দেবের মন্তব্য নিয়ে ক্ষুব্ধ শুভশ্রী
Published: 29th, August 2025 GMT
ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় তারকা জুটি শুভশ্রী গাঙ্গুলি ও দেব। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। দীর্ঘ দিন চুটিয়ে প্রেম করেছেন এই যুগল। কিন্তু শেষটা ভালো হয়নি এই জুটির। দুজনের পথ দুটো আলাদা হয়ে গেছে। আর মাঝে কেটে যায় এক দশক।
প্রেম ভাঙার পর ‘ধূমকেতু’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেন দেব-শুভশ্রী। ২০১৫ সালে সিনেমাটির শুটিং করেন তারা। কিন্তু সিনেমাটি মুক্তির আলো পায়নি। সব সংক কাটিয়ে গত ১৪ আগস্ট মুক্তি পায় সিনেমাটি। বক্স অফিসে রেকর্ড গড়ে। দূরত্ব কমে এই প্রাক্তন প্রেমিক জুটির। তাবে ভাঙা সম্পর্ক স্থায়ী হলো না। ফের দ্বন্দ্বে জড়ালেন দেব-শুভশ্রী। মূলত, দেবের একটি মন্তব্য ঘিরে নতুন করে জটিলতার সূচনা হয়।
আরো পড়ুন:
বাংলাদেশে মুক্তি পাবে ধূমকেতু?
দেব-শুভশ্রী জুটি কেন জনপ্রিয়
একটি সাক্ষাত্কারে দেবের কাছে জানতে চাওয়া হয়, ‘ধূমকেতু’ সিনেমা যদি এখন নির্মিত হতো, তাহলে কী শুভশ্রীকে এই চরিত্রে কাস্ট করতেন দেব? খানিকটা দ্বিধা নিয়ে দেব বলেন, “নির্ভর করছে, শুভশ্রী গাঙ্গুলি কোন স্টেজে থাকত। আমি যদি সুযোগ পেতাম তাহলে শুভশ্রীকেও সুযোগ দিতে হতো। ও কী বিবাহিত থাকত, দুই বাচ্চার মা থাকত? আমার চরিত্রটা কী এই শুভশ্রীর বয়সটাকেই চাইছে, না কি ওই শুভশ্রীর বয়সটাই চাইছে?”
খানিকটা ব্যাখ্যা করে দেব বলেন, “আজ যদি এটা প্রথম সিনেমা হতো, তাহলে হিরোইন হিসেবে রাখতাম না। আমার চরিত্র যদি শুভশ্রীকে হিরোইন হিসেবে ডিমান্ড না করে, ওই বয়সটা, ওই সারল্য, সেটা অন্য কোনো হিরোইনের মধ্যে পেলে তাকেই কাস্ট করতাম। তবে প্রমিস রাখতে ওকে অন্য একটা রোল দিয়ে জিজ্ঞাসা করতাম ও করবে কি না।”
দেবের এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর দেব-শুভশ্রী ভক্তরা দুই শিবিরে ভাগ হয়ে যান। তৈরি হয় বিতর্ক; যা এখনো চলমান। পরে এ বিষয়ে শুভশ্রীর কাছে প্রশ্ন রাখা হয়।
শুভশ্রী গাঙ্গুলি বলেন, “কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এই ধরনে কথা বলে? আমার জানা নেই। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি। আমার কাছে চরিত্রটা গুরুত্বপূর্ণ। কিন্তু ২০২৫ দাঁড়িয়ে এ রকম একটা অসম্মানসূচক মন্তব্য, যেখানে তুমি একজন অভিনেত্রীর সঙ্গে সিনেমার প্রচার করছ, সেখানে এটা কীভাবে, আমি জানি না।”
দেবের সঙ্গে সম্পর্ক ভাঙার পর পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্কে জড়ান শুভশ্রী। ২০২০ সালে বিয়ে করেন তারা। এ সংসারে তাদের একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। অন্যদিকে, অভিনেত্রী রুক্মিণীর সঙ্গে সম্পর্কে রয়েছেন দেব।
ঢাকা/শান্ত
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর চলচ চ ত র চর ত র
এছাড়াও পড়ুন:
আজ প্রথম প্রেম দিবস
বেশিরভাগ ক্ষেত্রে প্রথম প্রেম পূর্ণতা পায় না। কিন্তু প্রথম প্রেমের মিষ্টিমধুর সময়টা মনে গেঁথে থাকে। কখনও কবিতায়, কখনও গানে সেই প্রেমের স্মৃতি ফিরে পায় মানুষ। আজ প্রথম প্রেম দিবস। আজ ১৮ সেপ্টেম্বর, প্রথম প্রেম দিবস। ২০১৫ সালে যুক্তরাষ্ট্রে দিবসটি পালন করা হয়।এরপর থেকে প্রতিবছরই উদ্যাপিত হচ্ছে দিবসটি।
প্রথম প্রেম মানুষ ভোলে না কেন?
মানুষ প্রথম প্রেমে পড়ে কৈশোর কিংবা প্রথম তারুণ্যে। এ সময় শরীরে হ্যাপি হরমোনের প্রভাব থাকে প্রবল। যার ফলে ভালোবাসার মানুষের প্রতি আকর্ষণ থাকে বেশি।
আরো পড়ুন:
আজ বিশ্ব বাঁশ দিবস
কাজাকিস্তানের যাযাবর জাতির করুণ ইতিহাস
ভালো লাগার মুহূর্তগুলোত মানুষকে সুখের অনুভূতি দেয়। যাকে ভাবলে এই সুখ অনুভূতি হয়, যে কাছে থাকলে নিজেকে পৃথিবীর সেরা সুখী মানুষ মনে হয়-সেই মানুষটিকে কোনো কারণে হারিয়ে ফেললেও ভোলা যায় না।
আক্ষরিক অর্থে কেউ কাউকে ভালোবাসা শেখায় না, কিন্তু ভালোবাসার উপলক্ষ্য এনে দেয়। ভালোবাসার অনুভূতিগুলো যাকে প্রথম বলা যায়, তাকে তো ভোলার কথা না!
ন্যাশনাল ডে ক্যালেন্ডার অবলম্বনে
ঢাকা/লিপি