আগামী ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ ক্রিকেট। টুর্নামেন্টকে সামনে রেখে আজ ২৫ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চোটের কারণে সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে সিরিজে না থাকা সৌম্য সরকার ডাক পেয়েছেন প্রাথমিক দলে। আছেন এই দুই সিরিজে না থাকা নাহিদ রানা ও নাজমুল হোসেনও।
এশিয়া কাপের আগে এ মাসের শেষ দিকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন টি-টোয়েন্টির সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিরিজের আনুষ্ঠানিক ঘোষণা এখনো না এলেও সূত্র জানিয়েছে, এই সিরিজের দলও নির্বাচন করা হবে এশিয়া কাপের ২৫ সদস্যের প্রাথমিক দল থেকে। প্রাথমিক দলে অস্ট্রেলিয়া সফরের জন্য কালই ঘোষিত ‘এ’ দলের ক্রিকেটার আছেন পাঁচজন।
আগামী পরশু ট্রেনার ন্যাথান কেলির তত্ত্বাবধানে মিরপুরে শুরু হবে ক্রিকেটারদের ফিটনেস ক্যাম্প। ছুটি কাটিয়ে ১১ আগস্ট প্রধান কোচ ফিল সিমন্স বাংলাদেশে ফেরার পর সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে স্কিল ট্রেনিং।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। লিটন দাসের নেতৃত্বে বাংলাদেশের প্রথম ম্যাচ হংকংয়ের বিপক্ষে ১১ সেপ্টেম্বর। ১৩ সেপ্টেম্বর প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং ১৬ সেপ্টেম্বর আফগানিস্তান। গ্রুপ পর্বে বাংলাদেশ সব ম্যাচই খেলবে আবুধাবিতে।
নাহিদ রানাও আছেন দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: স প ট ম বর
এছাড়াও পড়ুন:
সে দিন ৪ মিনিট আগে খবর পেয়েছিলেন পাইক্রফট, এরপর দুবাইয়ে যা ঘটেছিল
ম্যাচটা ছিল ভারত–পাকিস্তানের, যেখানে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলাননি ভারতের ক্রিকেটাররা। কিন্তু ম্যাচের পর আলোচিত চরিত্র হয়ে গেলেন ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট। পাকিস্তানের অভিযোগ—ভারতীয়দের হাত না মেলানোর সেই ঘটনায় নিয়ম ভেঙেছেন পাইক্রফট। তাঁকে সরানোর দাবিও তোলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
যা একপর্যায়ে পাকিস্তানের এশিয়া কাপ বর্জনের হুমকিতেও গড়ায়, শেষ পর্যন্ত তা না হলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পাকিস্তানের পরের ম্যাচটা শুরু হয়েছে এক ঘণ্টার দেরিতে। পরে পিসিবি দাবি করেছে, হাত না মেলানোর ঘটনায় পাকিস্তানের অধিনায়ক ও টিম ম্যানেজারের কাছে ক্ষমা চেয়েছেন পাইক্রফট।
কিন্তু ঘটনার শুরু যেখান থেকে, সেখানে আসলে কী ঘটেছিল? পাইক্রফটই কি দুই দলের খেলোয়াড়দের হাত না মেলানোর মূল অনুঘটক?
এশিয়া কাপের গ্রুপ ‘এ’-তে ভারত-পাকিস্তান ম্যাচটা ছিল ১৪ সেপ্টেম্বর, দুবাইয়ে। এই ম্যাচের উত্তেজনাই ১৭ সেপ্টেম্বরের পাকিস্তান-আরব আমিরাত ম্যাচ পর্যন্ত গড়িয়েছে। দুই ম্যাচেই ম্যাচ রেফারির দায়িত্বে ছিলেন জিম্বাবুয়ের সাবেক ক্রিকেটার অ্যান্ডি পাইক্রফট।
টানা কয়েক দিনের নাটকীয়তার পর ভারত-পাকিস্তান ম্যাচের সেই বহুল আলোচিত ঘটনার বিস্তারিত তথ্য সামনে আসছে। জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে পুরো বিষয়টি তুলে ধরেছে।
সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, টসের ‘চার মিনিট আগে’ বিতর্কের শুরু। টসের সময় দুই অধিনায়কের সঙ্গে ম্যাচ রেফারিও উপস্থিত থাকেন। পাইক্রফট মাঠে প্রবেশের সময় এসিসির ভেন্যু ম্যানেজার তাঁকে জানান, ভারত সরকারের অনুমোদন নিয়ে বিসিসিআই জানিয়েছে, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব ও পাকিস্তানের অধিনায়ক সালমান আগা হাত মেলাবেন না।
১৪ সেপ্টেম্বর ভারত–পাকিস্তান ম্যাচের টস। দুই অধিনায়কের ডানে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট