তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস
Published: 3rd, August 2025 GMT
তেল উৎপাদনকারী জোট ওপেক প্লাস সেপ্টেম্বর থেকে প্রতিদিন ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল তেল উৎপাদন বৃদ্ধির জন্য একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। রবিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।
রাশিয়ার তেল ক্রয় বন্ধ করার জন্য ভারতের উপর ক্রমবর্ধমান মার্কিন চাপের মধ্যে একটি ভার্চুয়াল বৈঠকে চূড়ান্ত চুক্তির সিদ্ধান্ত আসতে পারে।
তবে ওপেক প্লাস জোটের মধ্যে ১০টি দেশ রয়েছে যারা ওপেকের সদস্য নয়। এই অসদস্য তেল উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রাশিয়া এবং কাজাখস্তান রয়েছে।
বিশ্বের প্রায় অর্ধেক তেল উৎপাদনকারী এই জোট তেলের দামকে সমর্থন করার জন্য বেশ কয়েক বছর ধরে উৎপাদন কমিয়ে আসছিল। বাজারের অংশীদারিত্ব পুনরুদ্ধারের লক্ষ্যে চলতি বছর তারা পথ পরিবর্তন করেছে। তেল উৎপাদন বাড়াতে মূলত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের মুখে তারা এই পথ পরিবর্তন করেছে।
আটটি ওপেক প্লাস সদস্য এপ্রিল মাসে উৎপাদন বৃদ্ধি শুরু করে। এর ফলে জোটের তেল উৎপাদন দৈনিক ১ লাখ ৩৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়, এরপর মে, জুন এবং জুলাই মাসে ৪ লাখ ১১ হাজার ব্যারেল এবং আগস্টে ৫ লাখ ৪৮ হাজার ব্যারেল বৃদ্ধি পায়।
অবশ্য এরপরেও তেলের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। শুক্রবার ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭০ ডলারের কাছাকাছি পৌঁছেছে, যা ২০২৫ সালের এপ্রিলে সর্বনিম্ন ৫৮ ডলারের কাছাকাছি ছিল।
ঢাকা/শাহেদ
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
রোহিতের পর কোহলির রেকর্ডও কাড়লেন বাবর, পাকিস্তানের সিরিজ জয়
আগের দিন রোহিত শর্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। লাহোরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত ১১ রানের ইনিংস খেলেই ভারতের সাবেক অধিনায়ককে টপকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছিলেন বাবর। পাকিস্তানের সাবেক অধিনায়ক আজ তৃতীয় টি-টোয়েন্টিতে ৬৮ রানের ইনিংস খেলে কেড়েছেন আরেক ভারতীয় কিংবদন্তি বিরাট কোহলির রেকর্ড। ২০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে বাবরের এটি ৪০তম ৫০ ছোঁয়া ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলে এত দিন বাবরের সঙ্গে রেকর্ডটির যৌথ মালিক ছিলেন কোহলি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩ ইনিংস পর ফিফটি পাওয়া বাবরের ইনিংসে ভর করেই লাহোরে তৃতীয় টি-টোয়েন্টিটা ৪ উইকেট জিতেছে পাকিস্তান। তাতে তিন ম্যাচের সিরিজটা পাকিস্তান জিতল ২-১ ব্যবধানে। প্রথম ম্যাচ হারার পর ঘুরে দাঁড়িয়েই সিরিজ জিতল পাকিস্তান।
টসে হেরে ব্যাটিং পাওয়া দক্ষিণ আফ্রিকা পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে করে ১৩৯ রান। রানটা ৬ বল হাতে রেখেই পেরিয়ে গেছে পাকিস্তান।
রান তাড়ায় ইনিংসের ১১তম বলে ৮ রানে প্রথম উইকেট হারায় পাকিস্তান। বাবর ব্যাটিংয়ে নামেন এরপরই। দ্বিতীয় উইকেটে সাহিবজাদা ফারহানকে নিয়ে ৩৬ রান জুটি গড়া বাবর তৃতীয় উইকেটে সালমান আগাকে নিয়ে ৫২ বলে যোগ করেন আরও ৭৬ রান। ২৬ বলে ৩৩ রান করে পাকিস্তান অধিনায়ক সালমান যখন ফেরেন ২৭ বলে ২০ রান দরকার পাকিস্তানের।
৫ রান যোগ হওয়ার পর চতুর্থ ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন বাবর ৪৭ বলে ৯ চারে ৬৮ রান করা বাবর ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ফেরেন। এরপর ১৫ রানের প্রয়োজন মেটাতে গিয়ে আরও ২ উইকেট হারিয়ে জয়ের অপেক্ষা একটু লম্বা করেছে পাকিস্তান।
এর আগে দক্ষিণ আফ্রিকার ইনিংসে ৩৬ বলে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার রিজা হেনড্রিকস। এ ছাড়া অধিনায়ক ডোনোভান ফেরেইরা ১৪ বলে ২৯ ও অলরাউন্ডার করবিন বশ ২৩ বলে করেন ৩০ রান। পাকিস্তানি পেসার শাহিন আফ্রিদি ২৬ রানে নিয়েছেন ৩ উইকেট।
দুই দল এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। সিরিজের প্রথম ম্যাচ মঙ্গলবার ফয়সালাবাদে।
সংক্ষিপ্ত স্কোরদক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৩৯/৯ (হেনড্রিকস ৩৪, বশ ৩০*, ফেরেইরা ২৯, ব্রেভিস ২১; আফ্রিদি ৩/২৬, তারিক ২/২৬, ফাহিম ২/২৮)।পাকিস্তান: ১৯ ওভারে ১৪০/৬ (বাবর ৬৮, সালমান ৩৩, ফারহান ১৯; বশ ২/২৪, উইলিয়ামস ২/২৬)।
ফল: পাকিস্তান ৪ উইকেটে জয়ী।
সিরিজ: ৩-ম্যাচ সিরিজে পাকিস্তান ২-১ ব্যবধানে জয়ী।