অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
Published: 5th, August 2025 GMT
বাংলাদেশি দুই চলচ্চিত্র অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এ জায়গা করে নিয়েছে। এ দুটি সিনেমা হলো—মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’।
আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। নানা ঘরানার দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত এ উৎসবে এবার বাংলাদেশও থাকছে গর্বিত অংশীদার হিসেবে।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা।
আরো পড়ুন:
উত্তরায় বিমান বিধ্বস্ত: তারকাদের প্রার্থনা
স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ফেললেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক-সমালোচকের প্রশংসা পাবে।”
অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান।
‘২ষ’ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র চলচ চ ত র ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
চ্যাম্পিয়নস লিগ: কোথায় হবে ২০২৮ ও ২০২৯ সালের ফাইনাল
ইউরোপের সেরা ক্লাবগুলোর লড়াই চ্যাম্পিয়নস লিগের ফাইনাল মানেই তো এক বিরাট উৎসব। আর সেই উৎসবের মঞ্চ হতে পারাটাও বিশাল ব্যাপার। উয়েফার এক বিবৃতিতে জানা গেছে, ২০২৮ সালে আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনাল হবে বায়ার্ন মিউনিখের মাঠে। তার ঠিক পরের বছর, অর্থাৎ ২০২৯ সালের ফাইনালের আয়োজক হওয়ার দৌড়ে মুখোমুখি লন্ডন স্টেডিয়ামের ওয়েম্বলি ও বার্সেলোনার নবসাজে সজ্জিত ক্যাম্প ন্যু স্টেডিয়াম।
ইউরোপিয়ান ফুটবলের অভিভাবক সংস্থা উয়েফা গতকাল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সদস্য দেশগুলোর মধ্যে যেসব সংস্থা ফাইনাল আয়োজনের আগ্রহ দেখিয়েছে, সেই তালিকা তৈরি হয়েছে। যে তালিকা থেকেই বোঝা যাচ্ছে, দীর্ঘদিন ধরে যে গুঞ্জন ছিল—নিউইয়র্কে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল হবে, তা অন্তত ২০৩০ সালের আগে হচ্ছে না।
২০২৮ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালের আয়োজক হওয়ার জন্য একমাত্র প্রার্থী মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনা