এশিয়া কাপে গর্বের মুহূর্ত: বাংলাদেশের দুই আম্পায়ার মাঠে দায়িত্বে
Published: 8th, September 2025 GMT
এশিয়া কাপ ক্রিকেটের জমজমাট আসর শুরু হচ্ছে আগামীকাল সংযুক্ত আরব আমিরাতে। এবারের ১৭তম আসরে আম্পায়ারিং দায়িত্বে থাকছেন বাংলাদেশের দুই পরিচিত মুখ- গাজী সোহেল ও মাসুদুর রহমান মুকুল। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আজ গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনার জন্য আম্পায়ারদের তালিকা প্রকাশ করেছে, যেখানে এই দুই বাংলাদেশি আম্পায়ারের নাম উঠে এসেছে গর্বের সাথে।
মোট দশজন আম্পায়ার এবারের আসরে দায়িত্ব পালন করবেন। সোহেল ও মুকুল ছাড়াও তালিকায় রয়েছেন পাকিস্তানের আসিফ ইয়াকুব ও ফয়সাল আফ্রিদি, শ্রীলংকার রবীন্দ্র বিমলাসিরি ও রুচিরা পল্লিয়াগুরুগে, আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি, ভারতের রোহান পণ্ডিত ও বিরেন্দার শর্মা।
আরো পড়ুন:
এশিয়া কাপের পর্দা উঠছে আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে
রেকর্ড হারের পর জরিমানাও গুনল দ.
এবার ম্যাচ রেফারি হিসেবে থাকছেন অভিজ্ঞ দুই আন্তর্জাতিক মুখ—জিম্বাবুয়ের এন্ড্রু পাইক্রফট এবং ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা রিচি রিচার্ডসন। বিশেষ করে ভারত-পাকিস্তানের মহারণে সবার চোখ থাকবে। এই ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলাদেশের মাসুদুর রহমান মুকুল এবং শ্রীলংকার রুচিরা পল্লিয়াগুরুগে। ওই ম্যাচে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন আফগানিস্তানের আহমদ পাকতিন ও ইজাতুল্লাহ সাফি, আর ম্যাচ রেফারি থাকবেন পাইক্রফট।
তবে সুপার ফোর ও ফাইনাল পর্বের অফিসিয়ালদের নাম এখনো প্রকাশ করেনি এসিসি।
এশিয়া কাপের এবারের আসরে অংশ নিচ্ছে মোট আটটি দল। ‘এ’ গ্রুপে ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ, শ্রীলংকা, আফগানিস্তান ও হংকং। আবুধাবিতে আগামীকাল উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং। আর ২৮ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বসবে টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনাল।
ঢাকা/আমিনুল
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর আফগ ন স ত ন আম প য় র
এছাড়াও পড়ুন:
টেকনাফে মোটরসাইকেলে বাসের ধাক্কা, নিহত ১
কক্সবাজার-টেকনাফ সড়কে বাসের ধাক্কায় জকির আহমদ জেকি (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জকির আহমদ জেকি হোয়াইক্যং হোয়াব্রাং এলাকার মৃত নাগু সওদাগরের ছেলে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জায়েদ নুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘পালকি পরিবহন’ নামের একটি যাত্রীবাহী বাস হ্নীলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে চলে আসে। এতে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের লবণ মাঠে উল্টে যায়। সেসময় স্থানীয়রা ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে হ্নীলা ও টেকনাফের বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় জকির আহমদ জেকি মারা যান।
দুর্ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালায় এবং সড়কের যান চলাচল স্বাভাবিক করে।
সালাহউদ্দিন নামের এক প্রত্যক্ষদর্শী বলেন, “মোটরসাইকেলটি অতিরিক্ত গতিতে চলছিল। হ্নীলা স্টেশন থেকে হোয়াব্রাংয়ের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সামনে ঢুকে পড়ে, মুহূর্তেই বাসটি উল্টে যায়।”
স্থানীয়দের অভিযোগ, হ্নীলা-টেকনাফ সড়কে বেপরোয়া গতিতে যান চলাচলের কারণে দুর্ঘটনা বেড়ে গেছে। এ জায়গায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।
ঢাকা/তারেকুর/এস