‘ফেদেরার-কুফা’ কাটিয়ে কোয়ার্টার ফাইনালে জোকোভিচ
Published: 7th, July 2025 GMT
আবারও উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন নোভাক জোকোভিচ। তবে শেষ ষোলোতে ঠিক ছন্দে ছিলেন না এই সার্বিয়ান তারকা। অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরের বিপক্ষে শুরুটা ছিল বেশ অগোছালো। তবে একবার ছন্দ ফিরে পেয়ে আর পেছনে তাকাতে হয়নি তাঁকে। অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে সোমবার ১-৬, ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে জিতে ১৬তমবারের মতো উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে উঠলেন সাতবারের চ্যাম্পিয়ন।
গ্যালারিতে বসে এই ম্যাচ উপভোগ করেছেন রেকর্ড আটবারের উইম্বলডনজয়ী রজার ফেদেরার। আগামী রোববার ফাইনালে জিততে পারলে ফেদেরারের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন জোকোভিচ। তাতে নারী-পুরুষ মিলিয়েই রেকর্ড ২৫তম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতার কীর্তি গড়বেন ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।
তবে আজকের মতো শুরু হলে সামনে বিপদ হতে পারে। আজ প্রথম গেমেই সার্ভিস হারান, এরপর আরও দুটি ব্রেক পয়েন্ট তুলে নেন ১১ নম্বর বাছাই মিনাউর। মাত্র এক সেটেই জোকোভিচ করেছেন ১৬টি আনফোর্সড এরর, সঙ্গে ছিল চারটি ডাবল ফল্ট। ফল, ৬-১ গেমে প্রথম সেটে হার।
একটি পয়েন্ট পাওয়ার পর জোকোভিচ.উৎস: Prothomalo
কীওয়ার্ড: র ফ ইন ল
এছাড়াও পড়ুন:
রাজকীয় ভোজে ডায়ানার সাজে ভক্তদের চমকে দিলেন কেট মিডলটন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের আয়োজন করা নৈশভোজের কিছু ছবি দেখে বিশ্বজুড়ে প্রিন্সেস ডায়ানার ভক্তরা চমকে উঠেছেন।
ডোনাল্ড ট্রাম্পের সস্ত্রীক যুক্তরাজ্য সফর উপলক্ষে গতকাল বুধবার রাতে উইন্ডসর ক্যাসলের সেন্ট জর্জেস হলে রাজকীয় নৈশভোজের আয়োজন করেছিলেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা। সেখানে প্রয়াত প্রিন্সেস ডায়ানার বিখ্যাত ‘লাভার্স নট টিয়ারা’ পরে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন।
লাভার্স নট টিয়ারা পরে নৈশভোজে আসেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন