আগামী ১ আগস্ট, শুক্রবার রাতে বাংলাদেশ টেলিভিশনের পর্দায় আবার দেখা যাবে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এক বিশেষ সংকলিত পর্ব। ঐতিহ্যবাহী আহসান মঞ্জিলের সামনে ধারণ করা এই পর্ব প্রচারিত হবে রাত আটটার বাংলা সংবাদের পর। অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০০৯ সালের আগস্টে প্রথম প্রচারিত হয়েছিল ‘ইত্যাদি’র এই পর্ব। ঢাকার পুরান অংশের কুমারটুলীতে, বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্বে অনন্য আহসান মঞ্জিলের সামনে উন্মুক্ত মঞ্চে ধারণ করা হয়েছিল এটি। শতাব্দীপ্রাচীন এই ভবন একসময় ছিল ঢাকার নবাবদের রাজকীয় আবাস ও জমিদারির সদর কাচারি। বর্তমানে এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জাদুঘর।

১৬ বছর আগে বুড়িগঙ্গার তীরে ধারণকৃত ‘ইত্যাদি’ আবার পর্দায়.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’

কৈশোর পেরোনোর আগেই শাহানাবাড়ির মেয়ে দীপার বিয়ে হয়ে যায়। স্বামীর নির্যাতনের জাল ছিঁড়ে নিজের মতো করে বাঁচতে চেয়েছেন তিনি। নব্বইয়ের দশকের পটভূমিতে দীপার বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে বাড়ির নাম শাহানা।

সত্য কাহিনি অবলম্বনে নির্মিত বাড়ির নাম শাহানায় দীপা চরিত্রে অভিনয় করেছেন আনান সিদ্দিকা। ছবিটি যৌথভাবে প্রযোজনা করেছে কমলা কালেক্টিভ ও গুপী বাঘা প্রোডাকশন্স লিমিটেড।

নির্মাণের বাইরে লীসা গাজী লেখক, নাট্যকর্মী হিসেবে পরিচিত

সম্পর্কিত নিবন্ধ