Risingbd:
2025-11-04@03:46:03 GMT

জায়েদ খানের অতিথি মোনালিসা

Published: 30th, July 2025 GMT

জায়েদ খানের অতিথি মোনালিসা

সঞ্চালক হিসেবে যাত্রা শুরু করেছেন ঢাকাই সিনেমার পরিচিত মুখ জায়েদ খান। যুক্তরাষ্ট্র থেকে প্রচারিত বাংলা গণমাধ্যম ‘ঠিকানা’-এর আয়োজনে শুরু হয়েছে ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’ শিরোনামে বিশেষ টক শো। 

এই শোয়ের আগামী পর্বে অতিথি হিসেবে থাকবেন জনপ্রিয় অভিনেত্রী মোনালিসা। শুক্রবার (১ আগস্ট), বাংলাদেশ সময় রাত ৮টায় এ পর্ব সম্প্রচারিত হবে ঠিকানা টিভির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। 

১ আগস্ট, জায়েদ খানের জন্মদিন। জায়েদ খান বলেন, “খুব ভালো আছি, কাজ করছি। সামনে কয়েকটা অনুষ্ঠানের জন্য প্রস্তুতি নিচ্ছি।” 

আরো পড়ুন:

বধূবেশে অভিষেক কন্যা

আমাকে বিব্রত-বিরক্ত করে আপনাদের কী উপকার, প্রশ্ন এডলফের

নতুন এই আয়োজন নিয়ে জায়েদ খান বলেন, “কেবল তো শুরু করেছি প্রোগ্রামটা। চমক তো বাকি আছে অনেক। এটা যতদিন ভালো লাগবে, করতে থাকব।” 

এ অনুষ্ঠান প্রসঙ্গে আয়োজকরা জানান, ‘ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান’-এ থাকবে দেশ ও প্রবাসের তারকাদের একান্ত সাক্ষাৎকার, প্রবাসজীবনের চড়াই-উৎরাই, সংগ্রামের গল্প, সামাজিক বাস্তবতার প্রতিফলন এবং নতুন প্রজন্মের চিন্তা ও উদ্ভাবনের ঝলক। সঙ্গে থাকবে আড্ডা ও মানবিক কথোপকথন—যা ছুঁয়ে যাবে দর্শকের মন।  

ঠিকানা গ্রুপের সিইও মুশরাত শাহীন বলেন, “এই শো আমাদের সংস্কৃতি, অভিজ্ঞতা ও আত্মপরিচয়কে বিশ্বমঞ্চে তুলে ধরার সাহসী এক পদক্ষেপ। জায়েদ খানকে এই যাত্রায় পেয়ে আমরা গর্বিত।”  

এই অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জীবনের জটিলতা, সংগ্রাম, সাফল্য এবং অভিজ্ঞতা তুলে ধরতে চান বলেও জানান তিনি।  

বর্তমানে নিউ ইয়র্কে অবস্থান করছেন জায়েদ খান। তবে কানাডা, অস্ট্রেলিয়া, দুবাইসহ বিভিন্ন দেশে আয়োজিত শোয়েও অংশ নিচ্ছেন তিনি।   

জায়েদ খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সোনার চর’। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন মৌসুমী, ওমর সানী, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভীন ও পাপিয়া মাহি প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেন জাহিদ হোসেন।

ঢাকা/রাহাত/শান্ত

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট ভ ন টক চলচ চ ত র

এছাড়াও পড়ুন:

ফিলিস্তিনি বন্দীকে নির্যাতনের ভিডিও ফাঁস, ইসরায়েলে সেনাবাহিনীর সাবেক প্রসিকিউটর গ্রেপ্তার

ইসরায়েলি পুলিশ দেশটির সেনাবাহিনীর সাবেক একজন প্রসিকিউটরকে গ্রেপ্তার করেছে। একজন ফিলিস্তিনি বন্দীর ওপর ইসরায়েলি সেনাদের নির্যাতনের ভিডিও ফাঁস হওয়ার পর ওই নারীকে গ্রেপ্তার করা হয়।

মেজর জেনারেল পদমর্যাদার ওই সাবেক প্রসিকিউটরের নাম ইয়াফাত তোমের-ইয়েরুশালমি। গতকাল সোমবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ইসরায়েলের জাতীয় নিরাপত্তাবিষয়ক মন্ত্রী।

জানা যায়, অনলাইনে ওই ভিডিওটি ফাঁস হওয়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছিল। তখন তিনি তাঁর পদ থেকে পদত্যাগ করেন। এরপর নিখোঁজ ছিলেন।

ওই ভিডিওতে দেখা গেছে, সৈন্যরা এক বন্দীকে আলাদা স্থানে নিয়ে ঘিরে দাঁড়িয়ে আছেন। তাঁদের সঙ্গে একটি কুকুর রয়েছে। তাঁরা দাঙ্গা নিয়ন্ত্রণের সরঞ্জাম ব্যবহার করে নিজেদের কার্যকলাপ এমনভাবে আড়াল করে রেখেছেন, যাতে কেউ দেখতে না পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ভিডিও ফাঁসের ঘটনাকে রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকে ‘জনসংযোগের ওপর সবচেয়ে তীব্র আক্রমণ’ বলে মন্তব্য করেছেন।

আরও পড়ুনফিলিস্তিনি বন্দীর ওপর নির্যাতনের ভিডিও ফাঁস ঘিরে ইসরায়েলের শীর্ষ আইনি কর্মকর্তার পদত্যাগ০১ নভেম্বর ২০২৫

অধিকৃত পশ্চিম তীরের রামাল্লা থেকে আল-জাজিরার নউর ওদেহ বলেন, ওই নারী প্রসিকিউটরের আটকের ঘটনা ইসরায়েলে ‘রাজনৈতিক ও আইনি ঝড়’ তৈরি করেছে। তবে আটক হওয়া ব্যক্তির ওপর বাড়তি মনোযোগ মূল ঘটনা থেকে নজর সরিয়ে দিচ্ছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলের কারাগারগুলোয় অন্তত ৭৫ জন ফিলিস্তিনি বন্দীর মৃত্যু হয়েছে।

আরও পড়ুন‘স্বপ্ন ছিল বুকে জড়িয়ে ধরার, এখন আশা দাফনটা যদি অন্তত করতে পারি’২ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ