দেশের প্রখ্যাত সংগীত ব্যক্তিত্ব কমল দাশগুপ্ত ও ফিরোজা বেগমের আজ জন্মদিন। ২৮ জুলাই ১৯১১ সালে যশোরে কমল দাশগুপ্ত এবং ১৯৩০ সালের একই দিনে ফরিদপুরে জন্মগ্রহণ করেন ফিরোজা বেগম। বাংলা গানের এ দুই কিংবদন্তিতুল্য শিল্পী ছিলেন স্বামী-স্ত্রী।

কমল দাশগুপ্ত ছিলেন তাঁর সময়ের অন্যতম সেরা সুরস্রষ্টা ও সংগীত পরিচালক। রবীন্দ্রনাথ ও নজরুলের গানের বাইরে আধুনিক বাংলা গানের স্বর্ণযুগের ভিতটা রচিত হয়েছে তাঁর হাত ধরেই। খ্যাতিকে পাশে সরিয়ে রেখে জীবনভর সংগীতসাধনা করে গেছেন। আর বাংলা সংগীতভুবনকে দিয়েছেন বৈচিত্র্যময় সব সুরের গান। ১৯৭৪ সালের ২০ জুলাই ৬২ বছর বয়সে নীরবে পৃথিবী ছাড়েন তিনি।

হামিন আহমেদ, ফিরোজা বেগম ও শাফিন আহমেদ। ছবি: হামিন আহমেদের সৌজন্যে.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

মনোনয়ন দৌড়ে এবারও হেরে গেলেন মনির খান

জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান— যার কণ্ঠে প্রেম, ব্যথা আর প্রার্থনার সুরে ভেসেছে একটি প্রজন্ম। তিনবারের জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী শুধু গানে নয়, রাজনীতিতেও সক্রিয় ছিলেন দীর্ঘদিন ধরে।

বিএনপির কেন্দ্রীয় সহ-সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন মনির খান। ঝিনাইদহ-৩ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী ছিলেন এই কণ্ঠশিল্পী। কিন্তু শেষপর্যন্ত প্রার্থী তালিকায় জায়গা হয়নি তার। সেই আসনে দল মনোনয়ন দিয়েছে মেহেদী হাসান রনিকে।

আরো পড়ুন:

নির্বাচন: বিএনপির যে প্রার্থীদের সঙ্গে লড়বেন এনসিপির শীর্ষ নেতারা

বিএনপির প্রার্থী তালিকায় নেই তারকারা

মনোনয়ন না পেলেও মনির খান প্রতিক্রিয়া দিয়েছেন ইতিবাচকভাবে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, “অভিনন্দন মেহেদী হাসান রনি, ঝিনাইদহ-৩-এ বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী। শুভকামনা রইল।”

শিল্পীর এই পোস্টে প্রশংসা করেছেন ভক্তরা। রাজনীতিতেও তার সংযম ও সৌজন্যতা তুলে ধরেছেন অনেকেই।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারকাদের মনোনয়ন পাওয়া নিয়ে গুঞ্জন থাকলেও শেষপর্যন্ত বিএনপির ঘোষিত ২৩৭ আসনের প্রার্থী তালিকায় কোনো শিল্পী বা অভিনেতার নাম নেই। মনির খানের পাশাপাশি মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে বেশি আলোচিত ছিলেন নায়ক উজ্জ্বল ও হেলাল খান, কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা ও বেবী নাজনীন।

ঢাকা/রাহাত/রাসেল

সম্পর্কিত নিবন্ধ