পুঁজিবাজারে ওষুধ ও রসায়ন খাতে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ আফগানিস্তানে ওষুধ রপ্তানি করার সিদ্ধান্ত নিয়েছে। এ লক্ষ্যে ওই দেশের একটি ওষুধ কোম্পানির সঙ্গে সমঝোতা স্বাক্ষর করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, ডিএসই জানিয়েছে, আফগানিস্তানের সালার ইউসুফজাই ফার্মা লিমিটেডের সঙ্গে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সমঝোতা সাক্ষর হয়েছে। এর মাধ্যমে আফগানিস্তানে ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এক্ষেত্রে সালার ইউসুফজাই ফার্মা একক প্রতিনিধি বা এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করবে, যা ১৫ বছর পর্যন্ত বলবৎ থাকবে।

এই সমঝোতার আওতায় নিয়মিত রপ্তানির পরিকল্পনায় প্রতি শিপমিন্টে দেড় লাখ ডলারের ওষুধ রপ্তানি করবে ইন্দো-বাংলা ফার্মা। এই রপ্তানি কার্যক্রম ৪০ শতাংশ অগ্রিম প্রদান ও ৬০ শতাংশ শিপমেন্ট পূর্ব প্রদানের মাধ্যমে সম্পন্ন হবে।

এতে করে কোম্পানিটি আর্থিক অবস্থার উন্নতি হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। এছাড়া, বৈদেশিক মুদ্রা অর্জন ও দীর্ঘমেয়াদে ব্যবসা প্রবৃদ্ধিতে সহযোগিতা করবে।

ঢাকা/এনটি/ইভা 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন

এছাড়াও পড়ুন:

কেসিসির সাবেক মেয়র খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয় বহির্ভূত ১৭ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) সাবেক মেয়র তালুকদার আবদুল খালেক ও তার স্ত্রী সাবেক উপমন্ত্রী হাবিবুন নাহারের বিরুদ্ধে দুটি মামলা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (৯ জুলাই) দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা দুটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদক খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক আব্দুল ওয়াদুদ। তিনি জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করবেন।

তালুকদার আবদুল খালেকের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম। মামলায় কেসিসির মেয়র ও বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য থাকাকালে ১৫ কোটি ৫৭ লাখ টাকার জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

আরো পড়ুন:

মুরাদনগরে ৩ জনকে হত্যা: ৮ জন রিমান্ডে

হত্যাকাণ্ডের পর গা ঢাকা, একসঙ্গে গ্রেপ্তার ৭ আসামি

হাবিবুন নাহারের বিরুদ্ধে দায়ের করা মামলার বাদী দুদকের জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আশিকুর রহমান। মামলায় বন ও জলবায়ু পরিবর্তন উপমন্ত্রী পদে এবং বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য হিসেবে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ৬৬ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

একটি মামলার বাদী খুলনা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রকিবুল ইসলাম জানান, তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৭(১) ধারা অনুযায়ী মামলা দুটি রুজু করা হয়েছে। 

ঢাকা/নুরুজ্জামান/বকুল 

সম্পর্কিত নিবন্ধ