ঢাকার উত্তরা। একটি চেনা সকাল হঠাৎ বদলে গেল বিভীষিকায়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। মুহূর্তেই আগুন, ধোঁয়া, চিৎকার আর কান্নায় আচ্ছন্ন হয়ে গেল গোটা এলাকা। এমন এক করুণ ট্র্যাজেডিতে শোকস্তব্ধ গোটা জাতির সঙ্গে কাঁদছে সন্তানহারা মায়ের মতো শিক্ষিকার হৃদয়ও— তিনি দিলারা জামান।

দিলারা জামান গণমাধ্যমে বলেন, “বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না। কান্না থামাতে পারছি না। কী দেখছি এসব! ছবি-ভিডিও.

.. এমন দৃশ্য দেখে গা শিউরে ওঠে। নিজেও তো একজন শিক্ষক ছিলাম। শিক্ষার্থীদের এমন মৃত্যুতে বুকটা হু হু করে কাঁদছে। বিশেষ করে সেই শিক্ষিকার মৃত্যু আমাকে পোড়াচ্ছে, যিনি নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন।”

২৬ বছর শিক্ষকতা করেছেন দিলারা জামান। তারপর শুরু করেন অভিনয়। কিন্তু আজও তার ভেতরের সেই শিক্ষকসত্তা রয়ে গেছে। এখনও কান্নায় ভিজে ওঠে তার চোখ, যখন ছাত্রছাত্রীদের নিয়ে ঘটে এমন ভয়াবহ কিছু।

রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসিন্দা দিলারা জামান জানালেন, “আমি প্রতিদিন মাঠে হাঁটতে যাই। সেখানে এখন শুধু একটাই আলোচনা— মাইলস্টোনের দুর্ঘটনা। শিক্ষার্থীদের করুণ মৃত্যু মাঠে আসা সবাইকে স্তব্ধ করে রেখেছে। আমি নিজেও বারবার কেঁদে উঠেছি।”

সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে। আগুন ধরে যায় বিমান ও ভবনের একাংশে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত শতাধিক। 

ঢাকা/রাহাত

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।

আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।

প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।

আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–

সম্পর্কিত নিবন্ধ