খালেদের ৪ উইকেটে গায়ানাকে হারাল রংপুর
Published: 11th, July 2025 GMT
শেষ দুই ওভারে গায়ানা ওয়ারিয়র্সের দরকার ছিল ২০ রান। হাতে ৩ উইকেট। ক্রিজে ডেভিড ভিসা ও ডোয়াইন প্রিটোরিয়াস। বোলিংয়ে রংপুর রাইডার্সের পেসার খালেদ আহমেদ। ১৯তম ওভারে প্রথম ৪ বলে খালেদ রান দিলেন ১১। তখন ম্যাচ মোটামুটি গায়ানার পকেটে।
কিন্তু এমন পরিস্থিতিতেই গায়ানা হারিয়েছে টানা ৩ বলে ৩ উইকেট! তাতে আজ গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানের জয় পায় রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নুরুল হাসানের দলের ১৬২ রান তাড়া করতে নেমে গায়ানা গুটিয়ে যায় ১৫৪ রানে।
খালেদ ১৯তম ওভারের শেষ দুই বলে উইকেট নেন। সেই ওভারে তাঁর চতুর্থ বলে ছক্কা মারা প্রিটোরিয়াস পঞ্চম বলে বোল্ড জন। শেষ বলে শামার স্প্রিঙ্গারকে এলবিডব্লু করেন খালেদ। আজমতউল্লাহ ওমরজাই ২০তম ওভারে প্রথম বলে ভিসাকে বোল্ড করলে ৮ রানের জয় পায় রংপুর।
৪৪ রানে অপরাজিত ছিলেন মায়ার্স.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
খালেদের ৪ উইকেটে গায়ানাকে হারাল রংপুর
শেষ দুই ওভারে গায়ানা ওয়ারিয়র্সের দরকার ছিল ২০ রান। হাতে ৩ উইকেট। ক্রিজে ডেভিড ভিসা ও ডোয়াইন প্রিটোরিয়াস। বোলিংয়ে রংপুর রাইডার্সের পেসার খালেদ আহমেদ। ১৯তম ওভারে প্রথম ৪ বলে খালেদ রান দিলেন ১১। তখন ম্যাচ মোটামুটি গায়ানার পকেটে।
কিন্তু এমন পরিস্থিতিতেই গায়ানা হারিয়েছে টানা ৩ বলে ৩ উইকেট! তাতে আজ গ্লোবাল সুপার লিগে নিজেদের প্রথম ম্যাচে ৮ রানের জয় পায় রংপুর। গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে নুরুল হাসানের দলের ১৬২ রান তাড়া করতে নেমে গায়ানা গুটিয়ে যায় ১৫৪ রানে।
খালেদ ১৯তম ওভারের শেষ দুই বলে উইকেট নেন। সেই ওভারে তাঁর চতুর্থ বলে ছক্কা মারা প্রিটোরিয়াস পঞ্চম বলে বোল্ড জন। শেষ বলে শামার স্প্রিঙ্গারকে এলবিডব্লু করেন খালেদ। আজমতউল্লাহ ওমরজাই ২০তম ওভারে প্রথম বলে ভিসাকে বোল্ড করলে ৮ রানের জয় পায় রংপুর।
৪৪ রানে অপরাজিত ছিলেন মায়ার্স