বগুড়ায় বাঁধ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন, দুর্ভোগে ১২ গ্রামের মানুষ
Published: 25th, July 2025 GMT
বগুড়ার শেরপুরে পানির চাপে কাটাখালী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ধসে পড়েছে। এতে শেরপুর ও ধুনট উপজেলার অন্তত ১২টি গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছেন। এই বাঁধের ওপর দিয়েই এসব এলাকার মানুষ চলাচল করতেন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের চককল্যাণী গ্রামে প্রায় ৫০ ফুট বাঁধ পানির স্রোতে ভেসে যায়। পাশাপাশি সড়কের পাশের গাছপালা ও দোকানঘর ভেসে গেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, বাঁধ সংস্কারের সময় অপরিকল্পিতভাবে প্লাস্টিকের পাইপ বসানো হয়েছিল। ওই পাইপ দিয়ে দক্ষিণ পাশে পানি প্রবাহিত হওয়ার সময় বাঁধটি ধসে পড়ে।
আজ শুক্রবার সরেজমিন দেখা যায়, ভাঙা বাঁধের দুই পাশে ভিড় করে আছেন এলাকাবাসী। চককল্যাণী গ্রামের আবুল কাশেমসহ অন্তত ১০ জন কৃষক বলেন, বর্ষার সময় এই বাঁধ সংস্কার পরিকল্পনাই ছিল ‘অপরিকল্পিত’। শুষ্ক মৌসুমে কাজটি করা হলে বাঁধ ধসের ঘটনা ঘটত না, সরকারের টাকাও অপচয় হতো না।
চককল্যাণী গ্রামের হাবিবুর রহমান বলেন, বাঁধ ধসে সুঘাট ইউনিয়নের চকধলী, চককল্যাণী, কল্যাণী, জয়নগর, জয়লাজুয়ান, বেলগাছি, জোড়গাছা ও আউলাকান্দির সঙ্গে ধুনট উপজেলার পেঁচিবাড়ি, জালশুকা, বিশ্বহরিগাছা ও ভ্রমণগাথি গ্রামের সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এতে কৃষকেরা হাটে ফসল তুলতে না পেরে বিপাকে পড়েছেন। এতে রোগীদের হাসপাতালে নেওয়া নিয়েও বিপাকে পড়ছেন মানুষজন।
প্রায় ৫০ ফুট বাঁধ পানির স্রোতে ভেসে যায়। পাশাপাশি সড়কের পাশের গাছপালা ও দোকানঘর ভেসে গেছে। আজ শুক্রবার.উৎস: Prothomalo
কীওয়ার্ড: কল য ণ
এছাড়াও পড়ুন:
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের
খাগড়াছড়িতে সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্ত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে বলে উল্লেখ করেছে সংগঠনটি।
মঙ্গলবার সিপিজের এক টুইটে এ আহ্বান জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ডিবিসি নিউজের প্রতিনিধি মিলন ত্রিপুরা ১৭ জুলাই একটি বিক্ষোভের সংবাদ সংগ্রহ করছিলেন। এ সময় নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে মারধর করেন ও ধারণ করা ভিডিও ফুটেজ মুছে ফেলতে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।