বিকেএমইএকে লিগ্যাল নোটিশ
Published: 10th, September 2025 GMT
বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কে এম আতিকুল হক ভুঞা নামে বিকেএমইএর চাকুরীচ্যুত একজন কর্মচারীর পক্ষে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সানজিদা আক্তার এই নোটিশ পাঠান।
নোটিশে তিনি উল্লেখ্য করেন, এ কে এম আতিকুল হক ভুঞা ২০০৯ সালের ১৯ জুলাই বিকেএমইএতে "ফায়ার ইন্সট্রাক্টর" হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১ আগস্ট ২০০৯ যোগদান করেন। বিকেএমইএতে কর্মরত অবস্থায় এ কে এম আতিকুল হক ভুঞা পদোন্নতি পেয়ে সর্বশেষ সিনিয়র ডেপুটি সেক্রেটারি (ফায়ার)" হিসাবে কর্মরত ছিলেন। তার সর্বশেষ মাসিক বেসিক বেতন ছিল ২৮ হাজার ৮০০ টাকা এবং মোট মজুরী ৪৭ হাজার ১২০ টাকা।
তিনি আরও উল্লেখ্য করেন, আমার মোয়াক্কেল এ কে এম আতিকুল হক ভুঞার চাকুরীর রেকর্ড সুন্দর ও পরিচ্ছন্ন। আপনার প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে দীর্ঘ সময়ে আমার মোয়াক্কেলের কাজের দ্বারা আপনার প্রতিষ্ঠানের কোনরূপ ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। আমার মোয়াক্কেলের সার্ভিস রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে কোন অভিযোগ কখনো উপস্থাপিত হয়নি।
আমার মোয়াক্কেল কোন প্রশাসনিক তদরতি বা ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত ছিলেন না বিধায় তিনি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ২(৬৫) মোতাবেক একজন শ্রমিক এবং আইনের সংশ্লিষ্ট সকল সুরক্ষা পাওয়ার অধিকারী।
আপনার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আমার মোয়াক্কেলকে বিগত ৫-৭-২০২৫ইং তারিখ ইস্যুকৃত একপত্রের মাধ্যমে আমার মোয়াক্কেলের কর্মরত ফায়ার সেল কার্যক্রম বন্ধ ঘোষণা করে চাকুরী হতে টার্মিনেট করা হয়।
আপনার প্রতিষ্ঠানের এহেন নোটিশের জবাব আমার মোয়াক্কেল বিগত ১২-৭-২০২৫ইং তারিখে লিখিতভাবে আপনার প্রতিষ্ঠানে জমা প্রদান করলেও আপনার প্রতিষ্ঠান হতে বিগত ২৮-৭-২০২৫ইং তারিখে ইস্যুকৃত একপত্রের মাধ্যমে আমার মোয়াক্কেলকে পেইড লিভ এর নোটিশ প্রদান করা হয়।
আমার মোয়াক্কেলকে তার বকেয়া মজুরী ও অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ করতে আপনাকে এতদ্বারা অনুরোধ করা হল।
আমার মোয়াক্কেলের বকেয়া পাওনার বিবরণ নিম্নরূপঃ
ক.
খ. সার্ভিস বেনিফিট ১৬ বছরের (প্রতি বছরের জন্যে ৪৫ দিন করে) ৬ লক্ষ ৯১ হাজার ২০০ টাকা,
গ. প্রভিডেন্ট ফান্ড এর ৫ লক্ষ ৩৬ হাজার ৩৮৩ টাকা,
ঘ. ছুটির টাকা (৪০ দিনের) ৬২ হাজার ৮২৬ টাকা মোট বকেয়ার পরিমাণ ১৪ লক্ষ ৫ হাজার ৬০৯ টাকা।
এমতাবস্থায়, অত্র নোটিশের মাধ্যমে আপনাকে অবগত করা যাচ্ছে যে, আমার মোয়াক্কেলের বর্ণনা মোতাবেক তার বকেয়া সকল পাওনাদি অত্র নোটিশ প্রাপ্তির পর ১০ (দশ) দিনের মধ্যে পরিশোধের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।
অন্যথায় আমার মোয়াক্কেল বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে এবং এর জন্য সৃষ্ট পরিণতির দায় আপনাকেই বহন করিতে হইবে।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম র ম য় ক ক ল র দ ন কর আপন ক
এছাড়াও পড়ুন:
সংগীতশিল্পী দীপ মারা গেছেন
রাস্টফ ব্যান্ডের ভোকাল আহরার মাসুদ মারা গেছেন। সেমাবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ভক্তদের কাছে দীপ নামে পরিচিত ছিলেন আহরার মাসুদ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। তবে এ শিল্পীর মৃত্যুর কারণ সম্পর্কে কিছু জানা যায়নি।
আরো পড়ুন:
৫০ শয্যার থানচি হাসপাতাল চলছে একজন চিকিৎসকে
সিজেএফবি পারফরম্যান্স অ্যাওয়ার্ড ঘোষণা
রাস্টফ ব্যান্ডের ফেসবুক পেজে দীপের মৃত্যুর খবর জানিয়ে লেখা হয়, “এমন এক বেদনাদায়ক মুহূর্তে সঠিক শব্দ খুঁজে পাওয়া বা কোনো শব্দ খুঁজে পাওয়া—প্রায় অসম্ভব। প্রিয় ভোকালিস্ট, বন্ধু ও সহযাত্রী আহারার ‘দীপ’ মাসুদের মৃত্যুসংবাদ আমাদের স্তম্ভিত করেছে। আমরা শোকে ভেঙে পড়েছি, এখনো অবিশ্বাসের ভেতর ডুবে আছি। গত রাতেই তিনি আমাদের ছেড়ে চিরবিদায় নিয়েছেন।”
দীপের শূন্যতা ব্যাখ্যা করে লেখা হয়, “তার পরিবার, বন্ধু ও প্রিয়জনদের প্রতি আমাদের অন্তরের সমবেদনা ও প্রার্থনা। আপনাদের মতো আমরাও এই অপূরণীয় ক্ষতি বোঝার চেষ্টা করছি, চেষ্টা করছি দীপের অসাধারণ প্রতিভাকে সম্মান জানাতে এবং তার চেয়েও বড় কথা—মানুষ হিসেবে তিনি আমাদের কাছে যে অমূল্য ছিলেন, তাকে স্মরণ করতে। এই কঠিন সময়ে সবার কাছে অনুরোধ, দয়া করে পরিবার ও কাছের মানুষদের ব্যক্তিগত পরিসরকে সম্মান করুন এবং তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করুন। শান্তিতে ঘুমাও, দীপ। তোমার শূন্যতা চিরকাল বেদনাময় হয়ে থাকবে।”
তরুণদের কাছে জনপ্রিয় আরেকটি ব্যান্ড পাওয়ারসার্চও দীপের মৃত্যুতে শোক প্রকাশ করেছে। ব্যান্ডের অফিশিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, “স্মরণ করছি আহরার মাসুদ দীপকে। কিছুক্ষণ আগে আমরা হারিয়েছি আমাদের প্রিয় ভাই, ঘনিষ্ঠ বন্ধু এবং এক সত্যিকারের শিল্পীকে। এক্লিপস, কার্ল, ক্যালিপসো ও সবশেষ রাস্টফ ব্যান্ডের অবিস্মরণীয় কণ্ঠ আহরার মাসুদ দীপ আমাদের মাঝে আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।”
পাওয়ারসার্চ আরো লেখেন, “আহরার মাসুদ দীপ শুধু একজন ভোকালিস্টই ছিলেন না, তিনি ছিলেন শক্তি, সৃজনশীলতা আর আবেগের প্রতীক, যিনি তার চারপাশের সবাইকে অনুপ্রাণিত করেছেন; একই সাথে তার অত্যন্ত নমনীয় ব্যবহার, যা সবাইকে তাঁর শুভাকাঙ্ক্ষীই করে ফেলত! শান্তিতে থাকো ভাই, তুমি সব সময় আমাদের গল্পের অংশ হয়ে থাকবে।”
ঢাকা/শান্ত