২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের জন্য আগামী সোমবার (২৫ আগস্ট) ঘোষণা করা হবে ব্রাজিল জাতীয় দল। সেপ্টেম্বরে আন্তর্জাতিক বিরতিতে চিলি ও বলিভিয়ার বিপক্ষে নামবে কার্লো আনচেলত্তির শিষ্যরা। তবে এই দলে দেখা যাবে না তারকা ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রকে।

গত জুনে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড পাওয়ায় চিলির বিপক্ষে নিষিদ্ধ হয়েছেন ভিনিসিউস। সূচি অনুযায়ী তার খেলার সুযোগ থাকত কেবল বলিভিয়ার বিপক্ষে এক ম্যাচে। সেই এক ম্যাচের জন্য ঝুঁকি না নিয়ে তাকে বিশ্রাম দিচ্ছেন আনচেলত্তি। 

তবে ব্রাজিল শিবিরে বড় সুসংবাদ হলো নেইমার জুনিয়রের প্রত্যাবর্তনের সম্ভাবনা। প্রায় ২২ মাস পর আবারও ব্রাজিলের জার্সিতে দেখা যেতে পারে এই তারকাকে। সর্বশেষ ২০২৩ সালের ১৭ অক্টোবর মাঠে নামার পর দীর্ঘদিন চোটের কারণে বাইরে ছিলেন তিনি। বিশ্বকাপ সামনে রেখে আনচেলত্তির পরিকল্পনায় এবার নেইমারকে ঘিরে নতুন কৌশল সাজানোর ইঙ্গিত মিলছে।

আরো পড়ুন:

টাইব্রেকারে শ্বাসরুদ্ধকর জয় তুলে ব্রাজিল চ্যাম্পিয়ন

ব্রাজিলের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

গ্লোবোর প্রতিবেদনে ইতিমধ্যেই কয়েকজন খেলোয়াড়ের নাম প্রকাশ পেয়েছে । তারা হলেন—
গোলরক্ষক: গ্যাব্রিয়েল বারাজো (সান্তোস)
ডিফেন্ডার: এদের মিলিতাও (রিয়াল মাদ্রিদ)
ফুলব্যাক: ভিতিনহা (বোতাফোগো), পাউলো হেনরিখ (ভাস্কো)
মিডফিল্ডার: দানিলো (বোতাফোগো), মার্কোস আন্তোনিও (সাও পাওলো)
ফরোয়ার্ড: কাইও হোর্হে (ক্রুজেরিও), নেইমার (সান্তোস), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ)।

আগামী ১ সেপ্টেম্বর তেরেসোপোলিসে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল। ৫ সেপ্টেম্বর মারাকানায় মুখোমুখি হবে চিলির, এরপর ১০ সেপ্টেম্বর এল আল্টোতে খেলবে বলিভিয়ার বিপক্ষে।

১৬ ম্যাচ শেষে ২৫ পয়েন্ট নিয়ে আগেই বিশ্বকাপে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে বাকি দুই ম্যাচ মূলত তাদের জন্য হবে প্রস্তুতির মঞ্চ। যেখানে নেইমারের প্রত্যাবর্তন পুরো দলকে নতুন করে উজ্জীবিত করতে পারে।

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ফ টবল স প ট ম বর

এছাড়াও পড়ুন:

নড়াইলে সাপের কামড়ে ইমামের মৃত্যু

নড়াইলের সদর উপজেলার চাকুলিয়া গ্রামে জমিতে কাজ করার সময় সাপের কামড়ে হাদিয়ার রহমান খাঁন (৬০) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের চাকুলিয়া গ্রামে মারা যান তিনি। 

হাদিয়ার রহমান খাঁন চাকুলিয়া গ্রামের মৃত সমশের খাঁনের ছেলে। তিনি কৃষি জমি চাষাবাদের পাশাপাশি চাকুলিয়া জামে মসজিদে ইমাম হিসেবে কর্মরত ছিলেন।

আরো পড়ুন:

সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু, হাসপাতালে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ

কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ, আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

স্থানীয় সূত্রে জানা গেছে, হাদিয়ার রহমান খাঁন সোমবার বিকেলে জমিতে মাষকলাই রোপণ করতে যান। মাঠে কাজ করার সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। সন্ধ্যায় বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি পরিবারের সদস্যদের জানান। তারা তাকে নড়াইল আধুনিক আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানকার চিকিৎসক হাদিয়ার রহমান খাঁনকে মৃত ঘোষণা করেন।

নড়াইল আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাকচি বলেন, “হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তি মারা যান।”

ঢাকা/শরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ