জুলাই অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগ জাতি ভুলে যেতে পারে না: স্বাস্থ্য উপদেষ্টা
Published: 28th, July 2025 GMT
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার অপরিমেয় আত্মত্যাগ জাতির ইতিহাসে গৌরবোজ্জ্বল অধ্যায় হয়ে আছে। এই আত্মত্যাগ জাতি কখনো ভুলে যেতে পারে না।”
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে আয়োজিত স্মরণসভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জুলাই অভ্যুত্থানে আহতদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের সম্মাননা জানানো হয় এবং একটি তথ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে তাদের অবদান স্মরণ করা হয়।
আরো পড়ুন:
স্তন ক্যান্সারের এইসব লক্ষণ উপেক্ষা করবেন না
হার্টের জন্য কোন তেল নিরাপদ?
নূরজাহান বেগম বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ- এই ধারাবাহিকতায় জুলাই অভ্যুত্থানও আমাদের জাতীয় ইতিহাসে গৌরবের প্রতীক। ওই সময়ে দেশের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীরা জীবনবাজি রেখে আহতদের সেবা দিয়েছেন।”
তিনি বলেন, “সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দুর্ঘটনায় হতাহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়েছে। তবে যে সন্তান হারিয়েছে, সেই শোক কখনো মোচন হয় না। আমরা চাই, ভবিষ্যতে আর কোনো বিভীষিকা যেন আমাদের ছুঁয়ে না যায়। চলুন, একটি মানবিক ও সহনশীল বাংলাদেশ গড়তে একসঙ্গে কাজ করি।”
অনুষ্ঠানে ভিডিওবার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.
স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ স্মরণ সভায় আরো উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান প্রমুখ।
ঢাকা/এএএম/মেহেদী
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
সাজেকে চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নিহত
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় চান্দের গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যটনকেন্দ্র সাজেকে যাওয়ার পথে হাউসপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এতে ১২ জন আহত হয়েছেন।
নিহত শিক্ষার্থীর নাম মোছা. রুবিনা আফসানা (রিংকী)। তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। আহতদের মধ্যে ১১ জন একই বিভাগের শিক্ষার্থী এবং একজন শিক্ষক বলে জানা গেছে।
আরো পড়ুন:
হবিগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
কুমিল্লায় অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ২
স্থানীয় সূত্র জানায়, খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল খাগড়াছড়ি থেকে চান্দের গাড়িতে করে সাজেক যাচ্ছিল। পথে হাউসপাড়া এলাকায় উঁচু পাহাড়ে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে রুবিনা আফসানা নামের ওই শিক্ষার্থী মারা যান। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠায়।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান বলেন, ‘‘দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছেন। তাদের উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।’’
ঢাকা/শংকর/রাজীব