দেশে সর্বেশষ ২৪ ঘণ্টায় (গতকাল রোববার সকাল আটটা থেকে আজ সোমবার সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চলতি বছরে এক দিনে এটি সর্বোচ্চ সংক্রমণ। এ সময় এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। আজ বিকেলে দেওয়া স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ১৫৪ জন আক্রান্ত হয়েছেন বরিশাল বিভাগে। এর মধ্যে বরগুনাতেই ৬৩ জন নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বরিশাল বিভাগে দুজন এবং খুলনা বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১২ হাজার ৭৬৩ জন আক্রান্ত হয়েছেন। এতে মৃত্যু হয়েছে ৪৮ জনের।

দেশে চলতি বছরের জানুয়ারি থেকে মে পর্যন্ত ‍পাঁচ মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৩৪৫ জন। তবে জুন মাসেই এর চেয়ে বেশি মানুষ এডিস মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়েছেন; এ সংখ্যা ৫ হাজার ৮০৪। সরকারি হিসাব বলছে, এযাবৎকালের মধ্যে এক মাসে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু সংক্রমণ হয়েছে জুনে। আর চলতি জুলাই মাসের শুরু থেকেই সংক্রমণ বৃদ্ধির ধারা অব্যাহত আছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: স ক রমণ হয় ছ ন

এছাড়াও পড়ুন:

নানি নয়, নীনা

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ শুরু থেকেই দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। সদ্য মুক্তি পাওয়া চতুর্থ মৌসুমও ব্যতিক্রম নয়। এই সিরিজের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে অনেক চরিত্র। তেমনই একজন অভিনেত্রী নীনা গুপ্তা। সিরিজে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন তিনি।
প্রথম আলোর সঙ্গে সম্প্রতি আলাপচারিতায় বলেন, ‘আজ সারা দেশ আমাকে “পঞ্চায়েত” সিরিজের কারণেই চেনে। শহর-গ্রাম যেখানে যাই, সবাই এই সিরিজের কথা বলেন। সত্যি কথা বলতে, “বাধাই হো” সিনেমার সময়ও এত ভালোবাসা পাইনি।’

নীনা গুপ্তা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

সম্পর্কিত নিবন্ধ