বাসের জানালা দিয়ে ফেলে দেওয়ায় রক্ষা পেয়েছিল শিশু সোহানুর
Published: 11th, July 2025 GMT
অরক্ষিত রেলক্রসিং পার হচ্ছিল যাত্রীবাহী বাসটি। রেললাইনের ওপরই হঠাৎ বাসের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এর মধ্যেই একটি ট্রেন এগিয়ে আসে। বাসের যাত্রীদের মধ্যে চিৎকার–চেঁচামেচি শুরু হয়। বাসের জানালা দিয়ে ৮ বছরের শিশু সোহানুরকে ফেলে দেন দাদা আবদুল হামিদ। সোহানুর বেঁচে যায়; ঘটনাস্থলে মৃত্যু হয় দাদার। সোহানুর রহমান এখন ২৮ বছরের যুবক। সেই দিনের দুর্ঘটনার বিভীষিকাময় স্মৃতি এখনো তাঁকে তাড়া করে।
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ২০০৬ সালের ১১ জুলাই ট্রেনের ধাক্কায় আবদুল হামিদসহ বাসের ৪০ জন নিহত হন। এতে আহত হয়েছিলেন আরও ৩৮ জন। ওই দিন সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আমুট্ট রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার ১৯ বছর পূর্তি হচ্ছে আজ। ওই দুর্ঘটনার পর এটি বৈধ রেলক্রসিং করা হয়। তখন দিনটিকে স্থানীয়ভাবে শোক দিবস পালন ও দুর্ঘটনাস্থলে নিহতের স্মরণে স্মৃতিফলক নির্মাণের করার ঘোষণা দিয়েছিলেন তৎকালীন পৌরসভার চেয়ারম্যান। তবে তা বাস্তবায়ন হয়নি। প্রতিবছর নীরবেই কেটে যায় দিনটি।
ওই দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া সোহানুর রহমানের বাড়ি আক্কেলপুর পৌর শহরের পশ্চিম আমুট্ট মহল্লায়। ওই দিনের স্মৃতি মনে করে সোহানুর বলেন, ‘আমি তখন দ্বিতীয় শ্রেণিতে পড়ি। দাদা (আবদুল হামিদ) জয়পুরহাট শহরে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। আমিও তাঁর সঙ্গে যাওয়ার বায়না ধরি। আমরা দুজন বাড়ি থেকে বের হয়ে আক্কেলপুর রেলগেটে যাই। আমাদের সামনে দিয়ে জয়পুরহাটগামী দুটি বাস চলে যায়। এসব বাস অনেকটা ফাঁকা থাকলেও দাদা উঠলেন না। পরে আমাকে নিয়ে খেয়া পরিবহনের একটি বাসে ওঠেন। বাসে যাত্রীবোঝাই। আমরা বাসের একদম পেছনের লম্বা সিটে জানালার পাশে গিয়ে বসি। সোয়া ১০টার দিকে বাসটি রওনা হয়। ১০ মিনিট পর বাসটি আমুট্ট রেলগেটে পৌঁছায়। হঠাৎ চিৎকার-চেঁচামেচি শুনে আমার ঘুম ঘুম ভাব কেটে যায়। হঠাৎ দাদা আমাকে জানালা দিয়ে রেললাইনের পাশের জঙ্গলে ছুড়ে ফেলেন। পরে হাসপাতালে আমার জ্ঞান আসে। ওই দিনের কথা মনে হলো, এখনো ভয় লাগে। দাদার জন্য কষ্ট পাই।’
জয়পুরহাটের আক্কেলপুর পৌর শহরের আমুট্ট রেলক্রসিংয়ে ২০০৬ সালের ১১ জুলাই ট্রেন-বাসের সংঘর্ষে ৪০ জন বাসযাত্রী নিহত ও ৩৮ জন আহত হন। এতে লন্ডভন্ড হয় খেয়া পরিবহনের বাসটি.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
জকসুর গঠন ও পরিচালনা বিধিমালা, নির্বাচনী আচরণবিধির সংশোধন চায় ছাত্রদল
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) গঠন ও পরিচালনা বিধিমালা এবং নির্বাচনী আচরণবিধি সংশোধনে নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। সোমবার প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের কাছে এ স্মারকলিপি দেন ছাত্রদলের নেতারা।
স্মারকলিপিতে বলা হয়, ‘আসন্ন জকসু নির্বাচনকে ঘিরে বিভিন্ন গোষ্ঠী জকসু সংবিধি এবং নির্বাচনী আচরণ বিধিমালা নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালাচ্ছে। আমরা বিশ্বাস করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন একটি নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার জন্য দায়বদ্ধ। ন্যায্য ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিতে আমাদের অনুরোধ, ভোটার তালিকা প্রকাশের সময় প্রত্যেক ভোটারের ছবিসহ তালিকা প্রকাশ করতে হবে। নির্বাচনে অমোচনীয় কালি ব্যবহার বাধ্যতামূলক করতে হবে এবং স্বচ্ছ, নাম্বারযুক্ত ব্যালট বক্স রাখা আবশ্যক।’
স্মারকলিপিতে আরও বলা হয়, ব্যালট ছাপার সংখ্যা, ভোট প্রদানকারীর সংখ্যা এবং নষ্ট ব্যালটের তথ্য প্রকাশ করতে হবে। মিডিয়া ট্রায়াল বা ভুল তথ্য প্রচার হলে সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে কেন্দ্র থেকে সরাসরি ব্যবস্থা নিতে হবে। সরকার অনুমোদিত সব মিডিয়াকে নির্বাচনকালীন সময়ে পূর্ণ স্বাধীনতা দিতে হবে।
স্মারকলিপিতে বলা হয়, ডাকসুর তফসিল ঘোষণার ৪১ দিন, চাকসুর ৪৪ দিন, রাকসুর ৮০ দিন এবং জাকসুর তফসিল ঘোষণার ৩১ দিন পর নির্বাচন হয়েছে। যেহেতু জগন্নাথ বিশ্ববিদ্যালয় একটি অনাবাসিক বিশ্ববিদ্যালয়, তাই শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে। এ ছাড়া বাকি চার বিশ্ববিদ্যালয়ের তফসিল ঘোষণার সময় ও নির্বাচনের মধ্যবর্তী পার্থক্য বিবেচনা করে জকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিন বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যাতে সুষ্ঠু একটা নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পায়, এজন্য ছাত্রদল নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমরা স্মারকলিপি দিয়েছি। আশা করছি, নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য নির্বাচন কমিশন আমাদের দাবিগুলো মেনে নেবে।’