আড়াইহাজারর তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের উদ্যোগে  কালীবাড়ি শাখায় শনিবার বিকালে আলোচনা সভা ও পরে বৃক্ষরোপণ কর্মসূচি  পালন করা হয়ে।

পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের পরিচালক মোসাঃ সালমা আক্তারের  সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি  হিসেবে উউপস্থিত ছিলেন  মোহাম্মদ বিল্লাহ হোসেন,উপজেলা সমবায় অফিসার, আড়াইহাজারf

প্রধান আলোচক হিসেবে হিসেবে উপস্থিত ছিলেন খাদেমুল ইসলাম, সম্পাদক, পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও নির্বাহী পরিচালক,  পুষ্প সোস্যাল ফাউন্ডেশন। বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রফিকুল ইসলাম ভূইয়া, এডমিন এন্ড ম্যানেজার,আজান ট্রেড ইন্টার ন্যাশনাল লিঃ, মোঃ ইয়ার খান, সভাপতি, ৯ নং ওয়ার্ড বিএনপি,সাতগ্রাম ইউনিয়ন বিএনপি, মোঃ মেহেদী হাসান, ইংরেজি লেকচারার, জজ ভূইয়া কলেজ। আরও উপস্থিত ছিলেন পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি ও পুষ্প সোস্যাল ফাউন্ডেশনের সদস্য ও কর্মকর্তা বৃন্ধ। আলোচনা সভা ও বৃক্ষ বিতরনের পর বৃক্ষ রোপন কর্মসূচি পালন করা হয়।

বক্তারা  বলেন আজকের পৃথিবী জলবায়ু পরিবর্তন, দূষণ ও প্রাকৃতিক ভারসাম্যহীনতার সংকটে জর্জরিত। এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের পরিবেশের প্রতি দায়িত্ববান হতে হবে। একটি গাছ মানে শুধু সবুজ নয়—এটি অক্সিজেন, এটি ছায়া, এটি জীবনের আশ্রয়।

তবে আজকের আয়োজন শুধু বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি আমাদের মানসিক ও সামাজিক জাগরণের একটি উদ্যোগ। এই কর্মসূচির মাধ্যমে আমরা তরুণদের মাঝে একটি বার্তা পৌঁছে দিতে চাই—তোমরা শুধু নিজের জন্য নয়, সমাজ, পরিবেশ ও আগামী প্রজন্মের জন্যও দায়িত্ববান হও।

তরুণরাই পরিবর্তনের প্রধান হাতিয়ার। তারা যদি দায়িত্ব নেয়, তাহলে একটি সমাজ বদলে যেতে পারে, একটি দেশ এগিয়ে যেতে পারে। আমরা চাই—এই উৎসব হোক তাদের মধ্যে মানবিকতা, নেতৃত্ব, ও সামাজিক সচেতনতার বীজ বপনের একটি মঞ্চ।

প্রধান  আলোচক খাদেমুল ইসলাম  বলেন,পুষ্প সোস্যাল ফাউন্ডেশন ও পুষ্প ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সম্মিলিত প্রয়াসে আমরা একটি টেকসই, উন্নয়নমুখী, ও সচেতন সমাজ গড়ার স্বপ্ন দেখি। এই স্বপ্ন বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।  তরুণদের বলি— তোমরাই আগামীর পথপ্রদর্শক, গাছ লাগাও, সমাজ গড়ো, নেতৃত্বে আসো।
 

.

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ প ষ প ক ষ দ র ব যবস য়

এছাড়াও পড়ুন:

ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড

অস্কারজয়ী হলিউড অভিনেতা-পরিচালক রবার্ট রেডফোর্ড মারা গেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে যুক্তরাষ্ট্রে প্রোভো শহরে নিজ বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৮৯ বছর।

তার মুখপাত্র সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ঘুমের মধ্যেই শান্তিপূর্ণভাবে তিনি মারা গেছেন। অভিনেতার মৃত্যুর খবর জানিয়েছে দ্য নিউইয়র্ক টাইমস ও এবিসি নিউজ।

আরো পড়ুন:

আলোচনায় বাগদানের আংটি: টেইলর সুইফট-কেলসে কত টাকার মালিক?

বাগদান সারলেন গায়িকা টেইলর সুইফট

১৯৬৩ সালে ‘বেয়ারফট ইন দ্য পার্ক’ নাটকে প্রধান চরিত্রে অভিনয় করেন, যা ১৯৬৭ সালে চলচ্চিত্রে রূপ নেয়। সত্তর দশকে তিনি হয়ে ওঠেন হলিউডের অন্যতম জনপ্রিয় নায়ক। ১৯৭৩ ‘দ্য স্টিং’ তাকে এনে দিয়েছিল অস্কারের সেরা অভিনেতা মনোনয়ন।

১৯৮০ সালে ‘ওর্ডিনারি পিপল’ পরিচালনার জন্য তিনি সেরা পরিচালক হিসেবে অস্কার জেতেন। ছবিটি সে বছর সেরা চলচ্চিত্রের পুরস্কারও পায়। ১৯৯৪ সালে ‘কুইজ শো’ পরিচালনা করে আবারও মনোনয়ন পান।

১৯৮৫ সালে তিনি ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয় করেন। ছবিটি শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সাতটি বিভাগে অস্কার লাভ করে। তিনি ‘দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান’ এরপর অভিনয় থেকে অবসর নেওয়ার ঘোষণা দেন।

শুধু অভিনেতা-পরিচালক নন, স্বাধীন সিনেমার পৃষ্ঠপোষক হিসেবেও তিনি খ্যাত। যুক্তরাষ্ট্রের বৃহত্তম স্বাধীন চলচ্চিত্র উৎসব ‘সানড্যান্স চলচ্চিত্র উৎসব’–এর প্রতিষ্ঠাতাও তিনি। অভিনয় থেকে উপার্জিত অর্থ দিয়ে তিনি এটি প্রতিষ্ঠা করেন।

২০০২ সালে তিনি সম্মানসূচক অস্কার লাভ করেন। এছাড়া তিনি তিনটি গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি বাফটা পুরস্কার ও একটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কার লাভ করেন।

ঢাকা/এসবি

সম্পর্কিত নিবন্ধ

  • তিন বছর পর ‘ফেরেশতে’
  • চৌধুরীবাড়ী ব্যবসায়ী এসোসিয়েশন নির্বাচনে উৎসবের আমেজ
  • ঠাকুরগাঁওয়ে ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত
  • উৎসব ঘুরে প্রেক্ষাগৃহে ‘বাড়ির নাম শাহানা’
  • কেইনের জোড়া গোলে চেলসিকে হারাল বায়ার্ন, চ্যাম্পিয়ন পিএসজির গোল উৎসব
  • কারও কোনো অপরাধ নাই
  • বিশ্বকর্মা পূজা: গাঙ্গেয় শিল্পের উৎসব
  • আজ থেকে বুসান উৎসব, নানাভাবে রয়েছে বাংলাদেশ
  • ‎সকলে মিলে সব উৎসব উদযাপন করাই বাংলার ঐতিহ্য ও গৌরব : ডিসি
  • ঘুম থেকে অনন্ত ঘুমে অস্কারজয়ী রবার্ট রেডফোর্ড