শেখ হাসিনা ও তার দোসরদের বিচার বাংলার মাটিতে করতে হবে : সাখাওয়াত
Published: 5th, August 2025 GMT
নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, আজকে বিজয়ের এই দিনে যারা শহীদ হয়েছে তাদেরকে আমি শ্রদ্ধাভরে করে স্মরণ করছি। পাশাপাশি আমরা সকল শহীদদের রুহের মাগফেরাত কামনা করছি এবং আহতদের সুস্থতা কামনা করছি।
গত ১৬ বছরে এই স্বৈরাচারী শেখ হাসিনার হাতে যত বিএনপির নেতা কর্মী নিহত হয়েছে সকলের রুহের মাগফেরাত কামনা করছি। এবং বৈষম্য বিরোধী আন্দোলন থেকে শুরু করে বিএনপির গতানুগতিক আন্দোলনে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।
মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে বন্দর উপজেলার তিনগাঁও স্ট্যান্ড আগস্ট আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বন্দর উপজেলা বিএনপির আয়োজিত বিজয় র্যালি পূর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।
তিনি বলেন, ২০২৪ সালের আজকের এই দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতন স্বাধীন হয়েছিল। সেই স্বাধীনতার মূল কাজই হল বাংলাদেশের গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা। গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের ২৪ এর গণঅভ্যুত্থান সেটা সফল হবে না।
২৪ এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সকল বিষয়গুলো ছিল সকল প্রকার অনিয়ম দুর্নীতি ও অবিচার দূর করতে হবে। সকল প্রকার বৈষম্যকে জ্বলনতি দিয়ে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদেও বিচার বাংলার মাটিতে করতে হবে।
তিনি আরও বলেন, অবিলম্বে আগামী ফেব্রুয়ারি মাসে রোজার আগে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কালে যারা হত্যার হলি খেলেছিল তাদেরকে আইনের মুখোমুখি করে বিচারের ব্যবস্থা করতে হবে। আমরা সকল প্রকার বৈষম্য অনিয়ম ও দুর্নীতি দমন করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।
অন্যথায় ওই ফ্যাসিস্ট শেখ হাসিনা বাংলাদেশের গণতন্ত্রকে আবারো বিপন্ন করবে। আবারো স্বৈরাচার কায়েম করার চেষ্টা করবে। দেশি-বিদেশি যে ষড়যন্ত্র শুরু হয়েছে তার জন্য আমাদের নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পাশাপাশি বন্দর উপজেলা, বন্দর থানা, সদর থানা, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়ন নেতৃবৃন্দকে পাড়ায় মহল্লায় ফ্যাসিসদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বন্দর উপজেলা বিএনপির সভাপতি মাজহারুল ইসলাম হিরণের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ লিটনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড.                
      
				
এছাড়া আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক এড. সরকার হুমায়ূন কবির, যুগ্ম আহ্বায়ক ফহেত মোহাম্মদ রেজা রিপন, আহবায়ক কমিটির সদস্য মাসুদ রানা, হাবিবুর রহমান মিঠু, বরকত উল্লাহ, ফারুক হোসেন, হুমায়ূন কবির, সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হক, বন্দর থানা বিএনপির সভাপতি শাহেনশাহ আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক রানাসহ মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ব এনপ ন র য়ণগঞ জ আওয় ম ল গ ব এনপ র স দর থ ন
এছাড়াও পড়ুন:
রূপগঞ্জে ইসলামী আন্দোলনের নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রূপগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সহযোগী সংগঠনের তৃণমূল দায়িত্বশীলদের নিয়ে “নির্বাচনী প্রশিক্ষণ কর্মশালা ২০২৫” ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে গাউসিয়া মার্কেট এলাকায় অনুষ্ঠিত এ কর্মশালা ও গণসংযোগ কর্মসূচিতে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি ও নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী ইমদাদুল্লাহ হাশেমী।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মাদ মাকসুদুল হাসান। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা বিভাগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সভাপতি জননেতা মাওলানা দ্বীন ইসলাম এবং সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহাঙ্গীর কবির।
এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার বিভিন্ন ইউনিট ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তারা আসন্ন জাতীয় নির্বাচনে ইসলামী মূল্যবোধভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা ও সংগঠনের প্রার্থীর বিজয় নিশ্চিত করতে মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।