রাজধানীর খিলক্ষেত থেকে জনতা ব্যাংকের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মুশফিকুর রহমান নিখোঁজ হয়েছেন। গতকাল শুক্রবার দুপুর সাড়ে ১২টার পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় মুশফিকুর রহমানের সন্ধান চেয়ে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগীর পরিবার।

জানতে চাইলে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.

সাজ্জাদ হোসেন প্রথম আলোকে বলেন, জনতা ব্যাংকের ডিজিএম মুশফিকুর রহমানের খোঁজে মাঠে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজ আদায়ের কথা বলে বাসা থেকে বের হন ব্যাংক কর্মকর্তা মুশফিকুর। তবে তিনি মসজিদে যাননি, সেটা নিশ্চিত হওয়া গেছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাঁর অবস্থান নির্ণয়ের চেষ্টা করছে পুলিশ।

এদিকে ব্যাংক কর্মকর্তা মুশফিকুর রহমানের সহকর্মী জনতার ব্যাংকের কোম্পানি সচিব আবদুল আলিম খান প্রথম আলোকে বলেন, মুশফিকুর রহমান শুক্রবার দুপুর ১২টা ১৫ মিনিটে বাসার সামনে থেকে একটি রিকশায় ওঠেন। এরপরের অবস্থান আর জানা যায়নি।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: খ লক ষ ত থ

এছাড়াও পড়ুন:

উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ। ইতিমধ্যে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো পড়ুন:

চার জেলায় নতুন ডিসি

ভূমি অফিসকে আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: সিনিয়র সচিব

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয় অনুমতির জন্য চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।

চিঠিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। যা চলবে আগামী ১১ নভেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। ২টি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন।

চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ