বন্ধুত্বের উদ্যাপন: একটি টিকিট কিনলে আরেকটি ‘ফ্রি’
Published: 3rd, August 2025 GMT
বন্ধু দিবসকে কেন্দ্র করে শুক্রবার (২ আগস্ট) ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস ও লায়ন সিনেমাসে মুক্তি পেয়েছে তরুণ নির্মাতা জোবায়দুর রহমানের সিনেমা ‘উড়াল’। একঝাঁক নতুন অভিনয়শিল্পীকে নিয়ে তৈরি এ সিনেমা শুধুই বন্ধুত্বের গল্প নয়—বিশ্বাস-অবিশ্বাস, ক্ষমতা-অবিচার এবং বিচারহীনতার বিরুদ্ধে তরুণদের সংগ্রামকে কেন্দ্র করেও আবর্তিত হয়েছে গল্পটি।
রোববার (৩ আগস্ট) বন্ধু দিবস। বন্ধুত্বের এই উৎসবমুখর সময়ে দর্শকদের জন্য রয়েছে বিশেষ চমক। ‘উড়াল’ দেখার জন্য থাকছে বিশেষ সুযোগ—একটি টিকিটে ছবি উপভোগ করতে পারবেন দুই বন্ধু। অর্থাৎ একটি টিকিট কিনলে আরেকটি মিলবে একদম ফ্রি। ব্লকবাস্টার সিনেমাসে ৪ আগস্ট পর্যন্ত এই অফার চলবে।
আরও পড়ুনবন্ধুদের নিয়ে ‘উড়াল’০১ আগস্ট ২০২৫ছবিতে অভিনয় করেছেন মাহাফুজ মুন্না, সোহেল তৌফিক, শান্ত চন্দ্র সূত্রধর, কাব্যকথা, কে এম আবদুর রাজ্জাক, করবী দাশ, রোশেন শরিফ, মীর সরওয়ার আলীসহ অনেকে। বেশির ভাগ শিল্পীর এটি প্রথম সিনেমা। প্রযোজনা করেছেন শরীফ সিরাজ।
‘উড়াল’-এর চিত্রগ্রহণ করেছেন ইবাদ আলীম, শিল্পনির্দেশনা দিয়েছেন রাফি আল আমিন, সম্পাদনা করেছেন আশিকুর রহমান এবং সংগীত পরিচালনা করেছেন খৈয়াম সানু সন্ধি। যাত্রাপার্টির ব্যানারে সিনেমাটি পরিবেশন করছে অভি কথাচিত্র।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শব্দ, অনুভব দুই–ই বলুক—‘তুই পাশে আছিস’
চায়ের দোকানে চার বন্ধু। চলছে জমাটি আড্ডা, তবে ‘শ্রুত’ হওয়ার মতো শব্দ নেই কোনো। চোখের ঝিলিকে, নীরব হাসিতে, মুখের অভিব্যক্তিতে বুঝে যান তাঁরা একে অপরের কথা।
ঝিনাইদহের রিপন মিয়া, তরিকুল ইসলাম, হাশেম আলী আর রাজু আহম্মেদ—এই চারজনের কণ্ঠে আওয়াজ নেই, বাক্প্রতিবন্ধী। কিন্তু কী আশ্চর্য, তাঁদের ভেতরে যে ভাষা আছে, সমাজের অধিকাংশ মানুষেরই তাতে দখল নেই! তাঁরা একে অপরের চোখের দিকে তাকিয়ে বোঝেন ‘মন খারাপ’, হাতের নড়াচড়ায় বুঝে নেন ‘দেরি কেন হলো’, ঠোঁট উল্টিয়ে বুঝিয়ে দেন ‘চায়ে মিষ্টি বেশি’। এ যেন অন্যতর এক কাব্য, যা কালিতে নয়, লেখা হয় অনুভবে। এই অনুভবের আরেক নামই তো ‘বন্ধুত্ব’।
বন্ধু মানে সেই মানুষ, যার সঙ্গে ভাববিনিময়, সুখ-দুঃখ ভাগ করে নেওয়ার জন্য ‘শব্দ’ জরুরি নয়। বন্ধুত্বে ‘ভালো আছিস’ বলারও দরকার পড়ে না, পাশে দাঁড়ানোই যথেষ্ট। একবার চোখের দিকে তাকিয়ে একদম বোঝা যায়—সব ঠিক আছে, নাকি ভেতরে কিছু ভাঙছে! বন্ধু পাশে থাকলে বৈরী সময় সহজ হয়ে আসে, ভালো সময় হয়ে ওঠে আরও রঙিন।
আজ সেই বন্ধুত্বের জয়গান গাওয়ার দিন। আগস্ট মাসের প্রথম রোববার ‘বিশ্ব বন্ধু দিবস’।সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক আছে