জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে। পুলিশ জুলাই হত‍্যার দায় অভ্যুত্থানকারী ছাত্র-জনতাকে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে। আমাদের ওপর যে দমন-পীড়ন করা হয়েছে, আমরা বাধ্য হয়েছিলাম প্রতিরোধ গড়ে তুলতে। আমাদের লড়াই ছিল ফ‍্যাসিস্ট রাষ্ট্র, ফ‍্যাসিস্ট বাহিনীর বিরুদ্ধে।”

শনিবার (২৬ জুলাই) দুপুরে মৌলভীবাজার শহরের বেরিরপাড়ে এক পথসভায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র ধারাবাহিকতায় আজ মৌলভীবাজারে পদযাত্রা ও সমাবেশ করে এনসিপি।

পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির আহ্বায়ক বলেন, “বিচার ও সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তা গ্রহণ করবে না। তাই, বিচার ও সংস্কার বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ করে নির্বাচনের দিকে যেতে হবে।”

আরো পড়ুন:

দেশে পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে জগাখিচুড়ি চলছে: মির্জা ফখরুল

জাতীয় নির্বাচনে অস্ত্রের চেয়েও ভয়াবহ হুমকি এআই: সিইসি

সংবিধান প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, “আমরা বলেছি, আমাদের নতুন সংবিধান প্রয়োজন। যে সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা লেখা থাকবে, সব ঐতিহাসিক লড়াইয়ের স্বীকৃতি থাকবে, সকল জাতি-ধর্ম-বর্ণের সমান অধিকার নিশ্চিত করা হবে।”

এর আগে শহরের শহীদ মিনার থেকে পদযাত্রা শুরু করা হয়। শহরের কোর্ট রোড ও শাহ মোস্তফা সড়কে পদযাত্রা হয়। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে যোগ দেন।

এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির প্রধান সমন্বয়ক ফাহাদ আলমের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটওয়ারী প্রমুখ।‌

উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা.

তাসনিম জারা, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আবু বাকের মজুমদার, জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, জাকারিয়া ইমন। 

পদযাত্রা ও সভা শেষ করে এনসিপির নেতারা শ্রীমঙ্গলে চা-শ্রমিকের সঙ্গে মতবিনিময় করেন।

ঢাকা/আজিজ/রফিক

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ন হ দ ইসল ম জ ত য় ন গর ক প র ট পদয ত র কম ট র এনস প

এছাড়াও পড়ুন:

কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব

বায়ার্ন মিউনিখ ৩–১ চেলসি

২০১২ সালে আলিয়াঞ্জ অ্যারেনায় ইতিহাস গড়েছিল চেলসি। ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো পরেছিল ইউরোপসেরার মুকুট।

 তবে এরপর থেকে বায়ার্নের সঙ্গে মুখোমুখি সব ম্যাচেই হেরেছে চেলসি। লন্ডনের ক্লাবটি পারল না আজও। হ্যারি কেইনের জোড়া গোলে চেলসিকে ৩–১ ব্যবধানে হারিয়েছে বায়ার্ন।

আলিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের ২০ মিনিটে বায়ার্ন প্রথম গোলটা পেয়েছে উপহারসূচক। চেলসির সেন্টার–ব্যাক ট্রেভোহ চালোবাহ নিজেদের জালে বল জড়ালে এগিয়ে যায় বাভারিয়ানরা।

কিছুক্ষণ পরেই ব্যবধান দ্বিগুণ করেন কেইন। এবার ভুল করে বসেন চেলসির মইসেস কাইসেদো। নিজেদের বক্সে কেইনকে কাইসেদো অযথা ট্যাকল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।

নতুন মৌসুমে গোলের পর গোল করেই চলেছেন হ্যারি কেইন

সম্পর্কিত নিবন্ধ