ইসলামী ব্যাংকের বর্তমান চেয়ারম্যানকে সরিয়ে ব্যাংকটির স্বতন্ত্র পরিচালক অধ্যাপক জোবায়দুর রহমানকে চেয়ারম্যান করার আলোচনার মধ্যে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ‘বহিরাগতরা’। গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভা শুরুর আগে মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। সেখান থেকে জোবায়দুর রহমানের অপসারণ দাবি করে এক পক্ষ। আরেক পক্ষ তাঁকে চেয়ারম্যান করার দাবি জানিয়ে মিছিল করে।

জানা গেছে, দুই পক্ষের মধ্যে এ রকম পাল্টাপাল্টির মধ্যে এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। খবর পেয়ে মতিঝিল থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পুলিশের অনুরোধে এক পর্যায়ে দুই পক্ষই সেখান থেকে সরে যায়। পরে ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হয় বেলা আড়াইটায়।
বাংলাদেশ ব্যাংক গত ২২ আগস্ট সোনালী ও রূপালী ব্যাংকের সাবেক এমডি ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ গঠন করে দেয়। জানতে চাইলে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল-মাসুদ সমকালকে বলেন, ‘পরিচালনা পর্ষদের সদস্যদের মধ্যে ঐক্য আছে। ব্যাংকের বাইরে বিক্ষোভকারীরা সবাই বহিরাগত।’
ইসলামী ব্যাংকের এক কর্মকর্তা সমকালকে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অধ্যাপক জোবায়দুর রহমানকে গত মে মাসে পরিচালক নিয়োগের পর আগের অনিয়মে সম্পৃক্তদের অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়। যে কারণে একটি পক্ষ তাঁর বিপক্ষে অবস্থান নিয়েছে।

জানা গেছে, গতকালের পর্ষদ সভা থেকে নতুন করে দুটি অডিট ফার্ম নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক নির্ধারিত আগস্টের মধ্যে এই ফার্ম বার্ষিক রিপোর্ট চূড়ান্ত করবে। এ ছাড়া ব্যাংকটির আরডিএস প্রকল্পে নিয়োগ পাওয়াদের মধ্য থেকে যোগ্যতার ভিত্তিতে প্রতি বছর একটি অংশকে মূল ব্যাংকিংয়ে স্থানান্তর করা হবে। একটি সময় এ নিয়ম থাকলেও এস আলম ২০১৭ সালে ব্যাংকটি দখলের পর তা বন্ধ হয়ে যায়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ইসল ম ব য ক র পর চ ইসল ম

এছাড়াও পড়ুন:

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতরে মিলল ২৩টি ককটেল, আটক ১

মুন্সীগঞ্জে ড্রেনের ভেতর তিনটি প্লাস্টিকের বালতিতে লুকিয়ে রাখা ২৩টি ককটেল উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় ঘটনাস্থলের পাশে আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বোনের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম জব্দ করে তারা। পাশাপাশি মোহাম্মদ হাসান নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

রবিবার (২ অক্টোবর) বিকেলে মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার ড্রেন থেকে ককটেলগুলো উদ্ধার হয়। মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম সাইফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

অভয়নগরে দুই ব্যবসা প্রতিষ্ঠানে ককটেল হামলা, আহত ৩

দিনাজপুরে পুকুর পাড় থেকে গ্রেনেড উদ্ধার 

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃষ্টির পানি নিষ্কাশনের জন্য ড্রেনের ঢাকনা খোলেন স্থানীয়রা। এ সময় তারা প্লাস্টিকের বালতিতে তুষ দিয়ে ঢেকে রাখা অবস্থায় কিছু বস্তু দেখতে পান। পাশাপাশি তিনটি ড্রেনের ঢাকনা খুলে তারা একই চিত্র দেখেন। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ড্রেনের ভেতর থেকে তিনটি বালতিতে রাখা ২৩টি তাজা ককটেল উদ্ধার করে। এ ঘটনায় জড়িত সন্দেহে হাসানকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

আটক হাসান মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেন পাটোয়ারীর ভাগ্নি জামাই বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ সদর থানার ওসি এম সাইফুল আলম জানান, স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে ককটেলগুলো উদ্ধার করে। এ সময় মোল্লাকান্দি ইউপি চেয়ারম্যান রিপন পাটোয়ারির বোন সেলিনা বেগমের বাড়িতে তল্লাশি চালিয়ে ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে হাসান নামে একজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ