তুরস্কের কেন্দ্রীয় এসকিসেহির প্রদেশে ভয়াবহ দাবানলের বিরুদ্ধে লড়াইয়ে বুধবার (২৩ জুলাই) ১০ জন দমকলকর্মী নিহত ও ১৪ জন আহত হয়েছেন। দেশটির কৃষি ও বনমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্সের।
এসকিসেহিরের সেয়িতগাজি জেলায় দাবানল নিয়ন্ত্রণে আনার জন্য গত মঙ্গলবার থেকে দমকলকর্মী ও উদ্ধারকারী দল লড়াই করছে।
ইউমাকলি জানিয়েছেন, বুধবার হঠাৎ বাতাসের দিক পরিবর্তনের ফলে আগুন পাহাড়ের ঢালে অবস্থানরত একটি দমকল দলের দিকে ছুটে এলে ২৪ জন সদস্য আটকা পড়েন। এ সময় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও ১০ জনের মৃত্যু হয়। এতে আরো ১৪ জন আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
আরো পড়ুন:
দাবানলে পুড়ছে গ্রিস, নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী
গ্রিসে ফের দাবানল, বাংলাদেশিদের নিরাপদে আশ্রয় নেওয়ার আহ্বান
ঘটনার প্রত্যক্ষদর্শী দমকলকর্মী এরকান টেমেল স্থানীয় সংবাদমাধ্যম ইহলাস নিউজ এজেন্সিকে জানান, কয়েকজন পাহাড়ের ওপরে আগুন নেভাচ্ছিলেন, আমরা নিচে থেকে চেষ্টা করছিলাম। কিন্তু হঠাৎ বাতাসের দিক বদলে গেলে ওপরের লোকজন আগুনের মাঝে আটকা পড়ে যান। পরে তারা আর বের হতে পারেননি।
তুরস্কের বিচারমন্ত্রী ইলমাজ টুনক জানিয়েছেন, এ ঘটনার আইনি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রসিকিউটররা এরই মধ্যে কাজ শুরু করেছেন।
কৃষিমন্ত্রী ইউমাকলি জানিয়েছেন, তুরস্কের মধ্য ও পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশে এখনো সাতটি দাবানল সক্রিয় রয়েছে। দমকল বাহিনী ও উদ্ধারকারী টিম দিনরাত কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনতে।
ঢাকা/ফিরোজ
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ত রস ক দমকলকর ম ত রস ক
এছাড়াও পড়ুন:
ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু
এ বছরের ডিসেম্বরে নির্বাচন হলে তাতে অংশ নেবেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আজ বুধবার ফেনীতে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু।
আজ দুপুরে ফেনী শহরের একটি মিলনায়তনে ‘বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের অংশীজনের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথাগুলো বলেন মিন্টু। তিনি বলেন, ‘বিশ্বাস করতে চাই, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে। দেশে এখন যে অবস্থা ফেব্রুয়ারি আগেই নির্বাচন হতে পারে। হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কেয়ারটেকার সরকার নিয়ে সুপ্রিম কোর্টে একটা ডেট পেন্ডিং আছে। তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তন হলে তার অধীনে ৯০ দিনে নির্বাচন হবে। সে ক্ষেত্রে ডিসেম্বরে নির্বাচন হলে আমাদের নেত্রী খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন।’
আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, দেশে যদি এক যুগ, দুই যুগ ধরে নির্বাচিত সরকার না থাকে, তবে মানুষের অর্থনৈতিক উন্নয়ন, জানমালের উন্নয়ন হবে না। একটি দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে তাহলে তারা কখনো ভালো কাজ করবে না।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘২০০৬ সাল থেকে আমরা নির্বাচন চেয়ে আসছি। ১৯ বছর ধরে আমরা সুষ্ঠু নির্বাচনের জন্য আন্দোলন–সংগ্রাম করে যাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন লন্ডনে যোগাযোগ করেছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার যৌথ বিবৃতি দিয়েছিল। প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সেটিতে আস্থা রাখতে চাই। আমরা চাচ্ছি, দ্রুত নির্বাচনটি হোক।’
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনে ফেনীর অতীত ইতিহাস সবাই জানে। সুষ্ঠু নির্বাচন হলে এখানে বিএনপি জয়লাভ করবে। আমাদের দলের নেত্রীও (খালেদা জিয়া) নির্বাচন করবেন। তিনি এখন সুস্থ আছেন।’
পরে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়) শীর্ষক প্রকল্পের অংশীজনদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন।
ফেনী জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদীন ওরফে ভিপি জয়নাল, সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ রেহানা আক্তার, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান প্রমুখ।