কনসার্টে গায়ক একনের পরনের প্যান্ট নিয়ে টানাটানি
Published: 16th, November 2025 GMT
ভিআইপি আসনের সামনের স্টেজে দাঁড়িয়ে গান গাইছেন রক গায়ক একন। মৌ মাছির মতো ঝেঁকে ধরেছেন দর্শকরা। তার পরনের প্যান্ট ধরে টানছে অনেকগুলো হাত। একপর্যায়ে কোমর থেকে প্যান্ট নিচে নামিয়ে ফেলেন। এক হাতে মক্রোফোন, অন্য হাত দিয়ে প্যান্ট টেনে উপরে উঠান গায়ক। এ পরিস্থিতিতেও শান্তভাবে সব সামলাতে দেখা যায় এই গায়ককে।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ক্লিপে এমন দৃশ্য দেখা যায়; যা এখন নেট দুনিয়ায় ভাইরাল। দর্শকদের এমন আচরণ নিয়ে জোর চর্চা চলছে অন্তর্জালে। অনেকে এটিকে ‘হেনস্তা’ বলে মন্তব্য করেছেন।
আরো পড়ুন:
চতুর্থ সন্তানের মা হলেন কার্ডি বি
ইরানি অভিনেতা হুমায়ুন এরশাদি মারা গেছেন
একনের ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর নানা ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন নেটিজেনরা। অমৃত নামে একজন লেখেন, “এটা দুঃখজনক, লাইভ পারফরম্যান্সের সময়ে তারা তাকে মঞ্চে সরাসরি হয়রানি করেছে। একন একজন আন্তর্জাতিক শিল্পী, অর্থচ তারা তাকে কেবল হয়রানি করেছে।” অন্য একজন লেখেন, “তারা তার সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে।” আরেকজন লেখেন, “সে অবশ্যই এই ঘটনাকে মনে রাখবে।” এমন অসংখ্য মন্তব্য ভেসে বেড়াচ্ছে কমেন্ট বক্সে।
নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, ভারত সফরে এসেছেন মার্কিন রক গায়ক একন। গত ৯ নভেম্বর দিল্লিতে প্রথম কনসার্ট করেন তিনি। ১৪ নভেম্বর বেঙ্গালুরুতে আরেকটি কনসার্টে অংশ নেন একন। সেখানেই একদল অনুরাগীর হাতে এভাবে হেনস্তার শিকার হন এই শিল্পী।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৬
প্রতারণা, চুরিসহ বিভিন্ন অভিযোগে রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিভিন্ন জায়গা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। আজ শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মোহাম্মদপুর থানা–পুলিশ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতারণার অভিযোগে একজন, চুরির অভিযোগে দুজন ও দস্যুতার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি তিনজন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একজন এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অধ্যাদেশ আইনে আরও সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের ঢাকা মহানগর পুলিশ অধ্যাদেশ আইনে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন (২৩), নাঈম (২০), আনোয়ার (৫৭), মাসুদ মোল্লা (৩৩), রাসেল (৩০), রবিউল (১৯), সাগর (২৭), ইমন (২৪), লালচান বাদশা (২৪), আরাফাত হোসেন (২১), জোবায়ের (২০), আনোয়ারুল ইসলাম (৪৪), এ কে এম সাঈদ (৪৮), রবিন (২৫), ইমরান (৩২) ও হাসান (২৮)।