ডাকসু নির্বাচন: ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট, রাত ১২টার মধ্যেই ফলাফল
Published: 9th, September 2025 GMT
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল রাত ১২টার মধ্যেই হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তারা।
আরো পড়ুন:
ডাকসু: শারীরিক শিক্ষা কেন্দ্রে ভোট পড়েছে ৮৩.১৯ শতাংশ
ডাকসু নির্বাচন: এলইডি স্ক্রিন চালু, ভোট গণনা দেখছেন শিক্ষার্থীরা
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, ডাকসু নির্বাচনে ৮০ শতাংশের বেশি ভোট কাস্ট হয়েছে। রাত ১২টার মধ্যেই ফলাফল হয়ে যাবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
তারা জানান, কোনো কেন্দ্রে অভিযোগ পেলে প্রয়োজনে তারা সিসিটিভি ফুটেজ দেখবেন। কেউ ভুয়া অভিযোগ দিয়ে পার পাবে না। অভিযোগ তদন্ত করার জন্য যথেষ্ট সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেউ ইচ্ছেকৃত বা পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করলে প্রশাসন ব্যবস্থা নেবেন।
এখন পর্যন্ত ঢাবির সাতটি হলের ভোট কাস্টিংয়ের ফলাফল পাওয়া গেছে।
রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন, সূর্য সেন হলের মোট ভোটার ১ হাজার ৪৯৮ জন। এর মধ্যে ১ হাজার ৩১৬ জন ভোট দিয়েছেন, যা মোট সংখ্যার ৮৮ শতাংশ। কবি জসীম উদ্দিন হল মোট ভোটার ১ হাজার ৩০৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ০১৭ জন, যা মোটা সংখ্যার ৮৬ শতাংশ।
তারা জানান, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে মোট ভোটার ১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩১৫ জন, যা মোট সংখ্যার ৭৫ শতাংশ। শেখ মুজিবুর রহমান হলে মোট ভোটার ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে ভোট দিয়েছেন ১ হাজার ৩৯৯ জন, যা মোট সংখ্যার ৮৫.
অন্যদিকে, শারিরীক শিক্ষা কেন্দ্রে প্রায় ৮৩.১৯ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন কেন্দ্রের রিটানিং কর্মকর্তা ও কেন্দ্র প্রধান ড. কাজী মোস্তাক গাউসুল হক।
তিনি বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্রে তিনটি বুথ রয়েছে। এর মধ্যে জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন। ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি এবং অনুপস্থিত ছিলেন ৩৯১ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৩ শতাংশ।”
তিনি বলেন, “সার্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ১ হাজার ৬৬০টি এবং অনুপস্থিত ছিলেন ৩০৩ জন। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮৪ দশমিক ৪৬ শতাংশ।
“স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। এর মধ্যে কাস্ট হয়েছে ৫৫৩টি এবং অনুপস্থিত ছিলেন ১১৬ জন্য। শতকরা হিসেবে কাস্টিং ভোটের হার ৮২ দশমিক ৮৩ শতাংশ,” যুক্ত করেন ড. গাউসুল হক।
ড. গাউসুল হক বলেন, “সবমিলে শারীরিক শিক্ষা কেন্দ্রে তিন হলের মোট ভোট সংখ্যা ৪ হাজার ৮৬১টি।এর মধ্যে মোট ৪ হাজার ৪৪টি ভোট কাস্ট হয়েছে, যা শতকরা হিসেবে ৮৩.১৯ শতাংশ।”
ঢাকা/রায়হান/মেহেদী
উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর কর মকর ত ফল ফল
এছাড়াও পড়ুন:
নির্বাচনে বিএনপির মনোনয়ন আলোচনায় যেসব তারকা
আগামী বছরের ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ অনুষ্ঠিত হবে—এমনটাই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। রাজনৈতিক দলগুলোও তাই নির্বাচনমুখী। অন্তর্বর্তী সরকার বারবার জানিয়েছে, যে করেই হোক ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সংসদ নির্বাচনের আয়োজন তারা সম্পন্ন করবে। এদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছেন। নিজ নিজ নির্বাচনী এলাকায় পরিচিত ও গ্রহণযোগ্যতার পাশাপাশি দলীয় জরিপে যাঁরা এগিয়ে আছেন, তাঁরাই আলোচনায় আছেন। বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বিনোদন অঙ্গনের তারকারাও। আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে তাঁদের নামও শোনা যাচ্ছে।
বেবী নাজনীন