Prothomalo:
2025-07-07@21:45:07 GMT

নানি নয়, নীনা

Published: 7th, July 2025 GMT

অ্যামাজন প্রাইম ভিডিওর জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ শুরু থেকেই দর্শকের ভালোবাসা পেয়ে এসেছে। সদ্য মুক্তি পাওয়া চতুর্থ মৌসুমও ব্যতিক্রম নয়। এই সিরিজের হাত ধরে জনপ্রিয়তা পেয়েছে অনেক চরিত্র। তেমনই একজন অভিনেত্রী নীনা গুপ্তা। সিরিজে মঞ্জু দেবীর চরিত্রে অভিনয় করে দর্শকের হৃদয়ে পাকা জায়গা করে নিয়েছেন তিনি।
প্রথম আলোর সঙ্গে সম্প্রতি আলাপচারিতায় বলেন, ‘আজ সারা দেশ আমাকে “পঞ্চায়েত” সিরিজের কারণেই চেনে। শহর-গ্রাম যেখানে যাই, সবাই এই সিরিজের কথা বলেন। সত্যি কথা বলতে, “বাধাই হো” সিনেমার সময়ও এত ভালোবাসা পাইনি।’

নীনা গুপ্তা। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মুরাদনগরে নারী নির্যাতন: রিমান্ড শেষে চার আসামিকে আদালতে তোলা হবে আজ

কুমিল্লার মুরাদনগরের ধর্ষণ কাণ্ডে ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে পর্নোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার ৪ আসামিকে ৩ দিনের রিমান্ড শেষে আজ মঙ্গলবার আদালতে হাজির করা হবে। রিমান্ডে জিজ্ঞাসাবাদে ওই দিন ভুক্তভোগী নারীকে ঘরের ভেতর আটকে নির্যাতন ও ভিডিও ভাইরাল করার বিষয়ে তারা বেশ কিছু তথ্য দিয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ বিষয়ে আগেই কোনো তথ্য দিতে অপারগতা প্রকাশ করেছেন মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান। তবে মামলার তদন্তসংশ্লিষ্ট অপর একটি সূত্র জানিয়েছে, ‘রিমান্ডে ঘটনার সময় নির্যাতন ও ভিডিওকারীদের নাম প্রকাশ করেছেন আসামিরা।’

বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার আমলি আদালত-১১ এর বিচারক মমিনুল হকের আদালতে চারজনের রিমান্ড চেয়ে আবেদন করেন মুরাদনগর থানার এসআই ও মামলার তদন্তকারী কর্মকর্তা রুহুল আমিন। আদালত ৪ জনের রিমান্ড মঞ্জুর করেন। তারা হলেন– রমজান, মোহাম্মদ আলী সুমন, মো. আরিফ ও মো. অনিক। 

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান গতকাল সমকালকে বলেন, রিমান্ড শেষে মঙ্গলবার আসামিদের আদালতে সোপর্দ করা হবে। একই মামলায় গ্রেপ্তার আরেক আসামি ও ঘটনার পরিকল্পনাকারী শাহ পরানের রিমান্ড শুনানি হবে বুধবার। 

সম্পর্কিত নিবন্ধ