বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘‘অনির্বাচিত সরকারের উপস্থিতিতে দেশ দিনে দিনে পিছিয়ে যাচ্ছে। বিনিয়োগকারীরা আগ্রহ হারাচ্ছে। তাই ব্যবসায়ীবান্ধব জনকল্যাণমুখী রাষ্ট্র গড়তে দ্রুত নির্বাচনের প্রয়োজন।’’  

নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে জনগণের মালিকানার প্রতিনিধিত্ব ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে রংপুর চেম্বার ভবনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বিএনপি নেতা এ সব কথা বলেন। 

আরো পড়ুন:

টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতিকে অব্যাহতি

এমন কিছু করবেন না যাতে গণতন্ত্র ব্যাহত হয়: মির্জা ফখরুল

‘রংপুর বিভাগের অর্থনীতি পুনরুদ্ধার ও উন্নয়নের রাজনৈতিক অঙ্গীকার’ নিয়ে আয়োজিত মতবিনিময়ে প্রধান অতিথির বক্তব্যে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘‘স্বৈরাচার হাসিনা পলায়নের পর দেশের মানুষের মনোজগতে বড় পরিবর্তন এসেছে। মানুষের মনে জন্ম নিয়েছে নতুন আকাঙ্ক্ষা ও প্রত্যাশা। তাই আর প্রতিশ্রুতি শুনতে চায় না, মানুষ চায় কাঙ্ক্ষিত উন্নয়ন বাস্তবায়নের নতুন বাংলাদেশ।’’ আগামী নির্বাচনের আগেই সেই প্রত্যাশা পূরণের লক্ষ্যেই তার দল পরিকল্পনা করছে বলে জানান তিনি।

আমির খসরু আরো বলেন, ‘‘আগামীতে কোনো বিশেষ গোষ্ঠী স্বৈরাচারের ন্যায় অর্থনৈতিক কার্যক্রম কুক্ষিগত করে দেশ পরিচালনা করতে পারবে না। অর্থনীতি ও রাজনীতি একসঙ্গে চলতে হবে।’’ বিএনপি প্রতিটি নাগরিককে অর্থনীতিতে সমান অংশগ্রহণের সুযোগ দেবে বলেও জানান তিনি। এ সময় উত্তরাঞ্চলে প্রযুক্তিখাত তৈরি করে লাখো তরুণের কর্মসংস্থানের সম্ভাবনার কথা জানান আমীর খসরু মাহমুদ চৌধুরী।

মতবিনিময়ে পঞ্চগড়ের চা শিল্প, ঠাকুরগাঁও-লালমনিরহাটের বিমানবন্দর, ভারি শিল্প সুগার মিল, কৃষি, শিক্ষাসহ উত্তরের নানা সম্ভাবনাময় খাতগুলো উঠে আসে মতবিনিময়ে। একইসঙ্গে তিস্তা মহাপরিকল্পনার দ্রুত বাস্তবায়নের দাবি তুলে ধরেন ব্যবসায়ী নেতারা।

এ সময় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেন, ‘‘শস্য ভাণ্ডার খ্যাত রংপুর অঞ্চলের সম্ভাবনা নিয়ে বরাবরই বৈষম্য করা হয়েছে। এবারে সেই বৈষম্যের বেড়াজাল ভেদ করে কাঙ্ক্ষিত উন্নয়নের বদ্ধপরিকর আমরা।’’ বিগত সরকরের আমলে এই অঞ্চলে বৈষম্যযুক্ত বাজেট খাতগুলো নিয়ে কঠোর সমালোচনা করেন দুলু। একইসঙ্গে আগামী দিনে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি কতৃক আয়োজিত মতবিনিময়ে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার, ‌রংপুর জেলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি এমদাদুল হোসেনসহ বিভাগের আট জেলার চেম্বার নেতারা। 
 

ঢাকা/আমিরুল/বকুল 

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এনপ ব এনপ

এছাড়াও পড়ুন:

চাকসু নির্বাচন: ১১৬২ মনোনয়নপত্র বিতরণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ বুধবার (১৭ সেপ্টেম্বর) শেষ হয়েছে।

এতে কেন্দ্রীয় সংসদে ৫২৮টি ও হল সংসদে ৬৩৪টিসহ মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

আরো পড়ুন:

রাকসু নির্বাচন নিয়ে ৭ দাবি ছাত্রশিবিরের

সাজিদ হত্যার বিচারসহ ১৫ দাবি ইবি সংস্কার আন্দোলনের

একইসঙ্গে বুধবার চাকসুতে ১২৫টি ও হল সংসদে ২৪৬টিসহ মোট ৩৭১টি মনোনয়নপত্র জমা পড়েছে। আগামীকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) শেষদিনের মতো মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা।

বুধবার সন্ধ্যা ৭টায় তথ্যটি নিশ্চিত করেছে চাকসু নির্বাচন কমিশনার অধ্যাপক ড. একেএম আরিফুল হক সিদ্দিকী।

তিনি বলেন, “গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র বিতরণের সর্বশেষ দিন থাকলেও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) পর্যন্ত মনোনয়ন বিতরণের সময় বাড়ানো হয়। একইসঙ্গে আজ ফরম জমা দেওয়ার সর্বশেষ সময় থাকলেও আগামীকাল (১৮ সেপ্টেম্বর) পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। কেন্দ্রীয় ও হল সংসদে মোট ১১৬২টি মনোনয়নপত্র বিতরণ হয়েছে।”

তিনি আরো বলেন, “এত বিপুল সংখ্যক শিক্ষার্থীর উপস্থিতিতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। শিক্ষার্থীরা খুব সহনশীল পরিবেশ বজায় রেখেছে। এজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”

গত রবিবার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। চারদিনে ২৬ পদের বিপরীতে চাকসুতে বিভিন্ন ছাত্র সংগঠন ও স্বতন্ত্র পদে মনোনয়নপত্র নেন প্রার্থীরা।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) মনোনয়নপত্র গ্রহণের শেষদিন ছিল। কিন্তু শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের দাবির পরিপ্রেক্ষিতে বুধবার (১৭ সেপ্টেম্বর) সাড়ে ১২টায় মনোনয়নপত্র বিতরণ ও জমাদানের সময়সীমা বৃদ্ধি করে নির্বাচন কমিশন।

বৃদ্ধি করা সময় অনুযায়ী, বুধবার শেষদিনের মতো মনোনয়নপত্র নেন প্রার্থীরা। আগামীকাল (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন প্রার্থীরা। সে হিসেবে বুধবার শেষদিনে কেন্দ্রীয় সংসদে ৩৯ জন ও হল সংসদে ৩৪ জন প্রার্থী মনোনয়নপত্র নেন।

এবারের হল সংসদ নির্বাচনে ১৪টি হল ও একটি হোস্টেল সংসদে ২০৬টি পদের বিপরীতে শেষদিন পর্যন্ত বিক্রি হয়েছে ৬৩৪টি ফরম। 

আগামীকাল ১৮ সেপ্টেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে আগামী ২১ সেপ্টেম্বর প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর। প্রার্থীদের বিষয়ে আপত্তি ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ সেপ্টেম্বর।

ঢাকা/মিজান/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • চাকসু নির্বাচন: ১১৬২ মনোনয়নপত্র বিতরণ
  • ১৬ দিন ধরে অচলাবস্থায় উদ্বেগ প্রকাশ বাকৃবি ছাত্রশিবিরের