শাড়ি চুড়ি নিয়ে ভৈরব থানায় হাজির জনতা
Published: 3rd, August 2025 GMT
কিশোরগঞ্জের ভৈরবে অহরহ ছিনতাইয়ের ঘটনায় অতিষ্ঠ হয়ে অভিনব প্রতিবাদ করেছেন স্থানীয়রা। পুলিশ ছিনতাইয়ের ঘটনা সামাল দিতে ব্যর্থ হচ্ছে এমন অভিযোগ তুলে থানার সামনে বিক্ষোভ করেছেন তারা। এসময় আন্দোলনকারীরা ওসির জন্য শাড়ি ও চুরি নিয়ে যান।
শনিবার (২ আগস্ট) বিকেল ৫টার দিকে ‘ভৈরবের সব সাধারণ নাগরিক’- এর ব্যানারে এই কর্মসূচির আয়োজন করা হয়।
আন্দোলনকারীরা ছিনতাইকারীদের প্রতিরোধে পুলিশকে তিনদিনের আল্টিমেটাম দেন। ওসি খন্দকার ফুয়াদ (রুহানী) ও জ্যেষ্ঠ উপ-পরিদর্শক (এসআই) এমদাদুর রহমান থানার বাইরে গিয়ে ক্ষুব্ধ ব্যক্তিদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
আরো পড়ুন:
রবির স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ
বাগেরহাটে সংসদীয় আসন কমানোর প্রতিবাদে বিক্ষোভ
আন্দোলনকারীরা জানান, ভৈরব শহরের সড়ক এবং গলি এখন আর নিরাপদ না। রাত-দিনে মানুষজন ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব খোয়াচ্ছেন। ছিনতাইকারীরা কেবল মুঠোফোন ও টাকা নিয়ে শান্ত হচ্ছে না, সব দিয়ে দেওয়ার পরও ছুরিকাঘাত করে পথচারীদের জখম করছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা পদে পদে দৃশ্যমান হচ্ছে। এ অবস্থায় ভৈরবে স্বাভাবিক জীবনযাপন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। পুলিশ সক্রিয় থাকলে পরিস্থিতি এতটা নাজুক হতো না বলেও জানান তারা।
বিক্ষোভকারীরা জানান, পুলিশের ব্যর্থতার জন্যই উপহার হিসেবে ওসির জন্য শাড়ি ও চুড়ি নিয়ে যাওয়া হয়। ওসি যেন শাড়ি-চুড়ি পড়ে অফিস করেন।
এ বিষয়ে জানতে ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ (রুহানী) ফোন করা হলেও তিনি কল রিসিভ করেননি।
থানায় বিক্ষোভ করার আগে ঢাকা-সিলেট মহাসড়কের মুক্তিযুদ্ধের স্মৃতি ভাস্কর্য ‘দুর্জয় ভৈরব’ চত্বরে ছাত্র ও যুবসমাজের ব্যানারে বিক্ষোভ সভা হয়।
সভায় বক্তব্য দেন- মনিরুজ্জামান, আজহারুল ইসলাম, নূরে আলম, শাহরিয়ার মোস্তুফা, মো.
বক্তারা বলেন, আগে ভৈরবের ১ নম্বর সমস্যা ছিল মাদক। ভৈরবে মাদক কমেনি, বেড়েছে। এখন ছিনতাইকে ভৈরবের ১ নম্বর সমস্যা ধরা হয়। ছিনতাই ইস্যুতে ভৈরবের ঘরে ঘরে আতঙ্ক। সমস্যা সমাধানে নাগরিক সমাজের নানা উদ্যোগেও প্রত্যাশিত ফল আসছে না। এ ক্ষেত্রে পুলিশও ব্যর্থ। ফলে দিন দিন ছিনতাই না কমে, বরং বাড়ছে। আগে রাতে ছিনতাই হতো, এখন দিনেও হচ্ছে।
ঢাকা/রুমন/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
কেন্দ্রীয় বিএনপি নেতা এ্যাড. আবদুস সালাম আজাদের সাথে মোসলেহ উদ্দিন সেলিমের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটি যুগ্ম মহাসচিব এ্যাড. আবদুস সালাম আজাদ এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ আন্তঃজিলা ট্রাক কভার্ডভ্যান মিনিট্রাক চালক শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-বি-১৬৬৫) সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার আহবায়ক ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়ন ২১০ মেঃ ওঃ সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র (রেজিঃ নং ঢাকা ব-৪১৮৮) এর সাবেক প্রধান উপদেষ্টা সভাপতি মোসলেহ উদ্দিন সেলিমসহ নেতাকর্মীরা।
রবিবার (৩ আগস্ট) সকাল ১০টায় ঢাকা নয়া পল্টন অফিসে ফুলের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।