নড়াইলের কালিয়া উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ তদন্তে মাঠে নেমেছে তিন সদস্যের একটি দল। অভিযোগের প্রায় এক মাস পর গতকাল রোববার বিকেলে তাঁরা অভিযোগকারী বিএডিসির সার–ডিলার জামিল আহম্মেদের দোকান পরিদর্শন করেন। এ সময় তাঁরা স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেন।

তদন্ত দল ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ২৯ জুন জেলা প্রশাসকের কার্যালয়ে একটি লিখিত অভিযোগ দেন ডিলার জামিল আহম্মেদ। সেখানে তিনি উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিকের বিরুদ্ধে ঘুষ দাবি, হেনস্তা ও ডিলারশিপ বাতিলের হুমকির অভিযোগ করেন।

এরপর ২২ জুলাই জেলা প্রশাসকের নির্দেশে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সৌমিত্র সরকারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। অন্য সদস্যরা হলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) ঋতুরাজ সরকার ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জাহিদুল ইসলাম বিশ্বাস।

তদন্ত কমিটির প্রধান সৌমিত্র সরকার বলেন, ‘জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা। আমরা তদন্তে গিয়েছিলাম, নির্ধারিত সময়ের মধ্যেই প্রতিবেদন দাখিল করা হবে।’

জামিল আহম্মেদের অভিযোগ, প্রতিবার সার গুদামে তোলার পর চালানে কৃষি কর্মকর্তার সই নিতে গেলে ইভা মল্লিক নানা টালবাহানা করেন এবং মোটা অঙ্কের ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় তাঁকে হেনস্তা করা হয় এবং ডিলারশিপ বাতিলের হুমকি দেওয়া হয়। প্রতিবাদ করায় তিনি প্রায়ই ডিলারদের সঙ্গে দুর্ব্যবহার করেন।

উপজেলা কৃষি কর্মকর্তা ইভা মল্লিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ‘জামিল মৌসুমি ব্যবসায়ী। মৌসুমে মাল তোলেন, চালানে সই করিয়ে নেন। সর্বশেষ ফেব্রুয়ারিতে সই নিয়েছেন। মার্চে মাল তোলেননি। এরপর এপ্রিল-মে মাসে মাল তুলে নড়াইলে বিক্রি করে দিয়েছেন। আমি তাঁকে নিয়মিত মাল তুলে নিজ এলাকার কৃষকদের কাছে বিক্রি করার পরামর্শ দিয়েছি। এতে তিনি বিরক্ত হয়ে এসব মিথ্যা অভিযোগ করেছেন।’

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কর মকর ত

এছাড়াও পড়ুন:

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। এতে ফ্লাইটি ছাড়তে এক ঘণ্টা দেরি হয়।

বিমানবন্দর সূত্র জানায়, ঢাকাগামী বেসরকারি এয়ার এস্ট্রার উড়োজাহাজটিতে যাত্রী ছিলেন ৭২ জন। ধাক্কা লাগার ঘটনার কুকুরটি মারা যায়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও নিরাপত্তকর্মীরা মৃত কুকুরটি সরিয়ে নেয়। রাত আটটার দিকে উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

উড়োজাহাজের একজন যাত্রী জানান, সন্ধ্যা সাতটার দিকে যাত্রীরা বিমানে ওঠেন। এরপর উড়োজাহাজটি টার্মিনাল থেকে রানওয়ের দিকে যেতে থাকে। উড্ডয়নের আগমুহূর্তে উড়োজাহাজের সঙ্গে কিছু একটার ধাক্কা অনুভব করেন তিনি। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মুহূর্তে উড়োজাহাজটি থামান পাইলট।

বিমানবন্দর সূত্র জানায়, ঘটনার পর পাইলটসহ নিরাপত্তাকর্মীরা অনুসন্ধান চালিয়ে দেখেন, কুকুরের সঙ্গে ধাক্কা লেগেছে বিমানের। এরপর ফ্লাইটটি সাময়িকভাবে স্থগিত করা হয়। পরীক্ষা–নিরীক্ষার পর যান্ত্রিক ত্রুটি না পেয়ে প্রায় এক ঘণ্টা পর উড়োজাহাজটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের ব্যবস্থাপক গোলাম মর্তুজা বলেন, উড়োজাহাজের ধাক্কায় কুকুরটি মারা গেছে। তবে উড়োজাহাজের তেমন ক্ষতি হয়নি। যাত্রীরাও নিরাপদে ছিলেন। কুকুরটি সরিয়ে উজোজাহাজটি নিরাপদে উড্ডয়ন করে এবং স্বাভাবিক গতিতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

গোলাম মর্তুজা বলেন, কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়ের নির্মাণকাজ শেষ হয়েছে। তবে রানওয়ের উত্তর পাশের কিছু অংশে অবকাঠাগত উন্নয়নকাজ বাকি আছে। বৃষ্টির কারণে কাজগুলো শেষ করা যাচ্ছে না। দিনের বেলায় উত্তরাংশের খোলা এলাকা দিয়ে কুকুর ঢোকার সুযোগ নেই। তবে সন্ধ্যার পর রানওয়েকে কিছু কুকুর দেখা যায়। কম আলোতে রানওয়েতে কুকুর ঠিকমতো দেখা যায় না।

সম্পর্কিত নিবন্ধ

  • দমার চরের বিরল পানিকাটা
  • তেল উৎপাদন বাড়াতে যাচ্ছে ওপেক প্লাস
  • রাবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’র অভিযোগ
  • ‘আ. লীগ ক্ষমতায় এলে দেইখ্যা নেব’, ওসিকে ভারতীয় নম্বর থেকে হুমকি
  • সিরাজের ভুলের খেসারত কি দিতে হবে ভারতকে
  • জয়পুরহাটে ৩ থানা ওসি শূন্য
  • সংসার ভাঙার কারণ জানালেন শোলাঙ্কি
  • ৮ গোলের থ্রিলার শেষে ব্রাজিলের টানা ৫ম কোপা আমেরিকা জয়
  • কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা