নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজে ছাত্র দলের কমিটির অনুমোদন করা হয়েছে। গত ১০ জুলাই রেজওয়ান মাহমুদ রাফিকে সভাপতি ও নাবিল মাহমুদ রাফিকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়। 

এদিকে ছাত্রদলের এ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে মিশ্র প্রতিক্রিয়া দিখিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া কমিটি ঘোষণাকে কেন্দ্র করে কলেজ অধ্যক্ষ মো: ছোলাইমান খন্দকারকে দায়ী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন অনেক শিক্ষার্থী।

তাঁদের অভিযোগ অধ্যক্ষ কলেজে ছাত্র দলের রাজনীতি কে প্রশ্রয় দিচ্ছেন এবং তাঁর শেল্টারে ছাত্রদল কলেজের ভেতরে মতবিনিময় সহ রাজনৈতিক প্রোগ্রাম করে যাচ্ছে। আমরা কলেজে ছাত্র রাজনীতির ভয়ংকর রূপ দেখতে চাই না।

দেশে কলেজ প্রশাসন থেকে আনুষ্ঠানিকভাবে রাজনীতি নিষিদ্ধ করার পরেও পেশীশক্তির জোরে ছাত্রদল সরকারি এম ডব্লিউ কলেজে  কমিটি দিয়েছে। কলেজ প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে প্রয়োজনে আমরা শিক্ষার্থীরা আবারও ২৪ নিয়ে আসবো তারপরেও কলেজে কোনো প্রকার লেজুড়বৃত্তিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেব না। 

এম ডব্লিউ কলেজ থেকে চলমান এইচএসসি পরীক্ষায় অংশগ্রহন করা মোহাম্মদ মুজাহিদ জানান, এই সরকারি আদমজীনগর (মার্চেন্ট ওয়ার্কারস) এম ডব্লিউ কলেজে আমার জানামতে বিগত ৪৫ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো রাজনৈতিক কোনো দলের সূচনা হয়েছে কমিটিও দেয়া হয়েছে।

আমি রাজনীতির বিরোধীতা করছি না, তবে আমার প্রশ্ন হচ্ছে এমন একটা ইন্টারমিডিয়েট কলেজে কিভাবে রাজনৈতিক কোনো দলের কমিটি দেয়া হয় এবং সেটায় কিভাবে কেন্দ্রীয় নেতাকর্মীদের স্বাক্ষর থাকে? কলেজে অধ্যয়নরত বেশীরভাগ শিক্ষার্থীরা পিছিয়ে পড়া এবং দরিদ্র পরিবারের সন্তান। তাই অধ্যক্ষ মহোদয়ের নিকট আকুল আবেদন, সার্বিক দিকগুলো বিবেচনা করে আমাদের এম ডব্লিউ কলেজ বিগত বছরগুলোর ন্যায় রাজনীতিমুক্ত এবং বিশৃঙ্খলামুক্ত রাখুন।
অত্র কলেজ রাজনীতিমুক্ত ছিল, সামনেও থাকবে ইনশাআল্লাহ। আশা করি কলেজ কর্তপক্ষ বিষয়টি বিবেচনায় রাখবেন এবং খুব শীঘ্রই জরুরী নোটিশের মাধ্যমে ক্যাম্পাসের ভিতরে রাজনৈতিক দলের কমিটি প্রত্যাহার করবেন। 
এবিষয়ে কথা হলে অত্র কলেজের ২০১৫ ব্যাচের শিক্ষার্থী আহসানুল হাবিব সোহাগ জানান, সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজটি আমার আবেগের স্থান। এ কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে আমি উচ্চ মাধ্যমিকের গন্ডি পার করেছি। বিগত ৪৫ বছরে জাতীয় পার্টি, আওয়ামী লীগ ও বিএনপি অনেক বার ক্ষমতায় এসেছে। কখনও এ কলেজে রাজনীতি ছিল না। অভিভাবকরাও স্বাচ্ছন্দে ছেলে-মেয়েদের ভর্তি করিয়েছেন। এখন এ কলেজে রাজনীতির পরিবেশ তৈরি হলে তা ভালো কিছু বয়ে আনবে বলে মনেকরি না। তাই যিনি অধ্যক্ষের দায়িত্ব রয়েছেন তার প্রতি অনুরোধ থাকবে তিনি যেনো এ কলেজ থেকে রাজনীতি বন্ধ করতে বলিষ্ঠ ভূমিকা পালন করেন।
এদিকে দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক সালমা সুলতানা বলেন, কলেজে রাজনীতি থাকলে সেখানে শিক্ষার পরিবেশ থাকে না। এমনিতেই এ কলেজের পাসের হার অনেক কম। যদি এখন রাজনীতি শুরু হয় তাহলে শিক্ষার্থীরা পড়াশোনা থেকে আরও পিছিয়ে পড়বে। আমাদের অভিভাবকদেরও নানা টেনশনে থাকতে হবে সন্তানদের নিয়ে। 
বৈষম্য বিরোধী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলার যুগ্ম আহবায়ক মেহরাব হোসেন প্রভাত বলেন, ‘শহীদদের ত্যাগ আমাদের অঙ্গীকারে শক্তি যোগায় এবং তাদের আদর্শ আমাদের পথপ্রদর্শক। শহীদদের আত্মত্যাগের কারণে আমরা আজ একটি নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশে বাঁচতে পারছি। তাদের স্মৃতি আমাদের সংগ্রামের অনুপ্রেরণা। শহীদদের রক্তভেজা এই বাংলাদেশে শিক্ষার্থীদের অধিকার সুনিশ্চিত হবে, কোনো বৈষম্য থাকবে না। 
ছাত্র রাজনীতি বন্ধের লক্ষ্যে গৃহীত নীতির অধীনে সবসময় ঐক্যবদ্ধ থেকেছেন জানিয়ে প্রভাত আরও বলেন, ‘আমরা একটি নিরাপদ, নিরপেক্ষ ও রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে যাচ্ছি, যেখানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় থাকবে এবং শিক্ষার মানোন্নয়ন হবে-এটাই আমাদের মূল লক্ষ্য। আমরা দীর্ঘদিন ধরে একটি নিরপেক্ষ, নিরাপদ এবং রাজনীতিমুক্ত ক্যাম্পাসের জন্য সংগ্রাম করে আসছি। শিক্ষার্থীরা সম্মিলিতভাবে এম ডব্লিউ  কলেজ ক্যাম্পাসকে রাজনীতিমুক্ত ঘোষণা করেছিলাম। কিন্তু সাম্প্রতিক সময়ে ক্যাম্পাসে একটি ছাত্রসংগঠনের কার্যক্রম আমাদের অধিকার ও নিরাপত্তা হুমকির মুখে ফেলছে, যা আমরা সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে মনে করি। 
এদিকে এ বিষয়ে বক্তব্যের জন্য সরকারি আদমজীনগর এম ডব্লিউ কলেজের অধ্যক্ষ মো: ছোলাইমান খন্দকারকে একাধিকবার কল দেয়া হলে তিনি মোবাইল রিসিভ করেননি।
প্রসঙ্গত, ১৯৮০ সালে আদমজী কদমতলী এলাকায় কলেজটি প্রতিষ্ঠিত হয়।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: স দ ধ রগঞ জ র জন ত ন র য়ণগঞ জ কল জ র জন ত ম ক ত আদমজ নগর র জন ত ক র র জন ত এ কল জ আম দ র কল জ র সরক র

এছাড়াও পড়ুন:

প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত

সোমবার (২৮ জুলাই) রাতে নারায়ণগঞ্জ টাইমসে "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে প্রকাশিত সংবাদে ভিন্নমত প্রকাশ করেছেন সোনারগাঁও উপজেলা যুবদলের আহবায়ক মো: সহিদুর রহমান স্বপন।  

মঙ্গলবার (২৯ জুলাই) বিকালে নারায়ণগঞ্জ টাইমসে পাঠানো প্রতিবাদ লিপিতে তিনি বলেন, "সোনারগাঁয়ে যুবদলের দুই নেতার চাঁদাবাজির টার্গেট মাসে কোটি টাকা" শিরোনামে সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

সংবাদটিতে আনীত সকল অভিযোগ মিথ্যা এবং ভিত্তিহীন। একটি স্বার্থান্বেষী মহল আমাকে বিতর্কিত করতে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করেছে। আমি পৈতৃক সূত্রে সোনারগাঁয়ের স্থায়ী বাসিন্দা এবং বংশ পরম্পরায় এখানে ব্যবসা-বাণিজ্য করে আসছি।

এখানে আমাদের সামাজিক, রাজনৈতিক এবং ব্যবসায়িক একটা সম্মানজনক অবস্থান রয়েছে। আমি বা আমার পরিবারের কেউ কখনো চাঁদাবাজি বা অন্যায় কোনো কাজের সাথে জড়িত ছিলাম না।

৫ আগস্ট পরবর্তী সময়ে একটি চক্র সোনারগাঁয়ে দখল এবং চাঁদাবাজির চেষ্টা চালালে আমরা সুধী সমাজকে সাথে নিয়ে এর প্রতিবাদ জানিয়েছি এবং প্রতিরোধের চেষ্টা করেছি। তাই সেই সুবিধাবাদী চক্র আমাদেরকে বিতর্কিত করতে গণমাধ্যমে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

আমি প্রিয় সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো, সোনারগাঁয়ে কারা চাঁদাবাজি করছে, কারা অন্যের জমি দখল করছে, তার প্রকৃত তথ্য সম্বলিত একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরি করুন। তাহলে প্রকৃত চাঁদাবাজদের মুখোশ উন্মোচিত হয়ে যাবে।

যারা আমাকে সামাজিক এবং রাজনৈতিকভাবে হেয় করার জন্য এ মিথ্যা ষড়যন্ত্র করেছে আমি তাদের উপযুক্ত শাস্তি চাই এবং এ লক্ষ্যে সাংবাদিক ভাইদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।

নারায়ণগঞ্জ টাইমস সর্বশেষ জনপ্রিয় ১ প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত ২ পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না : ডিসি ৩ মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ  ৪ জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ৫ নারায়ণগঞ্জে ভূমি সেবা সহায়তা কেন্দ্র উদ্বোধন  ৬ ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু ৭  সংস্কৃতিসেবীদের উন্নয়নে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে : ডিসি ৮ বন্দরে মেহেদী হত্যা মামলার আসামি আনোয়ার গ্রেপ্তার   ৯ ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবাহান মেম্বার গ্রেপ্তার   ১০ বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার   ১১ ফতুল্লায় অয়ন ওসমানের সহোযোগি বাছেদ মেম্বার আটক ১২ ফতুল্লা থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে শ্যোন অ্যারেস্ট ১৩ রূপগঞ্জে বৃদ্ধকে গুলি করে কুপিয়ে জখম  ১৪ ফতুল্লায় আগুনে পুড়লো ২০টি বসতঘর ১৫ রূপগঞ্জে দাফনের এক বছর পর যুবকের মরদেহ উত্তোলন ১৬ সিদ্ধিরগঞ্জে নূর নবীর চাঁদাবাজিতে অতিষ্ঠ নিম্ন আয়ের মানুষ ১৭ আমাদের ভুল থাকে ধরাইয়া দেন, সংশোধন করে নেব : মাও. মঈনুদ্দিন ১৮ সিদ্ধিরগঞ্জে বৃক্ষ রোপন কর্মসূচি ও চাঁদাবাজ প্রতিরোধে লিফলেট বিতরণ ১৯ সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার সন্ত্রাসী সরল বিএনপির ছত্রছায়ায় বেপরোয়া ২০ মনোনয়ন নিয়ে চিন্তা করবেন না, জনগণের পাশে থাকুন : আজাদ  ২১ রূপগঞ্জে অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় স্কুলের মাঠ এবং শ্রেণিকক্ষ ২২ আমার পিতা আওয়ামী লীগের হলে তার সাথেও কোন আপোস চলবে না : টিপু  ২৩ দেশের জন্য কাজ করতে রাজনৈতিক পরিচয় লাগে না : তাহসান ২৪ মাইলস্টোনে বিমান দূর্ঘটনায় হতাহতদের জন্য মহানগর সাংস্কৃতিক জোটের দোয়া ১ সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগির জেরে খুন হয় জনি, গ্রেপ্তার ৩ ২ নগরীর জিমখানায় পার্কে ছিনতাইকালে আটক ২, চারটি মোবাইল উদ্ধার ৩ ফতুল্লায় যৌথ বাহিনীর অভিযানে চাঁদাবাজির সময় কাজল আটক ৪ সোনারগাঁয়ে হাত-পা বাধা নারীর মরদেহ উদ্ধার ৫ বন্দরে পৌনে ৩ কোটি টাকা নিয়ে উধাও প্রতারক আলামিন ও টুম্পা দম্পতি  ৬ ফতুল্লায় স্টেডিয়ামের সামনে থেকে যুবকের লাশ উদ্ধার ৭ ফতুল্লায় তিতাস গ্যাসের অভিযান, ৩ লাখ টাকা জরিমানা ৮ লাঙ্গলবন্দে মন্দিরের কমিটি দখলে সন্ত্রাসী হামলা, মামলায় আসামী ১৭ ৯ বন্দরে বিএনপি নেতা মুকুলকে মারধর, অভিযোগের তীর ডন বজলুর দিকে ১০ বন্দরে ডকইয়ার্ড শ্রমিক নূর হোসেন নিহত  সকল খবর

আরো পড়ুন  

পাশ করলেই সু-শিক্ষিত হওয়া যায় না : ডিসি

মুছাপুর ইউনিয়ন বিএনপি'র প্রাথমিক সদস্য নবায়ন ও সদস্য ফরম বিতরণ 

জলাবদ্ধতা নিরসনে ফতুল্লায় জামায়াতের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান

ফতুল্লার দুই দশকের জলাবদ্ধতা নিরসনে প্রশাসনের কাজ শুরু

বন্দরে মেহেদী হত্যা মামলার আসামি আনোয়ার গ্রেপ্তার  

ধামগড় ইউনিয়ন যুবলীগের সভাপতি সোবাহান মেম্বার গ্রেপ্তার  

বন্দরে ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার  

ফতুল্লায় অয়ন ওসমানের সহোযোগি বাছেদ মেম্বার আটক

২৩১/১ বঙ্গবন্ধু সড়ক (৬ষ্ঠ তলা, লিফটের ৫)

নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবন, নারায়ণগঞ্জ

নির্বাহী সম্পাদক: মোশতাক আহমেদ (শাওন)

ফোন:+৮৮০১৯৩৩-৩৭৭৭২৪

ইমেইল : [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া অন্য কোথাও প্রকাশ বা ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি।

© ২০২৫ | সকল স্বত্ব নারায়ণগঞ্জ টাইমস কর্তৃক সংরক্ষিত | উন্নয়নে ইমিথমেকারস.কম

সম্পর্কিত নিবন্ধ

  • নারায়ণগঞ্জে এক মামলায় গ্রেপ্তার দেখানো হলো সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে
  • আওয়ামী লীগকে লাথি মারবেন, না ঘরে আনবেন : টিপু  
  • বিদ্যানিকেতন হাই স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত 
  • যাদের টাকা নিয়েছেন, তাদের ফেরত দেন : মাকসুদ চেয়ারম্যানকে সাখাওয়াত
  • প্রকাশিত সংবাদ নিয়ে যুবদল নেতা স্বপনের ভিন্নমত
  • এইচএসসি পরীক্ষা: ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ২য় পত্রে ভালো করতে হলে
  • এইচএসসি পরীক্ষা: জীববিজ্ঞান দ্বিতীয় পত্রে বেশি নম্বর কীভাবে পাবে
  • রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুটি ইংরেজি প্রোগ্রাম, আবেদন শেষ ৪ আগস্ট
  • সাপে কাটা তরুণকে নেওয়া হয় দুই ওঝার বাড়ি, পরে হাসপাতালের পথে মৃত্যু
  • গণযোগাযোগ অধিদপ্তরে বড় নিয়োগ, ১৭৭ পদের জন্য করুন আবেদন