হৃদরোগ ইনস্টিটিউটে রাতেও হার্টের রিং পরনো যাবে
Published: 12th, July 2025 GMT
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে এখন থেকে রাত ৮টা পর্যন্ত মিলবে প্রাইমারি পিসিআই বা হার্টের রিং পারানোর সুযোগ। আজ শনিবার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রাইমারি পিসিআই কার্যক্রমে নতুন মাত্রা যোগ হয়েছে। এতদিন ক্যাথল্যাব-২-এ সকাল ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই সেবা প্রদান করা হতো। এখন থেকে ক্যাথল্যাব-৬-এ সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত গুরুতর রোগীর হার্টের রিং পারানোর সুযোগ পাচ্ছে।
আজ ইউনিট-৫ সফলভাবে দুটি প্রাইমারি পিসিআই করা হয়। এ উন্নততর চিকিৎসাসেবার অংশ হিসেবে একটি ভেন্টিলেটর মেশিন আইসিইউ থেকে এনে প্রস্তুত রাখা হয়। এই উদ্যোগে আরও বেশি হৃদরোগীকে জরুরি সেবা দেওয়া সম্ভব হবে এবং হাসপাতালের জরুরি সেবার সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে।
.উৎস: Samakal
কীওয়ার্ড: হ দর গ
এছাড়াও পড়ুন:
বিশ্বের সবচেয়ে বয়স্ক অলিম্পিক চ্যাম্পিয়নের মৃত্যু
২৬ জুলাই ২০২৪, প্যারিসের টুইলারি বাগান। আকাশে ঝিরঝিরে বৃষ্টি। সেই বৃষ্টিভেজা সন্ধ্যাতেই জ্বলে উঠেছিল অলিম্পিক মশাল। শতবর্ষ পার করা চার্লস কস্তের জীবনে সেটাই ছিল ‘সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর একটি’। সেদিন তিনি হাতে থাকা মশাল তুলে দিয়েছিলেন ফরাসি অলিম্পিয়ান টেডি রিনারের হাতে।
প্যারিস অলিম্পিক শুরুর প্রায় এক মাস আগে আয়োজকদের কাছ থেকে ফোন পেয়েছিলেন তিনি। অনেকটা নিভৃতেই তাঁকে জানানো হয়েছিল, উদ্বোধনী অনুষ্ঠানের শেষ দিকে মশালবাহকদের একজন হবেন তিনি।
১০১ বছর বয়সী সেই চার্লস কস্তে আর নেই। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী মারিয়ানা ফেরারি গতকাল তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে বিদায় নিলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন।
১৯২৪ সালের ৮ ফেব্রুয়ারি জন্ম নেওয়া কস্তে ছিলেন ট্র্যাক সাইক্লিস্ট। ১৯৪৮ সালের লন্ডন অলিম্পিকে ছেলেদের টিম পারস্যুট ইভেন্টে তিনি জেতেন স্বর্ণপদক।
২০২৪ প্যারিস অলিম্পিকের উদ্ধোধনী অনুষ্ঠানে টেডি রেনার ও মেরি জোজের মশাল প্রজ্জ্বলন করছেন চার্লস কস্তে