নীলফামারীর ডোমার উপজেলার বামুনিয়া ইউনিয়নের প্রধান পাড়া গ্রামের মো. বাবুল প্রধান (৭০) গত বছরের ১৫ জুলাই থেকে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় ওই বছরের ২৫ জুলাই ডোমার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর ছেলে মো. সজীব প্রধান।

সজীব প্রধান প্রথম আলোকে বলেন, তাঁর বাবার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল। এর পর থেকে তাঁর কথাবার্তায় জড়তা দেখা দেয়। তবে হাঁটাচলা প্রায় স্বাভাবিক ছিল। ঘটনার দিন সকালে তিনি ঘর থেকে বের হয়ে আর ফেরেননি। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজির পাশাপাশি এলাকায় মাইকিং ও পোস্টারিং করা হয়। সে সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলছিল। ওই মাসে ইন্টারনেট বন্ধ থাকাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তৎপরতা চালিয়েও তেমন সাড়া পাওয়া যায়নি।

জিডিতে দেওয়া তথ্য অনুসারে নিখোঁজ বাবুল প্রধানের উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। গায়ের রং শ্যামলা। তাঁর ছেলে সজীব প্রধান জানান, হারিয়ে যাওয়ার সময় তাঁর বাবার পরনে গ্রামীণ চেকের লুঙ্গি ও ফুলহাতা চেক শার্ট ছিল। মাথায় সাদা-পাকা চুল ও মুখে ছিল খোঁচা খোঁচা দাঁড়ি। যদি কোনো ব্যক্তির কাছে এমন গড়নের কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির খোঁজ থাকে, তাহলে নিকটস্থ থানায় অথবা সজীব প্রধানের মুঠোফোন নম্বর ০১৭১৭৮৪৯৭৬৮-তে জানানোর জন্য অনুরোধ করা হলো।

.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ শুরু ২০ অক্টোবর

জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ২০ অক্টোবর থেকে শুরু হচ্ছে উপজেলা নির্বাহী অফিসারদের প্রশিক্ষণ কর্মসূচি।

নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) অনুষ্ঠিত হবে এই প্রশিক্ষণ। ইতিমধ্যে ইউএনওদের এই প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য অনুমতি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আরো পড়ুন:

চার জেলায় নতুন ডিসি

ভূমি অফিসকে আস্থার প্রতিক হিসেবে প্রতিষ্ঠা করতে হবে: সিনিয়র সচিব

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব নুসরাত আজমেরী হকের সই করা চিঠি নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের কাছে পাঠানো হয়।

এর আগে নির্বাচন কমিশন সচিবালয় অনুমতির জন্য চিঠি দেয় মন্ত্রিপরিষদ বিভাগকে।

চিঠিতে জানানো হয়, আগামী ২০ অক্টোবর থেকে প্রশিক্ষণ শুরু করা হবে। যা চলবে আগামী ১১ নভেম্বর (সম্ভাব্য) পর্যন্ত। প্রশিক্ষণটি হবে ১২টি সেশনে দুই দিনব্যাপী। ২টি করে ব্যাচে মোট ৫০ জন উপজেলা নির্বাহী অফিসার (প্রতি ব্যাচে ২৫ জন) অংশগ্রহণ করবেন।

চিঠিতে সংযুক্ত তালিকা অনুযায়ী নির্ধারিত তারিখ ও সময়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট, ঢাকায় ব্যাচভিত্তিক প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশক্রমে অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা/নঈমুদ্দীন/এসবি 

সম্পর্কিত নিবন্ধ