প্রতিবছর বর্ষা মৌসুমে সাপের দংশনে মৃত্যুর ঘটনা নেহাত কম নয়। শুধু বর্ষায় নয়, বছরের অন্যান্য সময়েও, বিশেষ করে গ্রামীণ এলাকাগুলোতে সাপের কামড়ে মৃত্যুর খবর প্রায়ই শোনা যায়। এসব অঞ্চলে সচেতনতার অভাব, কুসংস্কার এবং আধুনিক চিকিৎসা গ্রহণে অনীহার প্রবণতা লক্ষণীয়। অনেকেই হাসপাতালে না গিয়ে ওঝা বা কবিরাজের শরণাপন্ন হন, যার ফলে ভুল চিকিৎসায় মৃত্যুঝুঁকি আরও বেড়ে যায়।
দুঃখজনক হলেও সত্য, হাসপাতালগুলোতে এখনো অ্যান্টিভেনমের চাহিদার তুলনায় সরবরাহ অনেক কম। পাশাপাশি নেই কোনো সুসংহত পরিকল্পনা। সাপে দংশন নিয়ে সমাজে প্রচলিত বিভিন্ন ভুল ধারণাও মানুষকে সঠিক চিকিৎসা গ্রহণ থেকে বিরত রাখে।
সাপে দংশনে মৃত্যুহার কমাতে হলে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও কমিউনিটি ক্লিনিক পর্যায়ে প্রাথমিক চিকিৎসা বিষয়ে সচেতনতামূলক প্রচার চালাতে হবে। বিষধর সাপের অ্যান্টিভেনম সরবরাহ নিশ্চিত করতে হবে। গ্রামভিত্তিক ক্লিনিক ও সরকারি হাসপাতালে অ্যান্টিভেনমের মজুত বাড়াতে হবে। সর্বোপরি গণসচেতনতা বৃদ্ধির মাধ্যমে এ সমস্যা প্রতিরোধ সম্ভব।
উম্মে সাবাইনা সুলতানা
শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ
রাজশাহী বিশ্ববিদ্যালয়
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার অগ্নিকাণ্ড
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজীবাজার তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার আগুন লেগেছে। এতে জেলার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
সোমবার (৪ আগস্ট) দুপুর সোয়া ১টার দিকে জাতীয় গ্রিডের ‘টি আর-টু’ ব্রেকারে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) উপসহকারী প্রকৌশলী চয়ন কান্তি সেন।
চয়ন কান্তি সেন জানান, দুদিন আগের আগুনে ক্ষতিগ্রস্ত যন্ত্রাংশ সোমবার (৪ আগস্ট) সকালে পুরোপুরি মেরামত করা হয়েছিল। দুপুরে আবার আগুন লাগে। এতে জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বন্ধ রয়েছে।
৩১ জুলাই সন্ধ্যায় সুইচিং উপকেন্দ্রে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে দুটি সার্কিট ব্রেকার ও তিনটি ট্রান্সফরমারে। রাত সাড়ে ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে এলেও মেরামতে সময় লাগে প্রায় দুই দিন। এতে জেলার পাঁচ লাখ গ্রাহকের মধ্যে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়, যেখানে প্রতিদিন প্রয়োজন ১২০ মেগাওয়াট। শহরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয় ২ আগস্ট রাত সাড়ে ৯টার দিকে। ঘটনার তদন্তে বিদ্যুৎকেন্দ্রের ব্যবস্থাপক মফিজুল ইসলামকে প্রধান করে একটি কমিটি করা হয়েছে।
নতুন অগ্নিকাণ্ড প্রসঙ্গে বিদ্যুৎকেন্দ্রের উপসহকারী প্রকৌশলী খাইরুল ইসলাম জানান, দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে এনেছে। বিস্তারিত পরে জানানো হবে।
ঢাকা/মামুন/বকুল