিয়নের মাদরা বিওপির একটি দল সেখানে অভিযান চালায়।
গতকাল রাতে ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ১৩/৩-এস সীমান্ত পিলারের কাছে তেঁতুলতলা এলাকা দিয়ে বিপুল পরিমাণ মার্কিন ডলার ভারতে পাচার হতে পারে। এরপর অধিনায়কের নির্দেশে একটি দল কৌশলে সেখানে অবস্থান নেয়। এ সময় সন্দেহভাজন একজনকে ধাওয়া করলে তিনি হাতে থাকা একটি পলিথিন ব্যাগ ফেলে পালিয়ে যান। পরে ব্যাগটি তল্লাশি করে ১০০ ডলারের তিনটি বান্ডিলে ৩০ হাজার ডলার পাওয়া যায়।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক বলেন, উদ্ধার করা ডলার কোর্টের আদেশ গ্রহণ ও আইনি প্রক্রিয়া সম্পন্নের পর সাতক্ষীরা ট্রেজারিতে জমা দেওয়া হবে।