ছোট্ট আরিবাদের বাড়ির পাশে একটি বন ছিল। ছিল একটি পাহাড়ও। তো বনটি নিয়ে ছিল আরিবাদের খুব আগ্রহ। কারণ ওই বনে ছিল দুটি দুষ্টু বানর। একদিন তারা কলা খাচ্ছিল আর মনের সুখে গল্প করছিল। খেতে খেতে কথা বলার কারণে তাদের গলায় হঠাৎ কলা আটকে গেল। এরপর তারা আটকে যাওয়া কলা গলা থেকে বের করতে না পেরে মরে যায়! মরে গিয়ে বানরগুলো ভূত হয়ে যায়। ভূত হয়ে যাবার পর তাদের এতো ক্ষুধা বেড়ে গেল যে তারা বনের সব গাছপালা, ঘরবাড়ি খেয়ে ফেলতে লাগলো। এভাবে খেতে খেতে একদিন তারা আরিবাদের গ্রামেও চলে এলো। আরিবা বানরদের ডেকে বলে, আমাদের গ্রামে খাবার মতো কিছু নেই। তোমরা বরং ওই পাহাড়টার দিকে যাও। তারপর তারা পাহাড়ের দিকে চলে গেল। আরিবাদের গ্রামের সবাই অনেক খুশি!
n আরিবার বয়স : ২+৩+৪ বছর; সে চতুর্থ শ্রেণিতে পড়ে নোয়াখালী আইডিয়াল স্কুলে
n নওরিনের বয়স : ১+২+৪ বছর; সে দ্বিতীয় শ্রেণিতে পড়ে ঢাকার বি এফ শাহীন কলেজে
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর
জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি।
নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ। ইতিমধ্যে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
আরো পড়ুন:
চার জেলায় নতুন ডিসি
ভূমি অফিসকে আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: সিনিয়র সচিব
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।
এর আগে নির্বাচন কমিশন সচিবালয় অনুমতির জন্য চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।
চিঠিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। যা চলবে আগামী ১১ নভেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। ২টি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন।
চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।
ঢাকা/নঈমুদ্দীন/এসবি