চব্বিশের জুলাই-আগস্টের গণ–অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কর্মসূচির কথা জানায় দলটি।

বিবৃতিতে বলা হয়, গতকাল বুধবার বাংলাদেশ খেলাফত মজলিসের কার্যালয়ে এক বৈঠকে এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলের সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফ।

কর্মসূচির মধ্যে রয়েছে ১১ জুলাই দেশব্যাপী দোয়া দিবস এবং শহীদদের কবর জিয়ারত, ১৮ জুলাই গণহত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ মিছিল এবং ৫ আগস্ট গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশব্যাপী বিজয় শোভাযাত্রা।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদের পরিচালনায় বৈঠকে উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মহিউদ্দিন রাব্বানী, কুরবান আলী, যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, শরাফত হোসাইন, তোফাজ্জল হোসাইন মিয়াজী, সাংগঠনিক সম্পাদক এনামুল হক মুসা, আবু সাঈদ নোমান, আবুল হাসানাত, মুহাম্মদ ফয়সাল, নিয়ামতুল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক ফজলুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক হারুনুর রশীদ ভূঁইয়া, অফিস সম্পাদক রুহুল আমীন খান, আইনবিষয়ক সম্পাদক শরীফ হোসাইন, সহপ্রশিক্ষণ সম্পাদক হাসান জুনাইদ, নির্বাহী সদস্য মুহসিন উদ্দীন, মামুনুর রশীদ, ছানাউল্লাহ আমেনী, রাকিবুল ইসলাম, আনোয়ার হোসাইন, মুর্শেদুল আলম সিদ্দীক প্রমুখ।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: হ স ইন

এছাড়াও পড়ুন:

রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ও ২৫ সেপ্টেম্বর ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল আলম মাসউদের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আরো পড়ুন:

রাকসু: ম্যানুয়াল ভোট গণনাসহ ১২ দাবি ছাত্রদলসহ ২ প্যানেলের

রাকসু নির্বাচন: শেষ দিনে ছাত্রদল নেতার প্রার্থিতা প্রত্যাহার

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাকসু, হল সংসদ ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন উপলক্ষে বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা ও অফিসগুলো বন্ধ থাকবে। এছাড়া অতি জরুরি বিভাগ-পানি, বিদ্যুৎ, চিকিৎসা, প্রহরাব্যবস্থা ও টেলিফোন যথারীতি চালু থাকবে।

এ বিষয়ে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ইফতিখারুল ইসলাম মাসউদ বলেন, “দীর্ঘ ৩৫ বছর পর আমাদের রাকসু নির্বাচন হতে যাচ্ছে। এ বছর যেহেতু ভোটকেন্দ্র একাডেমিক বিল্ডিংগুলোতে হবে, এজন্য ভোটকেন্দ্রের কিছু প্রস্তুতির জন্য ২৪ ও ২৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। তবে প্রশাসনিক কার্যক্রমের জন্য অফিস খোলা থাকবে।”

ঢাকা/ফাহিম/সাইফ

সম্পর্কিত নিবন্ধ

  • দুর্গাপূজায় নিরাপত্তায় সতর্ক অবস্থায় থাকবে পুলিশ: আইজিপি
  • শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সিঙ্গাইরের ৭৭ মণ্ডপে অনুদান বিতরণ
  • শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে বন্দরে প্রস্তুুতিমূলক সভা অনুষ্ঠিত 
  • মোদির জন্মদিনে ট্রাম্পের ফোন, মেসির উপহার
  • বেনাপোল দিয়ে ইলিশের প্রথম চালান গেল ভারতে
  • সদর উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • ভারতে ইলিশ রপ্তানির অনুমতি পেল ৩৭টি প্রতিষ্ঠান
  • ‘ওজোনস্তর ক্ষয়ে স্বাস্থ্য, কৃষি ও প্রাণিজগৎ ঝুঁকির মুখে’
  • দুর্গাপূজা উপলক্ষে প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ
  • রাকসু নির্বাচন: রাবিতে ২ দিন ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা