রাজধানীতে চালকদের চোখ ও স্বাস্থ্য পরীক্ষা শুরু
Published: 29th, July 2025 GMT
রাজধানীতে শুরু হয়েছে বাস-ট্রাক চালকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা কর্মসূচি। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতাধীন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) আয়োজিত এই কার্যক্রম মঙ্গলবার তেজগাঁওয়ের বিআরটিসি প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের কর্মকর্তা শেখ মইনউদ্দিন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, ‘‘চালকদের চোখ ভালো থাকলে রাস্তাও নিরাপদ থাকে। অনেক দুর্ঘটনার মূলে রয়েছে দৃষ্টিশক্তির দুর্বলতা। তাই চোখ ও স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা উচিত।’’
তিনি আরও জানান, সরকার ১ হাজার চালকের বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা করছে এবং ভবিষ্যতে এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক (অতিরিক্ত সচিব) নীলিমা আখতার সভাপতির বক্তব্যে বলেন, ‘‘চালকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শুধু তাদের জন্য নয়, জনসাধারণের নিরাপত্তার জন্যও অপরিহার্য।’’
এই কর্মসূচি আগামী ৩১ জুলাই পর্যন্ত তেজগাঁও ট্রাক টার্মিনাল, গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ আন্তঃজেলা বাস টার্মিনালে চলবে। চশমা, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের গ্লুকোমা ও নাইট ভিশন পরীক্ষাসহ চালকদের জন্য রয়েছে পূর্ণাঙ্গ স্বাস্থ্য সেবা।
সহযোগী সংস্থার মধ্যে রয়েছে আহছানিয়া মিশন, ভিশন স্প্রিং, ডাস, আল-নূর হাসপাতাল, বারডেম, রেড ক্রিসেন্টসহ ২০টিরও বেশি সংস্থা।
ঢাকা/এএএম//
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চ লকদ র পর বহন র জন য পর ক ষ
এছাড়াও পড়ুন:
কোন আসনে বিএনপির প্রার্থী কে, দেখে নিন
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। কোন আসনে বিএনপির মনোনয়ন কে পাচ্ছেন, তার তালিকা প্রকাশ করেছে দলটি। জাতীয় সংসদের আসন ৩০০টি। এর মধ্যে কিছু আসনে প্রার্থী ঘোষণা করা হয়নি আর কিছু আসন জোট শরিকদের জন্য রেখে দিয়েছে বিএনপি।
আজ সোমবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ফেনী–০১, বগুড়া–০৭ ও দিনাজপুর–০৩ আসন থেকে প্রার্থী হচ্ছেন। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া-৬ আসনে।
প্রার্থী ঘোষণার আগে দুপুর সাড়ে ১২টায় জরুরি বৈঠকে বসেন বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির সদস্যরা। প্রায় পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে লন্ডন থেকে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত এবং চলমান রাজনৈতিক পরিস্থিতিতে করণীয় নিয়ে বৈঠকে আলোচনা হয়।
আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে ডিসেম্বরের শুরুর দিকে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে।
বিএনপির প্রার্থীর তালিকা নিচে তুলে ধরা হলো–