গণ-অভ্যুত্থানে নিহত হৃদয়ের লাশের সন্ধানে এক বছর পর তুরাগ নদে অভিযান
Published: 24th, July 2025 GMT
জুলাই গণ-অভ্যুত্থানে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় গুলিতে নিহত শিক্ষার্থী মো. হৃদয়ের (২১) লাশের সন্ধানে প্রায় এক বছর পর অভিযান শুরু করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে গাজীপুর নগরের কড্ডা এলাকায় তুরাগ নদে এ অভিযান চালানো হয়েছে।
আন্তর্জাতিক অপরাধ দমন ট্রাইব্যুনালের তদন্ত দলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে অংশ নিয়েছে গাজীপুর, টঙ্গী ও ঢাকার ডুবুরি দল। অভিযানে পাওয়া তথ্য অনুসারে, গ্রেপ্তারকৃত এক আসামির স্বীকারোক্তির ভিত্তিতে হৃদয়ের লাশ উদ্ধারে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নিহত হৃদয় টাঙ্গাইলের গোপালপুর উপজেলার আলম নগর গ্রামের লাল মিয়ার ছেলে। তিনি হেমনগর ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়ালেখার পাশাপাশি কোনাবাড়ীতে অটোরিকশা চালাতেন। ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের সময় গুলিবিদ্ধ হয়ে নিখোঁজ হন তিনি। এখন পর্যন্ত তাঁর লাশ খুঁজে পায়নি পরিবার। হৃদয়ের ফুফাতো ভাই মো.
মহানগর গোয়েন্দা পুলিশের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সংস্থা ‘ইন্টারন্যাশনাল ট্রুথ জাস্টিস প্রজেক্ট’ ও ‘টেক গ্লোবাল ইনস্টিটিউট’ হৃদয়ের ঘটনাটি নিয়ে একটি প্রামাণ্যচিত্র তৈরি করে। সেখানে হৃদয়কে গুলি করার দৃশ্যও উঠে আসে। এর পর থেকেই বিষয়টি নতুন করে আলোচনায় আসে। তদন্তের ভিত্তিতে পুলিশ সদস্য আকরাম হোসেনসহ আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী আজ বেলা ১১টার দিকে তুরাগ নদে ডুবুরি দল লাশের সন্ধানে নামে। বেলা ১টায় এ প্রতিবেদন লেখার সময় ওই অভিযান চলছিল।
এ সময় উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এস এম তাসমিরুল ইসলাম, গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন এবং মামলার তদন্ত কর্মকর্তা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পরিদর্শক মাসুদ পারভেজ।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, ডুবুরি দল তুরাগ নদে হৃদয়ের লাশের খোঁজে অভিযান চালাচ্ছে। হৃদয়ের পরিবার জানায়, ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পর পুলিশ তাঁর দেহ টেনে পাশের গলির দিকে নিয়ে যায়। সেই ভিডিও ফুটেজও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে পরে তাঁর লাশ আর পাওয়া যায়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, নিহত হৃদয় ও তাঁর মামাতো ভাই ইব্রাহীম গাজীপুরের কোনাবাড়ী এলাকায় অটোরিকশা চালাতেন। ২০২৪ সালের ৫ আগস্ট তাঁরা কুদ্দুছ নগর অ্যাঞ্জেল গেট–সংলগ্ন সড়কে অবস্থান করছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে সেদিন ছাত্র–জনতা সরকারবিরোধী বিভিন্ন দাবিতে স্লোগান দিচ্ছিল। তখন সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা এবং সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের নির্দেশে ২৫০ থেকে ৩০০ অজ্ঞাত সন্ত্রাসী ছাত্রদের ওপর হামলা চালায়। ওই সময় প্রাণভয়ে হৃদয় একটি দোকানে আশ্রয় নেন। পরে অজ্ঞাতনামা পুলিশ সদস্যরা তাঁকে দোকান থেকে টেনে রাস্তায় নিয়ে আসেন। এরপর এক পুলিশ সদস্য অস্ত্র পেটে ঠেকিয়ে গুলি করেন। ঘটনার সময় আশপাশের লোকজন এবং হৃদয়ের স্বজনেরা ভিডিও ধারণ করেন।
এ বিষয়ে কোনাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) তামিম রহমান বলেন, ‘সকাল থেকে ডুবুরি দল কাজ করছে। আমরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছি।’
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ল শ সদস য ত র গ নদ
এছাড়াও পড়ুন:
দুর্গাপূজায় অরাজকতা রোধে পদক্ষেপ নিতে আহ্বান মহিলা পরিষদের
প্রতিবছর বাঙালি হিন্দুদের সর্বজনীন দুর্গোৎসবকে কেন্দ্র করে নানা সাম্প্রদায়িক ঘটনা ঘটে। আসন্ন দুর্গাপূজায় যেন কোনো ধরনের অরাজকতা না ঘটে, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ।
আজ মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়। ‘বৈচিত্র্যকে সম্মান করি, সাম্প্রদায়িকতা পরিহার করি, সম্প্রীতি বজায় রাখি’ শিরোনামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের উদ্যোগে ঢাকার পাশাপাশি দেশের সব জেলায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি ফওজিয়া মোসলেমের সভাপতিত্বে মানববন্ধনে মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু, সহসভাপতি মাখদুমা নার্গিস, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, আন্দোলন উপপরিষদ সম্পাদক রাবেয়া খাতুন, কেন্দ্রীয় কমিটির সদস্য ও আন্দোলন উপপরিষদ সদস্য বহ্নিশিখা দাশ পুরকায়স্থ বক্তব্য দেন। মহিলা পরিষদের প্রোগ্রাম অফিসার নুরুননাহার তানিয়া মানববন্ধন সঞ্চালনা করেন।
সভাপতির বক্তব্যে ফওজিয়া মোসলেম বলেন, ‘আমাদের সংবিধানে নারী-পুরুষনির্বিশেষে সবার জন্য সমতা, ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে মর্যাদাকে সর্বাগ্রে স্থান দেওয়া হয়েছে। এ দেশে নানা জাতি, ধর্ম, বর্ণ ও সংস্কৃতির লোকের বসবাস। সবার নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রের পাশাপাশি মানবাধিকার সংগঠন ও সুশীল সমাজকে নিরাপদ পরিবেশ গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। তবে এ ক্ষেত্রে রাষ্ট্রের ভূমিকা আরও কার্যকর হওয়া আবশ্যক। রাষ্ট্রকাঠামো এমন হওয়া উচিত, যাতে সবাই মিলে নিজ নিজ উৎসব নির্বিঘ্নে পালন করতে পারে।’