প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন ওরাকল করপোরেশনের চেয়ারম্যান ল্যারি এলিসন। এর ফলে বিশ্বের শীর্ষ ধনী হিসেবে ইলন মাস্কের প্রায় এক বছরের রাজত্বের অবসান ঘটল।

নিউ ইয়র্কে সকাল ১০টা ১০ মিনিট নাগাদ এলিসনের সম্পদের পরিমাণ ১০১ বিলিয়ন ডলার বেড়ে যায়। এর ফলে ওরাকল করপোরেশনের ত্রৈমাসিক ফলাফল প্রত্যাশা ছাড়িয়ে গেছে এবং আরো প্রবৃদ্ধির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে।

ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্স অনুসারে, এই বৃদ্ধি ল্যারি মোট সম্পদের পরিমাণ ৩৯৩ বিলিয়ন ডলারে উন্নীত করেছে, যা মাস্কের চেয়ে ৩৮৫ বিলিয়ন ডলার বেশি। সূচকে এটিই এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে বড় একদিনের বৃদ্ধি।

অ্যামাজন ডটকমের জেফ বেজোস এবং এলভিএমএইচের বার্নার্ড আর্নল্টের কাছে খেতাব হারানোর আগে ২০২১ সালে মাস্ক প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছিলেন। তিনি গত বছর এটি পুনরুদ্ধার করেছিলেন এবং মাত্র ৩০০ দিনেরও বেশি সময় ধরে এটি ধরে রেখেছিলেন।

৮১ বছর বয়সী ল্যারি এলিসন যিনি ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ও বর্তমানে চেয়ারম্যান এবং প্রধান প্রযুক্তি কর্মকর্তা। তার মোট সম্পদের সিংহভাগই ডাটাবেস সফটওয়্যার কোম্পানিতে আবদ্ধ।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন

ভারতের জেমাইমা রদ্রিগেজের চোখে জল, তাঁকে ঘিরে উৎসব করতে তৈরি হয়েছিল বড় একটা জটলাও। ইংল্যান্ডকে হারানোর পর দক্ষিণ আফ্রিকার মেয়েদের উল্লাসের ছবিটাও সাড়া ফেলেছিল বেশ। এক দিনের ব্যবধানে দুই দলের সেই উচ্ছ্বাস গিয়ে মিলেছিল একই বিন্দুতে—নারী বিশ্বকাপের ফাইনাল ওঠার আনন্দে আত্মহারা হয়েছিল তারা।    

কিন্তু এতটুকু তো আর শেষ নয়। দুই দলের সামনেই প্রথমবার নারী ওয়ানডে বিশ্বকাপ জয়ের হাতছানি। আজ নাবি মুম্বাইয়েই প্রথমবার এমন নারী বিশ্বকাপ ফাইনাল হচ্ছে, যেখানে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের কেউই নেই। এই দুই দলের বাইরে শিরোপাজয়ী আরেক দল নিউজিল্যান্ডও বাদ পড়ে গেছে সেমিফাইনালের আগেই। আজ দক্ষিণ আফ্রিকা-ভারতের যেই শিরোপা জিতুক, নারী বিশ্বকাপ তাই দেখবে নতুন চ্যাম্পিয়ন।

এবারের বিশ্বকাপজুড়ে কঠিন পথ পাড়ি দিয়ে এসেছে ফাইনালে ওঠা দুটি দলই। ইংল্যান্ডের বিপক্ষে ৬৯ রানে অলআউট হয়ে বিশ্বকাপ শুরু করে দক্ষিণ আফ্রিকা। এরপর টানা পাঁচ ম্যাচ জিতে সেমিফাইনাল নিশ্চিত করে দলটি। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৭ রানে অলআউট হলেও সেমিফাইনালে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েই ফাইনালে ওঠে দক্ষিণ আফ্রিকা।  

সেমিফাইনালে ভারতকে জেতানোর পর জেমাইমা ও মান্ধানা

সম্পর্কিত নিবন্ধ

  • কে হবে নারী বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন
  • ভারত নাকি দক্ষিণ আফ্রিকা, কে হবে নতুন নারী বিশ্বকাপ চ‌্যাম্পিয়ন
  • বিশ্বকাপ ফাইনালের প্রতি টিকিটের দাম দেড় লাখ টাকার বেশি
  • গোল্ডেন বুট হাতে এমবাপ্পে বললেন, রিয়ালে আরও বহু বছর থাকতে চাই