অস্ট্রেলিয়ায় ‘ইন্ডিয়ান চলচ্চিত্র উৎসবে’ বাংলাদেশ
Published: 5th, August 2025 GMT
বাংলাদেশি দুই চলচ্চিত্র অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য ‘ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন ২০২৫’-এ জায়গা করে নিয়েছে। এ দুটি সিনেমা হলো—মেহজাবীন চৌধুরী অভিনীত ‘সাবা’ এবং নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’।
আগামী ১৪ আগস্ট শুরু হয়ে ২৪ আগস্ট পর্যন্ত চলবে এই উৎসব। নানা ঘরানার দক্ষিণ এশিয়ার সিনেমা নিয়ে আয়োজিত এ উৎসবে এবার বাংলাদেশও থাকছে গর্বিত অংশীদার হিসেবে।
মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ সিনেমায় শহরের এক মধ্যবিত্ত পরিবারের মেয়ের গল্প বলা হয়েছে, যে অসুস্থ মায়ের চিকিৎসার জন্য সংগ্রাম করে যাচ্ছে। নাম ভূমিকায় অভিনয় করেছেন মেহজাবীন। এটি তার অভিনীত প্রথম সিনেমা।
আরো পড়ুন:
উত্তরায় বিমান বিধ্বস্ত: তারকাদের প্রার্থনা
স্বামীর নামে ‘প্রেম তালা’ মেরে চাবি নদীতে ফেললেন মেহজাবীন
অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “অস্ট্রেলিয়ার চলচ্চিত্র উৎসবে ‘সাবা’ প্রদর্শিত হবে—এটি আনন্দের খবর। আশা করছি, সিনেমাটি দর্শক-সমালোচকের প্রশংসা পাবে।”
অন্যদিকে, নুহাশ হুমায়ূনের হরর সিরিজ ‘২ষ’ উৎসবের ফ্রম দ্য সাব-কন্টিনেন্ট বিভাগে প্রদর্শিত হবে। ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার গল্পগুলো লিখেছেন নুহাশ এবং তার মা গুলতেকিন খান।
‘২ষ’ সিনেমায় রয়েছে চারটি গল্প। ভয়ংকর ভুতুড়ে সব গল্প। মজার ছন্দে বলে যাওয়া গল্পগুলোতে আলাদা বৈচিত্র্য ফুটে ওঠে।
ঢাকা/রাহাত/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর ম হজ ব ন চ ধ র চলচ চ ত র ম হজ ব ন
এছাড়াও পড়ুন:
নাচ গান আনন্দে ৪০ বছর পর গোমস্তাপুরে ফিরল ওঁরাওদের কারাম উৎসব
প্রায় ৪০ বছর পর চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডাঙ্গা গ্রামে শুরু হয়েছে ওঁরাও সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব বা ডালপূজা। গ্রামের নারীদের উদ্যোগে আবার চালু হওয়া এ উৎসব ঘিরে সৃষ্টি হয়েছে সম্প্রীতি, আনন্দ আর নাচ–গানের আবহ।
গত বুধবার সন্ধ্যায় আখড়ায় কারামগাছের ডাল পুঁতে পূজার মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। রাতভর চলে নাচ-গান। বৃহস্পতিবার বিকেলে আখড়া থেকে কারাম ডাল তোলা হয়। এরপর মাদল-বাঁশির তালে নেচে-গেয়ে গ্রামের বাড়ি বাড়ি ঘুরিয়ে পুকুরে বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী উৎসব। তবে সেদিনও গভীর রাত পর্যন্ত নারী-পুরুষ ও শিশুরা গান ও নাচে অংশ নেন।
আরও পড়ুনশ্রীমঙ্গলে নাচে-গানে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর করম উৎসব উদ্যাপন০৭ সেপ্টেম্বর ২০২৫বুধবার গোধূলিবেলায় দেখা যায়, ষষ্ঠ শ্রেণির তিন কিশোরী স্নান শেষে ভেজা কাপড়ে ধানগাছ, দূর্বাঘাস, কাদো ফুল ও সুতা দিয়ে কারাম ডাল সাজাচ্ছে। আগের রাত থেকে তারা নির্জলা উপোসে ছিল। অন্যদিকে তিন কিশোর দূরের গ্রাম থেকে খিলকদমের ডাল কেটে নিয়ে আসে। তারাও উপোস করেছিল। নতুন ধুতি পরে তারা ডাল নিয়ে এলে কিশোরীরা ফুল ছিটিয়ে বরণ করে। এরপর নারীদের সঙ্গে নেচে গেয়ে আখড়ায় তিনটি ডাল পাশাপাশি পুঁতে দেওয়া হয়। পূজা শেষে কিশোর-কিশোরীরা বাড়ি গিয়ে উপোস ভেঙে সেজেগুজে আখড়ায় ফিরে আসে।
বরণ করার পরে নেচে-গেয়ে গ্রামে আখড়ায় নিয়ে আসছে কারাম ডাল। বুধবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার পার্বতীপুর ইউনিয়নের শেরপুর কোঠাডঙ্গা গ্রামে