দুই বছর আগে মেয়েদের ফিফা বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হয়ে স্পেনের কাছে শিরোপা হাতছাড়া করেছিল ইংল্যান্ড। খুব কাছে গিয়ে শিরোপা হাতছাড়া করার সেই যন্ত্রণা ইংলিশদের তাড়া করেছে অনেক দিন। তবে গতকাল রাতে সেই কষ্ট কিছুটা হলেও ভুলতে পেরেছে ইংল্যান্ড।
মহাদেশীয় প্রতিযোগিতা ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে কাল স্পেনকে হারিয়ে টুর্নামেন্টে টানা দ্বিতীয় শিরোপা জিতেছে ইংল্যান্ডের মেয়েরা। নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ম্যাচ ১-১ গোলে সমতায় ছিল। পরে টাইব্রেকারের ভাগ্য নির্ধারণে ৩-১ গোলে জেতে ইংলিশরা। ইউরোতে ইংল্যান্ডের আগে টানা শিরোপা জেতার কৃতিত্ব ছিল জার্মানির। ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত সব মিলিয়ে ৬ বার শিরোপা জিতেছিল জার্মান মেয়েরা।
সুইজারল্যান্ডের বাসেলে গতকাল শুরুতে ধাক্কা খায় ইংল্যান্ড। ম্যাচের ২৫ মিনিটে মারিওনা কালদেন্তের গোলে এগিয়ে যায় স্পেন। ওনা ব্যাটলের ক্রসে হেডে দারুণ এক গোল করেন কালদেন্তে। এ সময় বল-দখল ও আক্রমণেও এগিয়ে ছিল স্প্যানিশ মেয়েরা। ফলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় ইংল্যান্ডকে।
আরও পড়ুনরূপকথার গল্প লিখে টানা দ্বিতীয় শিরোপার দুয়ারে ইংল্যান্ড ২৩ জুলাই ২০২৫বিরতির পর ৫৭ মিনিটে ইংল্যান্ডকে ম্যাচে ফেরান অ্যালেসিয়া রুসো। হেডে গোল খাওয়ার জবাবটা ইংল্যান্ড হেডে গোল করেই দেয়। বক্সের বাইরে থেকে ক্লোয়ি কেলির করা ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন রুসো। এরপর নির্ধারিত সময় এবং অতিরিক্ত সময়ে দুই দল চেষ্টা করেও আর কোনো গোলের দেখা না পেলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
ইংল্যান্ডের শিরোপা উদ্যাপন.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ত সময়
এছাড়াও পড়ুন:
উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।
সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।
নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত