হেঁটে আসছিলেন তরুণী, স্ল্যাব উল্টে পড়ে গেলেন নালায়
Published: 4th, August 2025 GMT
চট্টগ্রাম নগরের সিডিএ অ্যাভিনিউ দিয়ে হেঁটে আসছিলেন এক তরুণী। মুরাদপুরে জামান হোটেলের সামনে নালার ওপর ছিল স্ল্যাব। তাতে পা রাখতেই তা উল্টে যায়। আর নিয়ন্ত্রণ হারিয়ে নালার ভেতরে পড়ে যান ওই তরুণী। তাৎক্ষণিক ছুটে আসেন আশপাশে থাকা লোকজন। তাঁরা দ্রুত উদ্ধার করেন তরুণীকে। তবে নালা থেকে উদ্ধার হওয়া তরুণীকে আতঙ্কিত দেখা যায়।
চট্টগ্রাম নগরের মুরাদপুরে স্ল্যাব উল্টে নালায় পড়ে যাওয়ার এ ঘটনা ঘটে আজ সোমবার বেলা পৌনে তিনটায়। নালায় পড়ে যাওয়ার একটি ভিডিও সোমবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই তরুণীর পরিচয় এবং বর্তমানে কী অবস্থায় আছেন, তা পাওয়া যায়নি।
ওই ভিডিওতে দেখা যায়, নালার ওপর যে স্ল্যাব রাখা হয়েছে, তা কংক্রিটের। এ রকম তিনটি স্ল্যাব ছিল। হেঁটে আসার সময় তিনটির মধ্যে একটিতে পা দেন ওই তরুণী। তা সঙ্গে সঙ্গে উল্টে যায়। এতেই তরুণী নালার ভেতরে পড়ে যান। তবে পাশের বিপণিবিতান ও ফুটপাতে থাকা লোকজন দ্রুত ছুটে এসে ওই তরুণীকে উদ্ধার করেন। এরপর তরুণী হেঁটে বিপণিবিতানে প্রবেশ করেন। তাঁকে ভীত ও আতঙ্কিত দেখাচ্ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও দেখেছেন বলে জানান সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাতুল করিম চৌধুরী। তিনি প্রথম আলোকে বলেন, কংক্রিটের স্ল্যাবগুলো ঠিকভাবে বসানো হয়নি বলে ধারণা করছেন তিনি। কোনো কারণে এক পাশ থেকে ‘সাপোর্ট’ সরে যায়। এতে পা রাখতেই তা উল্টে যায়। তরুণী নালার ভেতরে পড়ে যান। পুরো বিষয়টি জানার জন্য ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানান রিফাতুল করিম চৌধুরী।
গত ছয় বছরে চট্টগ্রাম নগরের খাল ও নালায় পড়ে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে। ২০২৫ সালে ২ জন, ২০২৪ সালে ৩, ২০২৩ সালে ৩, ২০২১ সালে ৫ ও ২০২০ সালে ২ জনের প্রাণহানি হয়েছে। সর্বশেষ ৯ জুলাই হালিশহরের আনন্দপুর এলাকায় তিন বছর বয়সী হুমায়রার মৃত্যু হয় মায়ের কর্মস্থলের পাশের নালায় পড়ে। এ ছাড়া বিভিন্ন সময়ে উন্মুক্ত নালায় পড়ে আহত হওয়ার ঘটনাও ঘটেছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ই তর ণ
এছাড়াও পড়ুন:
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা ১৩ ও ১৪ জানুয়ারি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষা আগামী ১৩ ও ১৪ জানুয়ারি অনুষ্ঠিত হবে।
সোমবার (৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
আরো পড়ুন:
শাবিতে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদনের ওপর সেমিনার
শাকসুর নির্বাচন কমিশন ঘোষণা
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সাজেদুল করিম বলেন, “গুচ্ছ প্রক্রিয়া না থেকে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য আমাদের শিক্ষকরা আজ উপাচার্যের কাছে একটা স্মারকলিপি জমা দিয়েছে। শিক্ষকরা গুচ্ছ পদ্ধতিতে থাকতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন এককভাবে ভর্তি পরীক্ষার নেওয়ার জন্য সামনের দিকে কাজ এগোচ্ছি। অতিদ্রুত ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ সময়সূচি নির্ধারণ করে প্রকাশ করা হবে।”
২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে শাবিপ্রবি গুচ্ছ পদ্ধতি থেকে বেরিয়ে স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করে। এবারো একইভাবে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এর আগে, গুচ্ছ পদ্ধতিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে চিঠি পেলেও শেষ পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত নেয়।
ঢাকা/ইকবাল/মেহেদী