Narayanganj Times:
2025-11-03@11:02:09 GMT

বিকেএমইএকে লিগ্যাল নোটিশ

Published: 10th, September 2025 GMT

বিকেএমইএকে লিগ্যাল নোটিশ

বাংলাদেশ নীটওয়্যার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশন (বিকেএমইএ)কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এ কে এম আতিকুল হক ভুঞা নামে বিকেএমইএর চাকুরীচ্যুত একজন কর্মচারীর পক্ষে সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট সানজিদা আক্তার এই নোটিশ পাঠান।

নোটিশে তিনি উল্লেখ্য করেন, এ কে এম আতিকুল হক ভুঞা ২০০৯ সালের ১৯ জুলাই বিকেএমইএতে "ফায়ার ইন্সট্রাক্টর" হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়ে ১ আগস্ট ২০০৯ যোগদান করেন। বিকেএমইএতে  কর্মরত অবস্থায় এ কে এম আতিকুল হক ভুঞা পদোন্নতি পেয়ে সর্বশেষ সিনিয়র ডেপুটি সেক্রেটারি (ফায়ার)" হিসাবে কর্মরত ছিলেন। তার সর্বশেষ মাসিক বেসিক বেতন ছিল ২৮ হাজার ৮০০ টাকা এবং মোট মজুরী ৪৭ হাজার ১২০ টাকা।

তিনি আরও উল্লেখ্য করেন, আমার মোয়াক্কেল এ কে এম আতিকুল হক ভুঞার চাকুরীর রেকর্ড সুন্দর ও পরিচ্ছন্ন। আপনার প্রতিষ্ঠানে কাজ করতে গিয়ে দীর্ঘ সময়ে আমার মোয়াক্কেলের কাজের দ্বারা আপনার প্রতিষ্ঠানের কোনরূপ ক্ষয়ক্ষতি সাধিত হয়নি। আমার মোয়াক্কেলের সার্ভিস রেকর্ড অনুযায়ী তার বিরুদ্ধে কোন অভিযোগ কখনো উপস্থাপিত হয়নি।

আমার মোয়াক্কেল কোন প্রশাসনিক তদরতি বা ব্যবস্থাপনামূলক কাজে নিয়োজিত ছিলেন না বিধায় তিনি বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ধারা ২(৬৫) মোতাবেক একজন শ্রমিক এবং আইনের সংশ্লিষ্ট সকল সুরক্ষা পাওয়ার অধিকারী।

আপনার প্রতিষ্ঠানে কর্মরত অবস্থায় আমার মোয়াক্কেলকে বিগত ৫-৭-২০২৫ইং তারিখ ইস্যুকৃত একপত্রের মাধ্যমে আমার মোয়াক্কেলের কর্মরত ফায়ার সেল কার্যক্রম বন্ধ ঘোষণা করে চাকুরী হতে টার্মিনেট করা হয়।

আপনার প্রতিষ্ঠানের এহেন নোটিশের জবাব আমার মোয়াক্কেল বিগত ১২-৭-২০২৫ইং তারিখে লিখিতভাবে আপনার প্রতিষ্ঠানে জমা প্রদান করলেও আপনার প্রতিষ্ঠান হতে বিগত ২৮-৭-২০২৫ইং তারিখে ইস্যুকৃত একপত্রের মাধ্যমে আমার মোয়াক্কেলকে পেইড লিভ এর নোটিশ প্রদান করা হয়।

আমার মোয়াক্কেলকে তার বকেয়া মজুরী ও অন্যান্য পাওনাদি অবিলম্বে পরিশোধ করতে আপনাকে এতদ্বারা অনুরোধ করা হল।

আমার মোয়াক্কেলের বকেয়া পাওনার বিবরণ নিম্নরূপঃ

ক.

নোটিশ পে, ১২০ দিনের ১ লক্ষ ১৫ হাজার ২০০ টাকা,

খ. সার্ভিস বেনিফিট ১৬ বছরের (প্রতি বছরের জন্যে ৪৫ দিন করে) ৬ লক্ষ ৯১ হাজার ২০০ টাকা,

গ. প্রভিডেন্ট ফান্ড এর ৫ লক্ষ ৩৬ হাজার ৩৮৩ টাকা,

ঘ. ছুটির টাকা (৪০ দিনের) ৬২ হাজার ৮২৬ টাকা মোট বকেয়ার পরিমাণ ১৪ লক্ষ ৫ হাজার ৬০৯ টাকা।

এমতাবস্থায়, অত্র নোটিশের মাধ্যমে আপনাকে অবগত করা যাচ্ছে যে, আমার মোয়াক্কেলের বর্ণনা মোতাবেক তার বকেয়া সকল পাওনাদি অত্র নোটিশ প্রাপ্তির পর ১০ (দশ) দিনের মধ্যে পরিশোধের জন্য আপনাকে বিশেষভাবে অনুরোধ করা হইল।

অন্যথায় আমার মোয়াক্কেল বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এবং প্রচলিত অন্যান্য আইন অনুযায়ী আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধ্য থাকবে এবং এর জন্য সৃষ্ট পরিণতির দায় আপনাকেই বহন করিতে হইবে।
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ আম র ম য় ক ক ল র দ ন কর আপন ক

এছাড়াও পড়ুন:

সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত

দেশের পুঁজিবাজারে স্টক ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) এবারের নির্বাচনে সভাপতি পদে সাইফুল ইসলাম পুনরায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তিনি ব্র্যাক ইপিএল স্টক ব্রোকারেজ লিমিটেডের পরিচালক।

সোমবার (৩ নভেম্বর) ডিবিএ’র সেক্রেটারি মো. দিদারুল গনী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আরো পড়ুন:

ডিএসইতে ৭৫ শতাংশ শেয়ার-মিউচুয়াল ফান্ডের দরপতন

ডিএসইতে সূচক কমলেও সিএসইতে বেড়েছে

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরিচালনা পর্ষদ নির্বাচনে মোট ১৫ জন সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচিতদের মধ্যে রয়েছেন একজন প্রেসিডেন্ট, একজন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, একজন ভাইস প্রেসিডেন্ট ও ১২ জন পরিচালক।

নির্বাচিতরা আগামী ২ বছর (২০২৬ ও ২০২৭) ডিবিএ‘র নেতৃত্ব দেবেন। নির্বাচিত সদস্যরা ডিবিএ’র আসন্ন বার্ষিক সাধারণ সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট পদে মো. মনিরুজ্জামান, প্রাইম ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও। ভাইস প্রেসিডেন্ট পদে মো. নাফিজ-আল-তারিক ঢাকা ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

এছাড়া পরিচালক পদে নির্বাচিত হয়েছেন–এবি অ্যান্ড কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম রাফিউজ্জামান বোখারী, এস সি এল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার মোহাম্মদ ইফতেখার জোনায়েদ, আর এন ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. নাদিম, আজম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কবির মজুমদার, নিউ এরা সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আরওয়াই শমসের, ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের সিইও আমিনুল ইসলাম, জি এম এফ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ নাহিদ আহমেদ, কাইয়ুম সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাঈম মো. কাইয়ুম, ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম, এক্সপো ট্রেডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. ওসমান গনি চৌধুরী, ফিনিক্স সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার শফিকুর রহিম ও এসএআর সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শরীফ আতাউর রহমান।

ঢাকা/এনটি/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ

  • সাইফুল ইসলাম ডিবিএ’র প্রেসিডেন্ট পুনঃনির্বাচিত
  • বগুড়ায় বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণ, আহত একজন গ্রেপ্তার
  • ‘সাংস্কৃতিক জাগরণেই মুক্তি’
  • যদি ঠিক পথে থাকো, সময় তোমার পক্ষে কাজ করবে: এফ আর খান
  • বিবাহবিচ্ছেদ ও খোরপোষ নিয়ে ক্ষুদ্ধ মাহি
  • ফতুল্লায় দুই ট্রাকের মাঝে পড়ে যুবকের মৃত্যু
  • ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে ২০ মামলার আসামি নিহত, গুলিবিদ্ধ ৩
  • নামতে গেলেই চালক বাস টান দিচ্ছিলেন, পরে লাফিয়ে নামেন
  • তানজানিয়ার বিতর্কিত প্রেসিডেন্ট নির্বাচনে ফের বিজয়ী সামিয়া
  • আমার স্ত্রী খ্রিষ্টধর্ম গ্রহণ করছেন না: জেডি ভ্যান্স