নিয়ন্ত্রিত বোলিং করেও দলের হার এড়াতে পারলেন না সাকিব
Published: 28th, August 2025 GMT
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে আস্তে আস্তে নিজেকে মেলে সাকিব আল হাসান। তবে তার নিয়ন্ত্রিত বোলিংও অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসকে জয় উপহার দিতে পারল না। স্থানীয় সময় বুধবার রাতে ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে মাঠ ছাড়তে হয়েছে অ্যান্টিগাকে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই ধাক্কা খায় ফ্যালকনস। ওপেনার রাকিম কর্নওয়াল ও করিমা গোর দ্রুত বিদায় নিলে চাপ বাড়ে। জুয়েল অ্যান্ড্রুর ৩১ বলে ৪০ রানে কিছুটা আশা জাগলেও মিডল অর্ডারে ব্যর্থতার ধারাবাহিকতা চলতেই থাকে। সাকিব নিজেও বড় কিছু করতে পারেননি, ১৪ বলে ১৩ রানেই থেমে যান। তবে শেষদিকে ইমাদ ওয়াসিমের ২৫ বলে ৩৭ আর উসামা মিরের ২৬ বলে ৩৪ রানে কোনোমতে ১৪৬ রানে পৌঁছায় দলটি।
আরো পড়ুন:
সাকিবের প্রতিষ্ঠানসহ ৮ ব্রোকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ
৫০০ ছুঁয়ে সাকিবের রেকর্ডময় ‘ডাবল’, অলরাউন্ড পারফরম্যান্সে হলেন ম্যান অব দ্য ম্যাচ
প্রতিপক্ষের বোলিং আক্রমণে দারুণ ছিলেন মোহাম্মদ আমির। ৩ উইকেট তুলে নেন তিনি। আন্দ্রে রাসেল ও আকিল হোসেনও নিয়েছেন ২টি করে উইকেট।
জয়ের জন্য সহজ লক্ষ্য পেয়ে ব্যাট করতে নেমেই শুরুতে সাকিবের বলে আউট হন কলিন মানরো। কিন্তু এরপর অ্যালেক্স হেলস ও কেসি কার্টির জুটিতে ম্যাচ পুরোপুরি নিজেদের করে নেয় নাইট রাইডার্স। দুজন মিলে গড়েন ৮৭ রানের পার্টনারশিপ। হেলস খেলেন ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি, যা তাকে সর্বাধিক ফিফটি করা খেলোয়াড়দের তালিকায় ষষ্ঠ স্থানে তুলেছে। ইনিংস শেষের আগে নিকোলাস পুরান ঝড় তুলেন। ১১ বলে ২৩ রান করে সহজেই ম্যাচ জেতান দলকে।
অবশেষে ৮ বল হাতে রেখে আরামদায়ক ৮ উইকেটের জয় তুলে নেয় ত্রিনবাগো নাইট রাইডার্স। অ্যান্টিগার হয়ে সাকিব নেন ১ উইকেট, জেইডেন সিলস শিকার করেন আরেকটি।
এ হারের পরও ৭ ম্যাচে ৩ জয় নিয়ে এখনো পয়েন্ট তালিকার শীর্ষে আছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। তবে তাদের তুলনায় কম ম্যাচ খেলে পিছনে চাপ তৈরি করেছে প্রতিপক্ষ দলগুলো। ত্রিনবাগো ৪ ম্যাচে ৩ জয় নিয়ে আছে দ্বিতীয় স্থানে।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ক ব আল হ স ন উইক ট
এছাড়াও পড়ুন:
সাকিবের ৯ বলের ঝড়, তবু হেরে সিপিএল থেকে বাদ অ্যান্টিগা
ক্রিজে আসেন ইনিংসের ১৮তম ওভারে। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন সময়ে ক্রিজে এলে ব্যাটসম্যানের কাজ হচ্ছে বড় শট খেলা। সিপিএল এলিমিনেটরে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সাকিব আল হাসান আজ ঠিক এই কাজটাই করলেন। ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলেছেন ৯ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস।
সাকিবের ‘ক্যামিও’তে প্রভিডেন্সে অ্যান্টিগা টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ১৬৬ রান তোলে। জয়ের তা যথেষ্ট হয়ে ওঠেনি। নিকোলাস পুরান, আন্দ্রে রাসেলদের নাইট রাইডার্সের কাছে দলটি হেরে গেছে ৯ উইকেটে। ১৫ বল হাতে রেখে জিতেছে ত্রিনবাগো নাইট রাইডার্স। এই হারে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ল সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।
ত্রিনবাগো নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইনের ৫ বলে ১৮ রান তুলেছেন সাকিব। নারাইনের প্রথম বলটি ডট খেলার পর টানা তিন চার ও এক ছক্কা মেরেছেন এই বাঁহাতি অলরাউন্ডার।
৩ ওভারে ২৪ রান দিয়েছেন সাকিব।