ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির নেতারা
Published: 24th, July 2025 GMT
ব্রাহ্মণবাড়িয়ায় জুলাই পদযাত্রা শুরু করার আগে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। দলটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনসহ শীর্ষ নেতারা শহীদ পরিবারের খোঁজ-খবর নিয়েছেন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে এনসিপির কেন্দ্রীয় নেতারা গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্রাহ্মণবাড়িয়ার যেসব মানুষ শহীদ হয়েছেন, তাদের পরিবারের সদস্য এবং ২০২১ সালে ব্রাহ্মণবাড়িয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনবিরোধী আন্দোলনে নিহতদের স্বজনদের সঙ্গে কথা বলেন।
দেশব্যাপী জুলাই পদযাত্রার ধারাবাহিকতায় বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় এসেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটওয়ায়ারী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.
ঢাকা/পলাশ/রফিক
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ব র হ মণব ড় য় য় পর ব র র সদস য এনস প
এছাড়াও পড়ুন:
চট্টগ্রামে অঝোরে বৃষ্টি, রাস্তায় পানি, আশঙ্কা পাহাড়ধসের
চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার ভোর থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। এ কারণে নগরের কয়েকটি এলাকায় পানি জমে গেছে। ভারী বৃষ্টির কারণে চট্টগ্রামে পাহাড়ধসের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভোর পাঁচটার দিকে চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়। সকাল ৯টা নাগাদ বৃষ্টির তীব্রতা বেড়ে যায়। বেলা সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৃষ্টি ঝরছে।
টানা বৃষ্টির কারণে চট্টগ্রাম নগরের সড়কগুলোয় যানবাহনের সংখ্যা বেশ কম দেখা গেছে। ব্যস্ততম মোড়গুলোয় যাত্রীর অপেক্ষায় থাকা সিএনজিচালিত অটোরিকশা আর রিকশাও ছিল কম। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষজন। এ ছাড়া সন্তানদের শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়ে যেতে যেসব অভিভাবক বাইরে বের হয়েছেন, তাঁদেরও দীর্ঘক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। দীর্ঘ সময় পর যানবাহন পেলেও অনেকে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে ছোটেন।
আবহাওয়ায় অধিদপ্তরের চট্টগ্রামের পতেঙ্গা কার্যালয় জানায়, গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৯টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টা) চট্টগ্রামে ৫৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টির রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আরও দুই থেকে তিন দিন বৃষ্টি হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রামে পাহাড় ও ভূমিধসের আশঙ্কা রয়েছে।
টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন সড়কে পানি জমেছে। এ কে খান সি–গেট এলাকা, চট্টগ্রাম, ৩১ জুলাই, সকাল সাড়ে ১০টায় তোলা