আরিফিন শুভ ও কলকাতার অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে ‘লহু’ ওয়েব সিরিজের শুটিং শুরু হয়েছিল। কিন্তু প্রাথমিক ধাপে নিয়ম লঙ্ঘনের অভিযোগে কাজ থেমে যায়। পরিচালক রাহুল মুখার্জি ফেডারেশনের নিয়ম না মেনে শুটিং চালিয়ে যাওয়ার চেষ্টা করেন—এমন অভিযোগ ওঠে। এর জেরে টলিউড ডিরেক্টরস ফেডারেশন থেকে তাকে বহিষ্কারও করা হয়।  

এই ঘটনাকে কেন্দ্র করে টলিউডে চাঞ্চল্য ছড়ায়। মাঝপথে নির্মাণ থেমে যায়। দীর্ঘ জটিলতা শেষে সমাধান হয়েছে সব দ্বন্দ্বের। ফের শুরু হচ্ছে ওয়েব সিরিজটির শুটিং। 

ভারতের গণমাধ্যম দ্য ওয়াল এক প্রতিবেদনে জানিয়েছে, ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের মধ্যস্থতায় সমাধান হয়েছে বিষয়টির। পুনরায় পরিচালক রাহুল এবং ওটিটি প্ল্যাটফর্ম চরকির ভারতীয় কর্মকর্তা অনিন্দ্য ব্যানার্জি মিলে কাজ শুরু করছেন নতুন উদ্দীপনায়। 

আরো পড়ুন:

দীপঙ্করের নিঃশ্বাসে বাঁচতে চান দোলন

‘নারীর একাধিক পুরুষ বন্ধু থাকলে অনায়াসে তাকে চরিত্রহীন বলা যায়’

পরিচালক রাহুল মুখার্জি বলেন, “স্বরূপদা না থাকলে এটি সম্ভব হতো না। তার সহযোগিতা ও নেতৃত্বের কারণেই নতুন করে কাজ শুরুর পথ খুলেছে। আমি কৃতজ্ঞ।” 

চরকির কর্মকর্তা অনিন্দ্য ব্যানার্জি বলেন, “আমাদের দিক থেকেও কিছু ভুল ছিল, যেগুলো স্বরূপদা সুন্দরভাবে সামলে দিয়েছেন। এখন নতুন করে আবার ‘লহু’ এর কাজ শুরু হচ্ছে। একইসঙ্গে চরকির আরো কিছু প্রজেক্টও পরিকল্পনার মধ্যে আছে।” 

‘লহু’ ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন আরিফিন শুভ ও সোহিনী সরকার। সিরিজটি মুক্তি পেলে দুই বাংলার দর্শকের আগ্রহ থাকবে তুঙ্গে, এমনটিই প্রত্যাশা নির্মাতা-প্রযোজকদের।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

হীরার গয়না, সৌরবিদ্যুৎ প্যানেল, কোটি টাকা—বিশ্বকাপজয়ী ভারতের মেয়েদের জন্য একের পর এক পুরস্কারের ঘোষণা

বিশ্বকাপ জেতার সুবাদে প্রাইজমানি হিসেবে আইসিসির কাছ থেকে ৪৪ লাখ ৮০ হাজার ডলার (৫৪ কোটি ২৬ লাখ টাকা) পেয়েছে ভারত নারী ক্রিকেট দল। এরই মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই) বিশ্ব চ্যাম্পিয়ন দলকে ৫১ কোটি রুপি অর্থ পুরস্কারের ঘোষণা দিয়েছে। তবে এখানেই শেষ নয়, একের পর এক আসছে আরও পুরস্কারের ঘোষণা।

ভারতের সুরাটের শিল্পপতি ও রাজ্যসভার সদস্য গোবিন্দ ঢোলাকিয়াও ভারতীয় নারী ক্রিকেট দলকে বিশ্বকাপ জয়ের জন্য এক অভিনব পুরস্কারের ঘোষণা দিয়েছেন। হীরার গয়না আর সৌরবিদ্যুতের প্যানেল—এই দুই উপহার পৌঁছে যাবে চ্যাম্পিয়ন দলের প্রতিটি ক্রিকেটারের ঘরে।

ঢোলাকিয়া শ্রী রামকৃষ্ণ এক্সপোর্টস প্রাইভেট লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এমেরিটাস। ফাইনালের আগেই তিনি বিসিসিআইয়ের সহসভাপতি রাজীব শুক্লাকে চিঠি লিখে জানান, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তিনি ‘হাতে তৈরি প্রাকৃতিক হীরার গয়না’ দিতে চান। তাঁর ভাষায়, এটি হবে ক্রিকেটারদের মেধা আর দৃঢ়তার প্রতি কৃতজ্ঞতার নিদর্শন।

শুধু তা–ই নয়, ঢোলাকিয়া চিঠিতে আরও লিখেছেন, প্রতিটি খেলোয়াড়ের বাড়ির ছাদে বসানোর জন্য সৌরবিদ্যুতের প্যানেলও উপহার দিতে চান তিনি—‘যেন দেশের জন্য যে আলো তারা ছড়িয়েছে, সেই আলো সব সময় তাদের জীবনেও জ্বলতে থাকে।’

প্রথমবারের মতো নারী বিশ্বকাপ জিতল ভারত

সম্পর্কিত নিবন্ধ