কৃষিগুচ্ছে শূন্য আসনের পাঁচগুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ
Published: 27th, July 2025 GMT
কৃষিগুচ্ছের ৯ বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষায় অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের পাঁচগুণ শিক্ষার্থী রেখে ফলাফল প্রকাশ করা হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আজ রোববার (২৭ জুলাই) থেকে ৩১ জুলাই পর্যন্ত ভর্তি ফি জমা দিতে হবে। কৃষিগুচ্ছের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, কৃষিগুচ্ছের কয়েকটি বিশ্ববিদ্যালয়ে ১৩৬টি আসন শূন্য রয়েছে। কেন্দ্রীয় ভর্তি কমিটির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অপেক্ষমাণ তালিকা থেকে শূন্য আসনের পাঁচগুণ ছাত্র-ছাত্রীর ফলাফল প্রকাশ করা হবে।
আরও পড়ুনজার্মানিতে ফুল ফান্ডেড স্কলারশিপ: বিশ্বসেরা গবেষণাপ্রতিষ্ঠানে কাজের সুযোগ৪ ঘণ্টা আগেএর মধ্যে যেসব শিক্ষার্থী ভর্তির আগ্রহ প্রকাশ করবেন, তাঁদের অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা অনলাইনে জমা দিতে হবে। শূন্য আসনের পাঁচগুণ শিক্ষার্থীর ফলাফল প্রকাশের কারণে যদি শূন্য আসনের চেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী টাকা জমা দেন এবং তাঁদের ভর্তির জন্য ডাকা সম্ভব না হয়, তবে তাঁদের পরবর্তী সময়ে যে মোবাইল নম্বর থেকে টাকা জমা দিয়েছেন, সেই মোবাইল নম্বরে জমা দেওয়া টাকা ফেরত দেওয়া হবে।
এসএসএল কমার্স টাকা ফেরত দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। যাঁদের ভর্তির জন্য ডাকা হবে, ভর্তি না হলেও তাঁদের টাকা ফেরত প্রদান করা হবে না। অনলাইনে রিপোর্ট করে ভর্তি ফির প্রথম অংশ ১০ হাজার টাকা জমা দেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ফলাফল (শূন্য আসনের সমসংখ্যক) প্রকাশ করা হবে আগামী ২ আগস্ট।
আরও পড়ুনবিল গেটস বৃত্তি, সুযোগ তিন শতাধিক শিক্ষার্থীর২৩ জুলাই ২০২৫ভর্তির সুযোগ পাওয়া ছাত্র-ছাত্রীকে প্রাপ্ত নিজ নিজ বিশ্ববিদ্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে ওই বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফির সঙ্গে পূর্বে জমাকৃত ১০ হাজার টাকা (অফেরতযোগ্য) সমন্বয় করা এবং মূল ট্রান্সক্রিপ্ট, প্রশংসাপত্র ও কোটা ডকুমেন্টস (প্রযোজ্য ক্ষেত্রে) জমা দিয়ে ভর্তির কার্যক্রম চূড়ান্তভাবে সম্পন্ন করতে হবে ৬ ও ৭ আগস্ট। এর ব্যত্যয় হলে তাঁর ভর্তি বাতিল বলে গণ্য হবে।
*ফলাফল জানতে এখানে ক্লিক করুন
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে আইআইটিতে এমআইটি প্রোগ্রাম, পরীক্ষা দুই ধাপে১ ঘণ্টা আগে.উৎস: Prothomalo
কীওয়ার্ড: শ ন য আসন র প ব শ বব দ য র ভর ত ভর ত র
এছাড়াও পড়ুন:
মুসলমান বলেই রোহিঙ্গারা ভয়াবহ পরিস্থিতির শিকার
রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা বর্তমান সময়ে অন্যতম করুণ মানবিক সংকট বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, শুধু মুসলমান হওয়ার কারণেই রোহিঙ্গারা এই ভয়াবহ পরিস্থিতির শিকার।
গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তুরস্কের একটি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাতের সময় এ কথা বলেন প্রধান উপদেষ্টা। পাঁচ সদস্যের ওই প্রতিনিধিদলের নেতৃত্ব দিয়েছেন তুরস্ক-বাংলাদেশ সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও তুর্কি পার্লামেন্ট সদস্য মেহমেত আকিফ ইয়িলমাজ।
সাক্ষাতে দুই পক্ষ বাণিজ্য, বিনিয়োগ ও মানবিক সহায়তার ক্ষেত্রগুলোতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করে। এ সময় মেহমেত আকিফ ইয়িলমাজ বলেন, তুরস্ক ও বাংলাদেশের মধ্যে গভীর সাংস্কৃতিক ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। দুই দেশের মধ্যে বিদ্যমান দৃঢ় বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ওপর আলোকপাত করেন তিনি।
ইয়িলমাজ বলেন, তাঁদের প্রতিনিধিদল রোববার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছে এবং তুর্কি বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা, বিশেষ করে তুর্কি ফিল্ড হাসপাতালের মানবিক কার্যক্রম সম্পর্কে অবহিত হয়েছে। এ সময় রোহিঙ্গা সম্প্রদায়ের প্রতি তুরস্কের অবিচল সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। তুর্কি উদ্যোক্তাদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি।
অধ্যাপক ইউনূস বলেন, ‘রোহিঙ্গা সম্প্রদায়ের দুরবস্থা আমাদের সময়ের অন্যতম করুণ মানবিক সংকট। তারা শুধু মুসলমান বলেই এই ভয়াবহ পরিস্থিতির শিকার এবং তাদের নাগরিকত্ব কেড়ে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘আট বছর ধরে আশ্রয়শিবিরে থাকায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা ও ভবিষ্যৎ সুযোগ একেবারেই সীমিত হয়ে পড়েছে। এই অবস্থা হতাশা ও অস্থিতিশীলতার জন্ম দিতে পারে।’