বিমান দুর্ঘটনা : কান্না থামাতে পারছেন না দিলারা জামান
Published: 23rd, July 2025 GMT
ঢাকার উত্তরা। একটি চেনা সকাল হঠাৎ বদলে গেল বিভীষিকায়। বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে। মুহূর্তেই আগুন, ধোঁয়া, চিৎকার আর কান্নায় আচ্ছন্ন হয়ে গেল গোটা এলাকা। এমন এক করুণ ট্র্যাজেডিতে শোকস্তব্ধ গোটা জাতির সঙ্গে কাঁদছে সন্তানহারা মায়ের মতো শিক্ষিকার হৃদয়ও— তিনি দিলারা জামান।
দিলারা জামান গণমাধ্যমে বলেন, “বাচ্চাদের এমন মৃত্যু মেনে নিতে পারছি না। কান্না থামাতে পারছি না। কী দেখছি এসব! ছবি-ভিডিও.
২৬ বছর শিক্ষকতা করেছেন দিলারা জামান। তারপর শুরু করেন অভিনয়। কিন্তু আজও তার ভেতরের সেই শিক্ষকসত্তা রয়ে গেছে। এখনও কান্নায় ভিজে ওঠে তার চোখ, যখন ছাত্রছাত্রীদের নিয়ে ঘটে এমন ভয়াবহ কিছু।
রাজধানীর উত্তরার ১২ নম্বর সেক্টরের বাসিন্দা দিলারা জামান জানালেন, “আমি প্রতিদিন মাঠে হাঁটতে যাই। সেখানে এখন শুধু একটাই আলোচনা— মাইলস্টোনের দুর্ঘটনা। শিক্ষার্থীদের করুণ মৃত্যু মাঠে আসা সবাইকে স্তব্ধ করে রেখেছে। আমি নিজেও বারবার কেঁদে উঠেছি।”
সোমবার (২১ জুলাই) দুপুরে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (এফ-৭ বিজিআই) উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই রাজধানীর উত্তরার মাইলস্টোন কলেজ ভবনে আছড়ে পড়ে। আগুন ধরে যায় বিমান ও ভবনের একাংশে। এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১ জনে, আহত শতাধিক।
ঢাকা/রাহাত
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি