এবার ঘরে ঘরে শাকিব-জয়াদের তাণ্ডব
Published: 27th, July 2025 GMT
‘তাণ্ডব যেখানে যায়, তুফান তুলে যায়’—এটা শুধুই একটি গানের লাইন নয়, যেন বাস্তবের প্রতিধ্বনি। প্রেক্ষাগৃহে ঝড় তুলে এবার সেই ‘তাণ্ডব’ আসছে ঘরে ঘরে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষী দর্শকের কাছে পৌঁছাতে চরকি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আলোচিত সিনেমা ‘তাণ্ডব’। একইসঙ্গে ওটিটি প্ল্যাটফর্ম হইচইতেও মুক্তি পাবে সিনেমাটি।
আরও পড়ুনশাকিবের ‘তাণ্ডব’-এ কী আছে, কী নেই১১ জুন ২০২৫রায়হান রাফী পরিচালিত এই সিনেমাটিতে প্রধান চরিত্রে আছেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। এ ছাড়া অতিথি চরিত্রে দেখা যাবে দুই জনপ্রিয় তারকা—আফরান নিশো ও সিয়াম আহমেদকে। সিনেমার তারকাবহুল উপস্থিতি, গল্প ও নির্মাণ সব মিলিয়ে ‘তাণ্ডব’ ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছে।
সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির সময় থেকেই দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল। বক্স অফিসে সিনেমাটি সফল হওয়ায় এবার ওটিটিতেও সেই আগ্রহ আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।
শনিবার দুপুরে চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয়, ‘দেশ–বিদেশে আবারও ঘনিয়ে আসছে “তাণ্ডব”। সিনেমা হলের পর এই আগস্টে চরকিতে তাণ্ডব তুলতে আসছেন মেগাস্টার শাকিব খান।’
‘তাণ্ডব’–এর দৃশ্য। চরকির সৌজন্যে.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
নতুন আইফোন কেনার মতো টাকা আয় করতে যুক্তরাষ্ট্রে লাগবে ৫ দিন, বাংলাদেশে কত দিন
ছবি: অ্যাপল