সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় ব্যাটারিচালিত ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।

আজ মঙ্গলবার সকালে উপজেলার চড়িয়া শিখা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আরেক ছেলে ও ভ্যানটির চালক আহত হয়েছেন।

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পুরান বেড়া গ্রামের আবদুল মান্নান খন্দকার (৭০) ও তাঁর ছেলে জুয়েল খন্দকার (৩৫)। আহত রাসেল খন্দকার (৪০) মান্নানের বড় ছেলে।

হাইওয়ে পুলিশ, নিহত দুজনের পরিবার ও কয়েকজন প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, আবদুল মান্নান বার্ধক্যজনিত কারণে বেশ কিছুদিন অসুস্থ ছিলেন। আজ সকালে তাঁকে নিয়ে উপজেলার হাটিকুমরুলে চিকিৎসকের কাছে যাচ্ছিলেন ছেলে জুয়েল। সকাল পৌনে ৭টার দিকে চড়িয়া শিখা এলাকায় ঢাকা-রাজশাহী মহাসড়ক পারাপারের সময় ভ্যানটিকে চাপা দেয় বেপরোয়া গতির একটি ট্রাক। এতে ভ্যানটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই বাবা-ছেলে (মান্নান ও জুয়েল) নিহত হন। এ ঘটনায় অটোভ্যানের চালকও গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

পরিবারের পক্ষ হতে কোনো অভিযোগ না থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মান্নান ও জুয়েলের লাশ হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রউফ। তিনি বলেন, ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন। তাঁকে ধরতে কাজ করছে পুলিশ।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

সচিবালয়, যমুনা ও পার্শ্ববর্তী এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ: ডিএমপি

বাংলাদেশ সচিবালয় এবং প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা ও এর পার্শ্ববর্তী এলাকায় যেকোনো ধরনের সভা, সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

মঙ্গলবার (৮ জুলাই) অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ও ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে।

নির্দেশনাটি বুধবার (৯ জুলাই) থেকে কার্যকর হবে।

আরো পড়ুন:

খুলনা শহরে ১০ মাসে ২৬ হত্যা: পুলিশ

নড়াইলে ঘুষ নেওয়ার অভিযোগে এএসআই ক্লোজড

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনশৃঙ্খলা বজায় রাখা ও প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে অর্পিত ক্ষমতাবলে ৯ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সচিবালয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা এবং এর পার্শ্ববর্তী এলাকায় (হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, কাকরাইল মসজিদ মোড়, অফিসার্স ক্লাব মোড় ও মিন্টো রোড) যেকোনো সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট ও শোভাযাত্রা নিষিদ্ধ করা হলো।

ঢাকা/মাকসুদ/সাইফ

সম্পর্কিত নিবন্ধ