১২ বছর বয়সে পদক জিতে চীনা সাঁতারুর রেকর্ড
Published: 1st, August 2025 GMT
যু জিদির বয়স মাত্র ১২ বছর। এই বয়সী বেশির ভাগের পূর্ণ মনোযোগ থাকে পড়াশোনায়। তবে চীনের এই স্কুলবালিকা পুলে নেমে গড়েছে বিশ্বসাঁতারের নতুন রেকর্ড।
যু জিদিই এখন বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে সর্বকনিষ্ঠ পদকজয়ী। সিঙ্গাপুরে প্রতিযোগিতার রিলে ইভেন্টে ব্রোঞ্জপদক জিতেছে চীন, আর সেই দলের অংশ হিসেবে যু জিদি এই অসাধারণ অর্জনে নাম লিখে নিয়েছে।
১২ বছর বয়সী যু জিদি বৃহস্পতিবারের ফাইনালে না খেললেও সপ্তাহের শুরুতে মেয়েদের ৪ গুণিতক ২০০ মিটার ফ্রিস্টাইল রিলের হিটে সাঁতরেছিল। সেখানে অংশগ্রহণের কারণেই পদক পাওয়ার যোগ্যতা অর্জন করে সে।
নিয়ম অনুযায়ী রিলের ক্ষেত্রে দল পদক পেলে হিটে অংশ নেওয়া সাঁতারুরাও পদক জেতার মর্যাদা পান। তাই যু জিদি ফাইনালে অংশ না নিয়েও পদক জিতেছে, তা–ও ইতিহাসের সবচেয়ে কম বয়সী হিসেবে। এই ইভেন্টে সোনা জিতেছে অস্ট্রেলিয়া এবং রুপা গেছে যুক্তরাষ্ট্রের দখলে। এই দুই দেশের চেয়ে পিছিয়ে থেকে তৃতীয় হয়েছে চীন।
আরও পড়ুন১২ বছর বয়সেই বিশ্ব চ্যাম্পিয়নশিপ সাঁতারের পুল–কাঁপানো মেয়েটি কে২৯ জুলাই ২০২৫যু জিদি বিশ্বসাঁতার চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেও বিশ্ব রেকর্ডটি তার নয়। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ১২ বছর পূর্ণ হওয়ার এক মাস আগেই ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ব্রোঞ্জ জিতেছিল ডেনমার্কের ইনগে সোরেনসেন। আর যু জিদির বয়স এখন ১২ বছর ৯ মাস।
পুলে ঝড় তোলা যু জিদি.উৎস: Prothomalo
কীওয়ার্ড: পদক জ ত ১২ বছর র কর ড র বয়স
এছাড়াও পড়ুন:
ইনফরমেশন সার্ভিসেসের প্রথম প্রান্তিকে লোকসান কমেছে ৮০ শতাংশ
পুঁজিবাজারে তথ্য ও প্রযুক্তি খাতে তালিকাভুক্ত কোম্পানি ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের (আইএসএনএল) চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিক (জুলাই-সেপ্টেম্বর, ২০২৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) কমেছে ৮০ শতাংশ।
সোমবার (৩ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রবিবার (২ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
তথ্য মতে, কোম্পানিটির চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০১) টাকা হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান ছিল (০.০৫) টাকা। সেহিসাবে আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান কমেছে ০.০৪ টাকা বা ৮০ শতাংশ।
আর ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২.৪০ টাকা।
ঢাকা/এনটি/ইভা